পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস

পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলুন ৩টি DIY আইটেমস

3 (3)

৯০ এর দশকে সিডি দিয়ে গান শোনার কথা তো আমাদের অনেকেরই মনে আছে, তাই না? এখন যুগ বদলের এই সময়ে সিডির ব্যবহার একদমই কমে গিয়েছে। অনেকের বাসায় হয়তো অনেক শখ করে কেনা এসব সিডি পড়েও রয়েছে অযত্নে। কেউ হয়তো ভাবছেন এগুলো ফেলে দিবেন, কেউ স্মৃতি ভেবে জমিয়ে রেখেছেন। তবে কারণ যেটাই হোক, সিডিগুলো কিন্তু পড়ে রয়েছে ঘরের এক কোণেই। কেমন হয় যদি এই পুরনো সিডিগুলো দিয়ে ঘরের জন্য কাজের কিছু জিনিস বানিয়ে ফেলা যায়? চলুন তাহলে আজকে শিখে নেই অব্যবহৃত সিডি দিয়ে দরকারি কিছু জিনিস বানানোর সহজ উপায়।

পুরনো সিডি দিয়ে জিনিস বানানোর উপায়

ইয়ার রিং স্ট্যান্ড

মেয়েদের সাজের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হচ্ছে ইয়ার রিং। ছোট, বড়, মাঝারি সব ধরনের কানের দুলই মেয়েদের কালেকশনে থাকে। এসবের মধ্যে কিছু কানের দুল আছে যেগুলো কয়েকটি একসাথে রাখলে পেঁচিয়ে যায়। আবার অনেক দুলের রঙ উঠে নষ্ট হয়ে যায়। যার কারণে পছন্দসই দুল পরা অনেক সময়ই সম্ভব হয় না। এসব দুল গুছিয়ে রাখার জন্য যদি একটি স্ট্যান্ড বানিয়ে ফেলা যায় তাহলে দুল তো ভালো থাকবেই, সেই সাথে ডিসকালার হওয়ার ভয়ও থাকবে না। পুরনো সিডি দিয়েই এমন ইয়ার রিং স্ট্যান্ড বানিয়ে ফেলা যায়। চলুন তাহলে স্ট্যান্ড বানানোর উপায়টি জেনে নেই।

যা যা লাগবে

  • ২/৩টি পুরনো সিডি
  • ১/২টি টয়লেট পেপার রোল
  • হট গ্লু ও ভোমর
  • পুঁতি, লেইস অথবা প্রিন্টেড পেপার
  • রঙ

অব্যবহৃত সিডি দিয়ে ইয়ার রিং স্ট্যান্ড বানাতে যা যা লাগবে

যেভাবে বানাবেন

১। সিডিতে আগে প্রিন্টেড পেপার লাগিয়ে নিন। এবার ভোমরের মাথা আগুনে গরম করে সিডির কোণায় একটু জায়গা বাদ দিয়ে কয়েকটি ফুটো করুন। ফুটো করার আগে মার্ক করে নিতে পারেন। একটি সিডি বাদ দিয়ে সবগুলো ফুটো করে নিন।

২। টয়লেট পেপার রোলগুলোকে রঙ করে শুকিয়ে নিন অথবা প্রিন্টেড পেপার দিয়ে মুড়িয়ে নিন।

৩। যেই সিডিটিতে ফুটো করা হয়নি সেটার উপরে মাঝ বরাবর হট গ্লু গানের সাথে টয়লেট পেপার রোল লাগিয়ে দিন। এই রোলের উপর ফুটো করা একটি সিডি লাগিয়ে দিন। আরো সিডি লাগাতে চাইলে আরো একটা টয়লেট পেপার রোল লাগিয়ে দিন এটির মাঝ বরাবর, তার উপর আবারও সিডি লাগান।

৪। এবার সিডির মাঝে ও বাকি অংশে আর্টিফিশিয়াল ফুল, লেইস বা পুঁতি লাগিয়ে সাজাতে পারেন।

অব্যবহৃত সিডি দিয়ে ইয়ার রিং স্ট্যান্ড

ফুটোগুলোয় দুল সাজিয়ে ফেললেই তৈরি হয়ে গেলো দারুণ দুলের স্ট্যান্ড। পড়ে থাকা সিডি দিয়ে একদম অল্প সময়ে এভাবেই সুন্দর এই স্ট্যান্ডটি তৈরি করে ফেলতে পারবেন।

কোস্টার

গ্লাস, মগ বা কাপ রাখার জন্য কোস্টার ব্যবহার করা হয়। দোকান থেকে না কিনে পুরনো সিডি দিয়েই বানিয়ে ফেলতে পারেন দরকারি এই জিনিসটি। চলুন তাহলে কোস্টার বানানোর উপায়টি জেনে নেই।

যা যা লাগবে
  • ৩/৪ টি পুরনো সিডি
  • মোটা কাপড়  
  • হট গ্লু

সিডি দিয়ে কোস্টার

যেভাবে বানাবেন

১। কাপড়ের উপর সিডি বসিয়ে গোল মাপ নিয়ে নিন। এই মাপের থেকে একটু বেশি এবং আরেকটি অল্প একটু কম করে দুই টুকরো কাপড় কেটে নিন।

২। সিডির উপর আঠা দিয়ে বড় টুকরোর কাপড়টি লাগিয়ে নিন। বাড়তি অংশ পেছনে মুড়ে দিন।

৩। বড় টুকরোর বাড়তি অংশ মোড়ানোর উপর ছোট টুকরোটি সুন্দর করে লাগিয়ে দিন।

ব্যস! তৈরি হয়ে গেলো কোস্টার। এবার লেইস বা পুঁতি দিয়ে সাজিয়ে নিতে পারেন কোস্টারটি। যদি আপনার কাছে শুধু কাপড়ের প্রিন্টটাই ভালো লাগে তাহলে অন্য কিছু না লাগালেও চলবে।

সিডি কোস্টার

পকেট ওয়াল হ্যাংগিং

ছোট ছোট জিনিস রাখার সাথে সাথে ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্য পকেট ওয়াল হ্যাংগিং এর কোনো তুলনা নেই। কেমন হয় যদি ফেলনা সিডি আর হাতের কাছে থাকা টুকরো কাপড় দিয়েই বানিয়ে ফেলা যায় সুন্দর পকেট ওয়াল হ্যাংগিং? চলুন দেখে নিই কীভাবে এটি তৈরি করা যায়-

যা যা লাগবে
  • ৩/৪টি সিডি
  • মোটা প্রিন্টেড বা এক রঙের কাপড় অথবা ফেল্ট পেপার
  • হট গ্লু
  • একটু মোটা লেইস, পুঁতি

ক্র্যাফট আইডিয়া

যেভাবে বানাবেন

১। প্রথমে কাপড়ে সিডির মাপটি ট্রেস করে নিন। এবার সিডির চেয়ে একটু বড় করে কাপড়টি গোল টুকরো কেটে নিন। দ্বিতীয় গোল টুকরো কেটে নিন সিডির মাপে। তৃতীয় আরেকটি টুকরো কেটে নিন সিডির মাপের অর্ধেক করে, তবে পাশে একটু বাড়তি কাপড় রাখবেন। যদি ফেল্ট পেপার ইউজ করতে চান, তাহলে শুধু সিডির মাপে কেটে নিলেই হবে। পকেট কেটে নিতে হবে সিডির অর্ধেক মাপেই।

২। প্রথম বড় টুকরোটি হট গ্লু দিয়ে সিডির উপর লাগান। তারপর অর্ধেক কেটে নেয়া টুকরোটি সাইডে আঠা দিয়ে এটির উপর এমনভাবে লাগিয়ে ফেলুন যেন একটি পকেট তৈরি হয়।

৩। সিডিটির উল্টোপাশে বাড়তি কাপড় মুড়ে দিন। এর উপর আঠা দিয়ে সিডির সমান করে কাটা টুকরোটি লাগিয়ে ফেলুন। এভাবে দুই তিনটি অথবা আপনার মনমতো কয়েকটি তৈরি করুন। অনেকে একটি সিডি দিয়েও পকেট বানান। এটা করলে সুবিধা হচ্ছে অন্য কোনো সিডির সাথে আলাদাভাবে জুড়ে দিতে হবে না।

৪। সিডিগুলো নির্দিষ্ট দূরত্বে বসিয়ে লেইসের মাপ নিন। মাপমতো লেইস কেটে নিয়ে ভাঁজ করে নিন যেন দেয়ালে ঝোলানো যায়।

৫। লেইসটি সমান জায়গায় বসিয়ে হট গ্লু দিয়ে সিডির পকেট লাগিয়ে দিন।

সিডি দিয়ে পকেট ওয়াল হ্যাংগিং

ব্যস! তৈরি হয়ে গেলো সিডির পকেট ওয়াল হ্যাংগিং। এবার পছন্দমতো লেইস, পুঁতি ইত্যাদি দিয়ে সাজিয়ে করে তুলুন আরো আকর্ষণীয়। চাইলে কাজের জন্য দরকারি টুকটাক জিনিস এর মাঝেই রাখতে পারবেন।

ঘরে ফেলে রাখা জিনিস নিয়ে আমরা প্রায়ই ভাবনায় পড়ে যাই। অথচ একটু পরিকল্পনা করে খুব সহজেই বানিয়ে ফেলা যায় দারুণ কিছু জিনিস। পুরনো সিডি ফেলে না দিয়ে এগুলোও এবার কাজে লাগিয়ে ফেলতে পারেন। তাহলে আর ভাবনা কীসের? এবার আপনিও হয়ে যান ক্রাফটার, আর বানিয়ে ফেলুন আপনার পছন্দের ক্র্যাফট আইটেম!

 

ছবিঃ cardsandschoolprojects.blogspot.com, savvyhomemade.com, diyncrafts.com

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort