গ্রিল চিকেন উইথ ভেজ - Shajgoj

গ্রিল চিকেন উইথ ভেজ

10616140_821767427868566_8507217688362353451_n

মুরগির বুকের মাংশ (২ পিস ,হাড় ছাড়া )

অল্প লবন ,লেবুর রস ,মরিচ গুড়া ,আদা-রসুন বাটা ,জিরা গুড়া দিয়ে ভালো ভাবে মাখিয়ে রাখুন ১৫ মিনিট।

তেল ছাড়া নন স্টিক প্যান বা গ্রিডল এ গ্রিল করে নিন। একই সাথে ক্যাপসিকাম মোটা কুচি করে দিন। মাংশ সিদ্ধ হয়ে গেলে নামিয়ে শশার টুকরার সাথে গরম গরম খান। দুপুরে খাওয়ার জন্য পারফেক্ট ,যারা ভাত খান না তাদের জন্য খুব ভালো হবে।

রেসিপিঃ শাহানাজ শিমুল রহমান

ছবিঃ FB/shimulssimplecookingandbeautytips

 

2 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...