ক্লিয়ার চিকেন সুপ উইথ রাইস নুডলস ! - Shajgoj

ক্লিয়ার চিকেন সুপ উইথ রাইস নুডলস !

17991066_1871078603131232_2134838339337364296_n

ভীষণ হেলদি! যদি মনে করেন একদম সাদা এতে কোনো টেস্ট নাই তাহলে ভুল , মুরগির মাংসের সাথে লেমন গ্রাস , কিছু ভেজিটেবল জুড়ে প্রায় ৪ ঘন্টা কম আঁচে রান্না করা চিকেন স্টক এর রিচনেস আর ফ্লেভার অসারণ। নামানোর আগে এই স্টক এ রাইস নুডুলস রান্না হয়েছে । পরিবেশন করেছি বেশ কুঁচি করা ধনিয়া পাতা , চিকন করে আদা কুঁচি আর মিষ্টি পাকা লাল মরিচ দিয়ে । খাবার সময় একটু লেবু চিপে নিয়ে ধোয়া উঠা সুপ সুরুৎ করে খেতে কিন্তু ভীষণ মজা  আলহামদুলিল্লাহ !

উপকরণ

  • মুরগি ৮ পিস 
  • কিছু গাজর টুকরা , পেঁপে চাক , বাঁধাকপি টুকরা 
  • আদা পাতলা স্লাইস ১ চা চামচ
  • সয়াসস দেড় টেবল চামচ
  • লেমন গ্রাস ৮/১০ টুকরা
  • লেবুর রস দেড় টেবল চামচ
  • টেস্টিং সল্ট ১/২ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া  ১ চা চামচ 
  • পানি ৮ কাপ
  • সিদ্ধ নুডুলস ১ কাপ
  • কাঁচামরিচ ৪/৫ টি
  • লেবু পাতা ১-২ টি
  • ধনিয়া পাতা মিহি কুচি ৪ টেবল চামচ
  • আদা মিহি কুচি ( গার্নিশ এর জন্য ) 
  • মিষ্টি পাকা মরিচ কুচি ( গার্নিশ এর জন্য )

[picture]

প্রণালী

প্রথমে যেই হাড়িতে সুপ রান্না করবেন তাতে মুরগির মাংসের সাথে ৮ কাপ গরম পানি , সমস্ত সবজি , আদা পাতলা কুচি ,সয়াসস, লেমন গ্রাস ৮/১০ টুকরা , টেস্টিং সল্ট , লেবু পাতা , স্বাদমত লবন দিয়ে একদম ধিমি আঁচে রান্না করুন কমপক্ষে ২ থেকে ৩ ঘন্টা ।

২ থেকে ৩ ঘন্টা পর দেখবেন মাংস সিদ্ধ হয়ে নরম হয়ে গেছে আর স্টকটা রিচ একটা ঝোলে বদলেছে । এমন সময় রান্না মাংসগুলো উঠিয়ে নিয়ে মাংস থেকে হাড্ডি ছাড়িয়ে নিন । ঝুরা মাংসগুলো আবার স্টকে দিয়ে এবার আপনার পছন্দ মতো নুডুলস ( সিদ্ধ করাও দিতে পারেন ) দিয়ে মিডিয়াম আঁচে রান্না করুন দশ থেকে বারো মিনিট। নুডুলস সিদ্ধ হয়ে আসলে নামিয়ে বাটিতে পরিবেশন এর সময় এর উপর মিহি কুঁচি ধনিয়া পাতা , আদা কুঁচি , মিষ্টি পাকা মরিচ আর লেবুর রস দিয়ে গরম গরম পরিবেশন করুন ।

ছবি ও রেসিপি – রোমান্টিক কিচেন স্টোরিজ

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort