শুকনো ফুল দিয়ে মোমবাতি ডেকোরেশন - Shajgoj

শুকনো ফুল দিয়ে মোমবাতি ডেকোরেশন

image01

বাজারে আজকাল নানা ডিজাইনের মোমবাতি কিনতে পাওয়া যায়। কোনটা শুকনো ফুল দিয়ে সাজানো থাকে আবার কোনটা ডিফরেণ্ট শেপের থাকে। তবে আজ আমরা সিম্পল একটা মোমবাতিকে শুকনো ফুল দিয়ে সাজিয়ে গরজিয়াস ডেকোরেশন পিস তৈরী করা শিখবো।

প্রয়োজনীয় উপকরণঃ

১. কাঁচি

২. সাদা মোমবাতি

৩. চামচ

৪. টুইজার

পদ্ধতিঃ

প্রথমে একটি জ্বলন্ত মোমবাতির উপর চামচ ধরে সেটি গরম করে নিন।

image03

তারপর পছন্দমত ডিজাইন অনুযায়ী একটি ড্রাই ফ্লাওয়ার মোমের উপর রেখে গরম চামচ দিয়ে চেপে ধরুন। ফুলটি যদি মোমের আয়তনের চেয়ে বেশি হয় তবে সে অংশটুকু কাঁচি দিয়ে কেটে ফেলুন।

image02

এরপর অন্যান্য পাতা জাতীয় উপাদান দিয়ে মোমটি এক্সেসরাইজ করুন।

image04

এখন একটু গুরু দায়িত্ব পালন করতে হবে সেটি হল বাটিকের সরঞ্জাম পাওয়া যায় এমন দোকান থেকে প্যারাফিন কিনে সেটি গলিয়ে নিতে হবে। এরপর ড্রাই ম্যাটেরিয়াল দিয়ে সাজানো মোমটি প্যারাফিনের মধ্যে ডিপ করতে হবে গ্লোয়িং ফিনিশের জন্য।

image05

সর্বশেষ কাজ হল মোমটি পুরো ২৪ ঘণ্টা একটি প্লেটের উপর রেখে শুকিয়ে নিতে হবে।

লিখেছেনঃ রোজেন

ছবিঃ আমেজিংইন্টেরিওরডিজাইন.কম

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort