সিডি মোজাইক ফটো ফ্রেম - Shajgoj

সিডি মোজাইক ফটো ফ্রেম

frame

আমাদের সবার বাসায় পরিত্যাক্ত অনেক সিডি থাকে। তখন সেগুলো ফেলে দেয়া ছাড়া ২য় কোনও অপশন আপনার মাথায় আসে না। একটু ভেবে দেখুনতো এসব অপ্রয়োজনীয় সিডি দিয়ে কী কী তৈরি করা যায়?! আচ্ছা, আমি আপনাদের সাহায্য করি এই ব্যাপারে। একটি ফটো ফ্রেম বানানোর আইডিয়াটা কেমন? চলুন দেখে নিই খুব সহজে অল্প সময়ে কীভাবে আমারা বানাতে পারি। যাদের বাসায় কোনও সিডি নেই তাদের মন খারাপ করার কোন দরকার নেই। এ সিডি সহজলভ্য এবং সুলভ মূল্যে পাওয়া যায়। তাই যেকোনো সিডির দোকান থেকে কিনে এনে বানিয়ে নিন সিডি মোজাইক ফটো ফ্রেম।

প্রয়োজনীয় উপকরণঃ

-একটি পুরনো/নতুন সিডি

-একটি কাঁচি

-আঠা

-শক্ত কাগজ যেমন কার্ডবোর্ড

-কালো ফেব্রিক কালার

পদ্ধতিঃ

প্রথমে কার্ডবোর্ডটি ফটো ফ্রেমের মত কেটে নিন। নিচের ছবিটি দেখুন তাহলে সহজে আইডিয়া করতে পারবেন কোন শেপে কাটতে হবে।

 

cd1

 

এরপর সিডিটিকে ইচ্ছামত শেপে টুকরো করে নিন। ছোট বড় মাঝারি ওভাল ট্রাইএঙ্গেল যেমনটি আপনার ইচ্ছা।

cd2

এখন বানিয়ে রাখা ফটোফ্রেমের চারধারে বেশ ঘন করে আঠা লাগিয়ে নিন।

cd3

আর এবড়ো থেবড়ো ভাবে কেটে রাখা সিডিগুলো ফ্রেমের উপর আঠার সাথে লাগিয়ে দিন শক্তভাবে। এভাবে পুরো ফ্রেমটি কাটা সিডি দিয়ে সাজিয়ে দিন এবং অপেক্ষা করুন আঠা শুকানো পর্যন্ত।

cd4

শুকিয়ে যাওয়ার পর কালো ফেব্রিক কালার দিয়ে কাটা সিডিগুলোর চারপাশ আউটলাইন করুন।

cd5

পুরো একদিন অপেক্ষা করুন এই কালো কালারটি শুকানোর জন্য। দেখুন তো পছন্দ হচ্ছে কিনা ফ্রেমটি? এবার পছন্দের কোনও ছবি জুড়ে দিন ফ্রেমের সাথে আর ভেসে যান পুরনো কোন স্মৃতির জোয়ারে।

cd6

 

লিখেছেনঃ রোজেন

ছবিঃ মেইকইটইজিক্রাফটস.কম

1 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort