মুখের দাগ দূর করতে মুগ ডালের একটি অসাধারণ ফেসপ্যাক - Shajgoj

মুখের দাগ দূর করতে মুগ ডালের একটি অসাধারণ ফেসপ্যাক

file

মুখ আমাদের শরীরের সব চাইতে সুন্দর অঙ্গ। আর আপনার সুন্দর মুখের সব সৌন্দর্য ফিকে করে দিতে মুখের দাগই যথেষ্ট। সৌন্দর্য পিপাসু প্রতিটা নারী এমনকি পুরুষের অন্যতম একটি বড় সমস্যা হচ্ছে মুখে দাগ থাকা। হতে পারে সেটা ব্রণের দাগ, মেছতার দাগ, ছলির দাগ কিংবা অন্য যেকোন ছোপ ছোপ দাগ। এই দাগ সারাতে আপনি হয়তো কাড়ি কাড়ি টাকা খরচ করে যাচ্ছেন ডাক্তারের কাছে, কিংবা যাচ্ছেন বিভিন্ন পার্লারে নানা ধরনের স্কিন ট্রিটমেন্ট নিতে অথবা বাজার থেকে কিনছেন দাগ সারিয়ে তোলার নামি দামী স্কিন কেয়ার প্রোডাক্ট। ভেবে দেখেছেন এইসব ডাক্তারি ওষুধ, পার্লারের স্কিন ট্রিটমেন্ট ও বাজারের স্কিন কেয়ার প্রোডাক্ট আপনার ত্বকের উপকারে আসছে কতটুকু আর ক্ষতি করছে কতটুকু? হ্যাঁ এগুলো হয়তো সাময়িকভাবে আপনার মুখের দাগ সারিয়ে তুলতে সক্ষম হবে কিংবা হালকা করে দিতে পারবে কিন্তু পরিণামে আপনার ত্বকের যে ক্ষতি হয়ে যাবে সেই ক্ষতি পুষিয়ে উঠতে পারবেন তো?

তাই আসুন মুখের দাগ সারিয়ে তুলতে আজ আপনাদের এমন একটি প্যাকের সাথে পরিচয় করিয়ে দেবো যেটি আপনি আপনার রান্নাঘরের নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়েই বানাতে পারবেন আর আপনার ত্বকের কোন ক্ষতিও হবে না। আপনি ঘরে বসে মুগ ডালের একটা প্যাক ব্যবহার করেই আপনার ত্বকের দাগ সারিয়ে তুলতে পারেন।

[picture]

রেসিপি:
– ২ টেবিল চামচ মুগের ডাল রাতে একটি বাটিতে ভিজিয়ে রাখুন এবং সকালে বেটে পেস্ট বানিয়ে ফেলুন।
– ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়া নিন।
– এবার মুগ ডাল পেস্ট আর কমলার খোসার পাউডার নিয়ে একসাথে মিশিয়ে তাতে ২ চা চামচ মধু মিশান।
– সামান্য পরিমাণ কাঁচা দুধ মিশিয়ে ভালোভাবে পেস্ট বানান।

যেভাবে ব্যবহার করবেন:
-এই পেস্ট আপনার মুখের ত্বকে সুন্দর করে লাগিয়ে নিন।
-১৫ থেকে ২০ মিনিট এটি আপনার মুখে রাখুন।
-শুকিয়ে গেলে হালকা গরম পানি দিয়ে আপনার মুখ ভালোভাবে ধুয়ে ফেলুন।
-ভালো ফলাফল পেতে এই পদ্ধতি সপ্তাহে ২ বার ফলো করুন।

উপকারিতা:
মুগ ডালের ভিটামিন বি১, বি৫, বি৬ ও বি৯ ত্বকের ব্লাড সার্কুলেশন বাড়ায়। এমনকি মুগ ডালের ভিটামিন বি উপাদান ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে দাগ হালকা করতে সাহায্য করে। কমলার খোসা ত্বককে ড্যামেজ থেকে বাঁচিয়ে ত্বকের সুস্বাস্থ্য বজায় রাখে ও ত্বক নরম ও নমনীয় করে তলে। যার কারণে আপনি যদি নিয়ম মেনে এই দুই উপাদান দিয়ে আপনার ত্বকের যত্ন চালিয়ে যান তাহলে আশা করা যায় আপনার মুখের দাগ কমে আসবে।

মুখের দাগের জায়গাটি নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করবেন না। দাগ সারাতে গিয়ে নিজের ত্বক নিয়ে কোনভাবেই এক্সপেরিমেন্ট করতে যাবেন না। আর একটা কথা মনে রাখবেন দাগ নিয়ে দুশ্চিন্তা বা স্ট্রেস যেটাই বলুন এগুলো একদম করবেন না, এতে আপনার মুখের দাগ দূর হওয়ার কোন সম্ভাবনা না থাকলেও আপনার ত্বকের বারোটা বাজার বেশ সম্ভাবনা থেকে যায়।

ছবি- আইজিআরইওয়ানটুথ্রি ডট কম

লিখেছেন- রুমানা রহমান

4 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort