করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়া ও পরিষ্কার রাখার কথা বার বার বলা হচ্ছে। হাত পুরোপুরি জীবাণুমুক্ত রাখতে অন্তত ৬০% অ্যালকোহল আছে এমন হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হয়। কিন্তু, এগুলো বার বার ব্যবহারের ফলে আমাদের হাতের স্কিন ড্রাই ও রাফ হয়ে যাচ্ছে। অবশ্যই হাইজিন মেনটেইন করুন, কিন্তু হাতকে হেলদি রেখে! জেনে নিন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের সঠিক নিয়ম ও হ্যান্ড কেয়ার টিপসগুলো!
ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম