দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

দেশজ মোটিফে ঘরের সাজ | ঘরকে সাজিয়ে তুলুন মনের রঙ্গে!

দেশজ-মোটিফে-চমৎকার-ঘরের-সাজ-5

ঘরের অন্দরমহলের সাজসজ্জায় কোনো নির্দিষ্ট প্যাটার্ন বা থিম অনুসরণ করার কথা কখনো ভাবা হয়েছে কি? যেমন ধরুন, কোনো নির্দিষ্ট রঙের প্রভাবে সাজবে আপনার পুরো ঘরটা? কিংবা ঘর সাজানোর ক্ষেত্রে দেশজ মোটিফকে প্রাধান্য দেয়া হবে? আজকে আমরা আপনাদের জানাবো দেশজ মোটিফে ঘরের সাজ করার পদ্ধতি।

দেশজ মোটিফে ঘরের সাজ 

দেশজ নানা উপাদানে ঘর সাজিয়ে নেয়ার কিছু চমৎকার ধারণা নিয়েই এই লেখাটা সাজানো। খুব সাধারণ কিছু জিনিস আপনার অন্দরমহলের সাজে নিয়ে আসবে ভিন্ন মাত্রা। কেবল জিনিসগুলো কাজে লাগানো চাই সঠিকভাবে। বাঁশ এবং বেতের তৈরি টুকিটাকি কিছু জিনিস ঘরে রাখুন। এইগুলো এদেশের শিল্প, আমাদের দেশীয় সংস্কৃতির প্রতিনিধিত্ব করে এসব উপাদান। দেশজ মোটিফে ঘর সাজানোর বেলায় তাই বাঁশ আর বেতের তৈরি বিভিন্ন জিনিস বেছে নিন। দেয়ালে ঝোলানো বাঁশের ফ্রেমে আয়না হতে পারে আপনার ঘরের সাজের দারুণ একটা অনুষঙ্গ। শোবার ঘরে সাধারণত ড্রেসিংটেবিল থাকে তাই দেয়াল আয়না রাখতে অন্য ঘরগুলোই ব্যবহার করুন। এমন আকর্ষণীয় সব দেয়াল আয়না পাওয়া যায় বাঁশের ফ্রেমে। 

 

ঘরের কোণে আলো-ছায়ার জাল বুনতে নিয়ে আসুন বাঁশের তৈরি ল্যাম্পশেড। কয়েকটি ল্যাম্পশেডে পুরো ঘরজুড়েই একটা থিম তৈরি করা যায় যা ঘরের সাজে আনবে ভিন্ন মাত্রা। এরকম বাঁশের ল্যাম্পশেডে গৃহসজ্জায় আনুন নান্দনিকতা।

বেতের আসবাব ঘরের সাজে দেশজ ভাব নিয়ে আসবে সহজেই। কর্ণার র‍্যাক, মোড়া, টেবিল কিংবা ছোট একটা সোফাসেট, এসব আসবাবের ক্ষেত্রে উপাদান হিসেবে বেছে নিতে পারেন বেত। বেতের আসবাবে ছিমছাম ঘরের সাজ।

 

ঘরের মাঝে খানিকটা ফাঁকা জায়গা পেলে বেতের একটা দোলনা টাঙিয়ে দেয়া যেতে পারে। অন্দরমহলের শোভাও বর্ধন হবে তাতে, অবসরের বই পড়া কিংবা চা-পর্বের আদর্শ জায়গাও পেয়ে যাবেন একটা।

মৃৎশিল্পের এই দেশে মাটির জিনিসে ঘর সাজানোর কথা না ভাবাটাই বরং ভাবাতে পারে! মাটির তৈরি হরেক জিনিস আপনার ঘরের শোভা বাড়িয়ে দেবে কয়েক গুণ।

মাটির পুতুল, ফুলদানী, রঙিন হাড়ি এসবে সেজে উঠুক ঘরখানা। দামী সব অনুষঙ্গের চেয়ে কোনো অংশে কম নান্দনিক হয় এসব জিনিস। মাটির পুতুল হতে পারে ঘর সাজানোর অন্যতম প্রধান একটা অনুষঙ্গ। হরেক রকম, হরেক ঢঙের মাটির পুতুলে বসার ঘরের একদিক সাজিয়ে তুলুন, যে কারো নজর কাড়বে আপনার পুতুলের দল। বসার ঘরের কর্ণার র‍্যাকের দু’টো তাক পূর্ণ করুন দারুণ সব পুতুল দিয়ে।

 

পুতুল ছাড়াও আছে আরো অনেক রকম শো-পিস যেগুলো ঘর সাজাতে আপনার পছন্দের তালিকায় জায়গা পেতে পারে।সাইড টেবিলের উপর রাখা এমন মাটির শো-পিসও নজরকাড়া হবে।

 

বড় বড় মাটির ফুলদানীতে ঘরের সাজে আভিজাত্য ফুটিয়ে তোলা যায়। এসব ফুলদানী যেমন একসাথে বেশি ফুল রাখার সুবিধা দেয়, তেমনি ঘর সাজাতেও এদের জুড়ি নেই। মাটির বড় ফুলদানীতে ঘরে আনুন অভিজাত ভাব।

মাটির রঙিন হাঁড়ি দেখতে মন্দ লাগবে, এমন চোখ আছে কারো? ঘরটাকে রঙে রঙে ঝলমলিয়ে রাখতে কিছু হাড়ি শিকেয় করে ঝুলিয়ে দিন, তাতে আবার মানিপ্ল্যান্টও থাকতে পারে আপনার ইচ্ছে মতো।

 

তালপাতার পাখা, বাঁশি, মুখোশ, এগুলো মন্দ নয় আপনার ঘরের দেয়ালের শোভা বাড়াতে। সব কয়টা জিনিসেই দেশজ আমেজ ফুটে উঠবে ষোলোআনা। বর্ষবরণের আয়োজনে এইসব অনুষঙ্গ বানানোর ধুম পড়ে, ঘর সাজানোর জন্য সেই সময় কিনে নিতে পারেন এইসব।

জেনে নিলেন কিভাবে করবেন দেশজ মোটিফে ঘরের সাজ। আপনার শান্তির নীড়টিকে সাজিয়ে তুলুন মনের মতো।

ছবি- অনুভূতি ডট কম, ফ্লিকার ডট কম, পিন্টারেস্ট ডট কম

6 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort