ব্রেড পটেটো প্যাটিস | কীভাবে তৈরি করবেন এই মজাদার রেসিপিটি?

ব্রেড পটেটো প্যাটিস

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পারে পারফেক্ট একটি আইটেম! কেননা এই রেসিপিটি তৈরি করতে কম সময় লাগে। আর বাচ্চাদের পাশাপাশি বড়দের জন্যেও এটি হতে পারে দারুন মজাদার একটি স্ন্যাকস। চলুন তাহলে জেনে নেই ব্রেড পটেটো প্যাটিস কীভাবে তৈরি করবেন।

ব্রেড পটেটো প্যাটিস বানানোর নিয়ম 

চলুন জেনে নিই ব্রেড পটেটো প্যাটিস বানানোর নিয়ম।

উপকরণ 

  • আলু সিদ্ধ করে রাখা- ৪টি
  • পাউরুটি- ৮ থেকে ১০ টুকরা
  • কাঁচামরিচ কুঁচি- ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়া- ১ টেবিল চামচ
  • জিরা গুঁড়া- ১ চা চামচ
  • ক্যাপসিকাম কুঁচি- ১ কাপ ( যদি থাকে )
  • ধনিয়া পাতা কুঁচি- ১/২ কাপ
  • টমেটো সস- ২ টেবিল চামচ
  • ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া- ৩ কাপ
  • ডিম- ২টি
  • লবণ- স্বাদমতো
  • তেল- ভাজার জন্যে পরিমাণমতো

প্রস্তুত প্রণালী

১. একটি গোল বাটিতে প্রথমেই সিদ্ধ আলুগুলোকে একসাথে নিয়ে ভালোমতো মাখিয়ে নরম করে নিতে হবে।

২. এবার আলুর মধ্যে একে একে কাঁচামরিচ কুঁচি, গোলমরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ক্যাপসিকাম কুঁচি, ধনিয়া পাতা কুঁচি, টমেটো সস ও স্বাদমতো লবণ দিয়ে ভালো ভাবে মাখিয়ে নিতে হবে।

৩. এ পর্যায়ে পাউরুটির টুকরো গুলো নিয়ে পাউরুটির চারপাশের সাইডগুলো ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নিতে হবে। কেটে নেয়া হলে বেলন দিয়ে রুটিগুলোকে আলতো করে বেলে নিতে হবে।

৪. এখন রুটিগুলোর উপর একপাশ থেকে আলুর মিশ্রণ দিয়ে রুটি টাকে ভাঁজ করে রুটির মুখ ভালোভাবে বন্ধ করে নিতে হবে। অর্থাৎ প্যাটিসের শেইপে রেডি করে নিন।

৫. অন্য একটি পাত্রে ডিমদুটি ভালোভাবে ফেটে নিন। তাতে সামান্য লবণ এবং গোলমরিচ গুঁড়া দিয়ে নিতে পারেন।

৬. আর একটি পাত্রে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়া নিয়ে নিন।

৭. এবার পাউরুটি গুলোকে একে একে ডিমের মধ্যে মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়ায় মাখিয়ে নিতে হবে।

৮. সবগুলো পাউরুটি প্যাটিসের মতো করে বানিয়ে ব্রেড ক্রাম্বস অথবা বিস্কুটের গুঁড়ায় মাখানো হলে ভাজার জন্যে চুলায় তেল গরম হতে দিন। প্রথমে চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে। (টিপস – প্যাটিস গুলোকে ভাজার জন্যে তেলে দেয়ার আগে চুলার আঁচ মিডিয়াম করে দিতে হবে। এ সময় চুলার আঁচ মিডিয়ামে না রাখলে প্যাটিসগুলো বাইরে থেকে পুরে যেতে পারে এবং ভিতরে কাঁচা থেকে যেতে পারে)

৯. এভাবে ৭ থেকে ৮ মিনিট প্যাটিসগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভাজার পর যখন হালকা বাদামী রং হয়ে আসবে, তখন ভালোভাবে তেল ঝরিয়ে একটি প্লেটে টিস্যু পেপার দিয়ে তাতে নামিয়ে রাখতে হবে।

রেডি হয়ে গেলো দারুন মজাদার এবং মুচমুচে ব্রেড পটেটো প্যাটিস। যারা বিভিন্ন ধরণের সবজি খেতে ভালোবাসেন, তারা আলুর মিশ্রণটির পরিবর্তে পাঁচ মিশালি সবজি ব্যবহার করেও ভিতরের পুর তৈরি করতে পারেন। এটি খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টি গুনেও সমৃদ্ধ। শুধু ভাজার পর পছন্দের সস কিংবা মেয়োনিজ দিয়ে গরম গরম পরিবেশন করে ফেলুন!

ছবি- cpcdn.com

48 I like it
8 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort