বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম - Shajgoj

বিয়ের কার্ডগুলো কি ফেলে দিচ্ছেন? না ফেলে তৈরি করুন দারুণ ফটো ফ্রেম

photo frame cover

পরিবারে কেউ না কেউ প্রায়ই বিয়ের দাওয়াতে কার্ড পেয়ে থাকেন। কিন্তু ওগুলো ঘরেই পরে থাকে। এগুলো দিয়েই মনের মতো করে বানিয়ে ফেলা যায় ফটোফ্রেম! চলুন দেখে নেই ফটোফ্রেম বানানোর ২টি খুব সহজ পদ্ধতি।

[picture]

১ম পদ্ধতি- 

  • একটি কার্ড নিয়ে তার উপর লিখার কাগজটি তুলে নিন।
  • তার উপর যে কোন রঙের একটি কাগজ তার থেকে এক ইঞ্চি ছোট করে এবং চারকোণা করে কেটে মাঝে লাগিয়ে দিন।
  • কাগজের বক্সের কাগজ লম্বা লম্বা করে এবং সমান করে ৩টি কাগজ কেটে নিন। বক্সের কাগজ মোটা হয় তাই এটা ব্যবহার করাই ভালো।
  • এবার কার্ড এর উপর থাকা দ্বিতীয় কাগজের সমান করে উপরের অংশ বাদে কাগজ ৩টি কেটে নিন।
  • লম্বা লম্বা কাগজগুলো রঙিন সুতো দিয়ে আঠার সাহায্যে মুড়িয়ে নিন।
  • বামে, ডানে এবং নিচে তিনটি লম্বা করে কাটা কাগজের শুধু এক পাশে অর্থাৎ বাহিরের দিকে আঠা দিয়ে লাগিয়ে দিন। এতে ছবি আটকে থাকতে সুবিধা হবে। নিচের ছবিগুলো লক্ষ্য করুন-

card 1card 2

  • এবার উপরের দিকে আপনার পছন্দমতো পুঁথি নিয়ে একটি একটি করে আঠার সাহায্যে আটকিয়ে দিন। ফ্রেমের উপরও দিতে পারেন।

আপনার ইচ্ছা মতো ফ্রেমটি সাজিয়ে নিন।

card 3

  • বক্সের একটি কাগজ বড় করে কেটে নিন। কার্ডের পিছনে এটির একপাশ নিচের ছবিটির মতো করে আটকিয়ে হালকা ভাঁজ করে দিন। চাইলে এটি রঙিন কাগজে মুড়িয়ে আটকাতে পারেন।

card 4

বক্সের কাগজ মোটা হয় আর সহজে ভাঁজ হয় না। তাই যেকোনো জায়গায় এটি ব্যাল্যান্স করে থাকতে পারবে।

২য় পদ্ধতি-

  • প্রথমে একটি কার্ড নিয়ে তার উপর লিখার কাগজটি সাবধানে তুলে ফেলুন। এবার তার উপর যে কোন রঙের একটি কাগজ চারকোণা করে কেটে আঠা দিয়ে লাগিয়ে দিন। অথবা কার্ড রঙিন হলে তার থেকে এক ইঞ্চি ছোট করে কাগজ চারকোণা করে কেটে মাঝে লাগিয়ে দিন।
  • এরপর যেকোন কাগজের বক্সের কাগজ লম্বা লম্বা করে এবং সমান করে ৪টি কাগজ কেটে নিন।
  • লম্বা লম্বা কাগজগুলো রঙিন কাগজে আঠা দিয়ে মুড়িয়ে নিন।
  • এবার কার্ড এর উপর থাকা দ্বিতীয় কাগজের সমান করে কাগজ ৪টি কেটে নিন।
  • বামে, ডানে এবং নিচে তিনটি লম্বা করে কাটা কাগজের শুধু এক পাশে অর্থাৎ বাহিরের দিকে আঠা দিয়ে লাগিয়ে দিন।
  • বাকি একটি লম্বা করে কাটা কাগজের শুধু দুই পাশ আঠা দিয়ে উপরের দিকে আটকিয়ে দিন। না হলে ছবি ঢুকবেনা।
  • বক্সের একটি কাগজ বড় করে কেটে নিন। কার্ডের পিছনে এটির একপাশ আগেরটির মতো করে আটকিয়ে হালকা ভাঁজ করে দিন।
  • এখন আপনার ইচ্ছা মতো এটি কাগজ দিয়ে সাজিয়ে নিন।

নিচের ছবিটির মতো আপনিও বানিয়ে ফেলুন ফটোফ্রেম!

card 5

প্লাস্টিক সহ ছবি ফ্রেমে আটকিয়ে দিন। এতে ছবি নোংরা হবে না। এভাবে সহজেই তৈরি ফটোফ্রেমে রাখুন আপনার সবচেয়ে পছন্দের ছবিটি!

লিখেছেন – সোহানা মোরশেদ

1 I like it
3 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort