১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কী?

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট জানেন কি?

একজনের ১ মাসেই ৫ কেজি ওজন কমেছে

ওজন কিন্তু চাইলেই তো আর হবে না। তার জন্য চাই প্রচেষ্টা আর উদ্যোগ। আর আপনাদের সেই উদ্যোগকে আর এক ধাপ এগিয়ে নিতেই আজকের এই ডায়েট চার্ট। আজকে আপনাদের জন্য এমন একটি ডায়েট চার্ট দেয়া হলো যার সাহায্যে ১ মাসেই ৫ কেজি পর্যন্ত ওজন কমানো সম্ভব এবং খুব সহজেই পরিমিত খাবার গ্রহণের মাধ্যমে সুস্থ্য গতিতে এই ওজন কমানো সম্ভব। আর সেই লক্ষ্যে পৌঁছাতে হলে প্রতিদিন আপনাকে অবশ্যই ১২৮০ ক্যালরি, তার মানে মাসে ৩৮,৪০০ ক্যালরি বার্ণ করতে হবে এবং ডায়েট চার্টে এমন সব খাবার থাকতে হবে যা মোটামুটি ১৫০০ ক্যালরির হতে হবে।

১ মাসেই ৫ কেজি ওজন কমানোর ডায়েট চার্ট 

সকাল ৮:০০

১ মাসেই ৫ কেজি ওজন কমাতে সকাল ৮টার ডায়েট প্ল্যান - shajgoj.com

Sale • Day & Night Cream, Day/Night Cream, Talcum Powder

    – সেদ্ধ ডিম ১ টি সাদা অংশ (৫২ ক্যালরি)

    – এক বাটি জাম্বুরা( জুস করে বা এমনি খেতে পারেন) (৯৬ ক্যালরি)

    – ২ টি রুটি (২১০ ক্যালরি)

    – ভেজিটেবল সুপ (১৫০ ক্যালরি)

    সকাল ১১:০০

    ১ মাসেই ৫ কেজি ওজন কমাতে সকাল ১১টার ডায়েট প্ল্যান - shajgoj.com

    – এক কাপ গ্রিন টি চিনি ছাড়া (কোন ক্যালরি নেই)

    – একটি আপেল (৮১ ক্যালরি)/একটি কমলা (৮৬ ক্যালরি)

    দুপুর ২:০০

    ১ মাসেই ৫ কেজি ওজন কমাতে দুপুর ২টার ডায়েট প্ল্যান - shajgoj.com

    – ভাত ১ কাপ (২১৬ ক্যালরি) / ২ টি রুটি (২১০ ক্যালরি)

    – ১ বাটি মিক্স্ড ভেজিটেবল (৮৫ ক্যালরি)

    – ১ কাপ ডাল (২২০ ক্যালরি) / এক টুকরা মাছ (১৪২ ক্যালরি)

    বিকেল ৫:০০

    ১ মাসেই ৫ কেজি ওজন কমাতে বিকেল ৫ টায় ডায়েট গ্রীন টি - shajgoj.com

    – এক কাপ গ্রিন টি (চিনি ছাড়া)

    – ২ টি ক্রিম ছাড়া বিস্কিট (৩০ ক্যালরি)

    সন্ধ্যা ৭:০০

     

    সন্ধ্যা ৭টায় খাবার ডাব - shajgoj.com

    – ডাবের পানি (৪৬ ক্যালরি)

    অথবা ৮-১০ টি পেস্তা বাদাম (৭০ক্যালরি)

    রাত ৮:৩০

    রাত ৮:৩০ এর ডায়েট প্ল্যান - shajgoj.com

    – ভাত ১ কাপ (২১৬ ক্যালরি) / ২ টি রুটি (২১০ ক্যালরি)

    – ১ কাপ সালাদ (৫০ ক্যালরি)

    – ১ কাপ সবজি (৮৫ ক্যালরি) / আধা কাপ টক দই (৬৫ ক্যালরি)

    এই হলো মোটামুটি ১৫০০ ক্যালরির একটি ডায়েট চার্ট। তবে এই ডায়েট চার্ট মেনে চলার পাশাপাশি শারীরিক ব্যায়াম করা অত্যাবশ্যক। কারণ এর মাধ্যমে আপনি দেহের অতিরিক্ত ক্যালরি বার্ণ করতে পারবেন। যেকোনো ব্যায়াম ক্যালরি বার্ণ করতে সহায়ক। শুরুতে হালকা ব্যায়াম দিয়ে শুরু করুন। প্রতিদিন ৪৫ মিনিট হাঁটার অভ্যাস করূন। এছাড়াও ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন।

    ১ মাসেই ৫ কেজি ওজন কমানোর জন্য কিছু টিপস

    ১. প্রতিদিন সকাল, দুপুর এবং রাতের খাবারের পূর্বে ২ গ্লাস ঠান্ডা পানি পান করুন।

    ২. সকালে খালি পেটে এক টুকরা লেবু এবং আধা চা চমচ মধু হালকা গরম পানিতে মিশিয়ে পান করুন।

    ৩. সবজির লিস্টে ব্রোকলি, লেটুস, পালং শাক এবং অন্যন্য সবুজ সবজি রাখার চেষ্টা করুন।

    ৪. রেগুলার সালাদের সাথে অলিভ অয়েল মিশিয়ে নিন। এটি ক্যালরি বার্ণ করতে খুবই উপকারী।

    ৫. রাতের খাবার ঘুমানোর অন্তত ২ ঘণ্টা আগে খেয়ে ফেলুন।

    আশা করি পোস্টটি দ্বারা আপনারা উপকৃত হবেন।

    সতর্কতা: দ্রুত ওজন কমানোর চেয়ে আস্তে আস্তে ওজন কমানো ভাল।

    ছবি – সাটারস্টক

    1148 I like it
    156 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort