ফ্রুট কেক | খুব সহজে তৈরি করুন মজাদার এই আইটেমটি

ফ্রুট কেক 

ফ্রুট কেক - shajgoj.com

নিজেই তৈরি করে ফেলতে পারেন মজাদার ফ্রুট কেক। উপকরণ বেশি হলেও তৈরি করতে ঝক্কি কম। কাজেই রেসিপিটি দেখে ঝটপট ফ্রুট কেক তৈরি করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন।  

ফ্রুট কেক তৈরির পদ্ধতি 

উপকরণ 

  • লাল সবুজ চেরি টুকরো করে কাটা- ১০/১২ টি
  • কিসমিস- ১/২ কাপ
  • মোরব্বা- কয়েকটুকরা কুঁচি করে নেয়া
  • ড্ৰাই এপ্রিকট- কয়েকটি টুকরা করে নেয়া 
  • ফ্রুট জুস – ২ টেবিল চামচ (আনারস অথবা কমলা জুস নেয়া ভালো)
  • মাখন- ১/২ কাপ (রুম টেম্পারেচারে রাখতে হবে) 
  • ব্রাউন সুগার- ১ কাপ (সাদা চিনিও দেয়া যাবে তবে সাদা চিনি দিলে ব্রাউন রং আসবে না)
  • ডিম- ৩টি বড়
  • তরল দুধ- ১/২ কাপ
  • ভ্যনিলা এক্সট্রাক্ট- ১/২ চা চামচ
  • ময়দা- ১.৫ কাপ
  • বেকিং পাউডার- ১ চা চামচ 
  • লবণ– ১ চিমটি
  • লেবু অথবা কমলার খোসা গ্রেট করা (লেমন অরেঞ্জ জেষ্ট )- ১ চা চামচ 

প্রস্তুত প্রণালী  

১) কেক তৈরি করার আগে ওভেন প্রি-হিট করে নিন ১৮০ ডিগ্রি সেলসিয়াসে (৩৫০ ফারেনহাইট )

২) কেকের ছাঁচে মাখন ব্রাশ করে নিতে হবে।

৩) একটি বড় চালনিতে ময়দা, বেকিং পাউডার, লবণ একসাথে চেলে নিয়ে এর সাথে লেমন/অরেঞ্জ জেস্ট আর ফ্রুটসগুলো মিশিয়ে নিন।  

৪) মাখন ও চিনি একসঙ্গে ফেটাতে হবে। চিনি গলে গেলে তাতে ফ্রুট জুস ভ্যানিলা অ্যাসেন্স ও অল্প দুধ দিতে হবে একদম স্মুদ হয়ে মিশে নরম হয়ে যাবে এই মিশ্রণ।     

৫) এবার এই বেটারে অর্ধেক ময়দার মিশ্রণ স্পাচুলা দিয়ে মিশিয়ে নিন। এরপর বাকি দুধটুকু মিশিয়ে নিন। এবার বাকি ময়দার মিশ্রণ হালকা হাতে মিশিয়ে নিন।   

৬) এখন কেকের প্যানে মিশ্রণটি ঢেকে দিয়ে ওপরে কিছু ফ্রুট আর চেরী দিয়ে সাজিয়ে দিতে পারেন। ৪০ থেকে ৫০ মিনিট বেক করুন। 

৭) ৪০ মিনিট পর ভেতরে একটা টুথপিক ঢুকিয়ে দেখতে পারেন ঠিকমতো বেক হয়েছে কিনা। 

৮) ওভেন থেকে নামিয়ে ১০ মিনিট ঠাণ্ডা হতে দিন। তারপরে প্যান থেকে বের করুন।

৯) ঠান্ডা হলে গেলে কেটে নিন ১ দিন পর কিংবা ৮/১০ ঘন্টা পর খেতে মজা লাগবে কেকটি। 

টিপস

দুই-একদিন পর সার্ভ করলে ফ্লেভারগুলো আরও ভালো করে মিশে যাবে একসাথে। রুম টেম্পারেচারে এক সপ্তাহ পর্যন্ত রেখে দেওয়া যেতে পারে এই ফ্রুট কেক। বেকিং এর সময়ে কেকটা বেশি কালচে হয়ে যাচ্ছে বলে মনে হলে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে দিতে পারেন। 

 

রেসিপি –   সামিয়া’স হোম কিচেন 

ছবি- সংগৃহীত: সাজগোজ; কিংগারদারফ্লাওয়ার.কম

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort