হেয়ারকেয়ার বিভিন্ন প্রোডাক্টে একটি উপাদান বেশ দেখা যায়, তা হল আমলা! কিন্তু কেন? আমলা বহুগুনে সমৃদ্ধ, কারণ এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন ও ক্যালসিয়াম যা কোলাজেন প্রোটিন বৃদ্ধি করে চুলের বিভিন্ন সমস্যার সমাধান করে। চুল পরা কমাতে, চুলের গ্রোথ বাড়াতে, ড্যানড্রাফ দূর করতে, চুলের শাইন বাড়াতে এবং আরো বিভিন্ন সমস্যার সমাধানে আমলার গুনের শেষ নেই। চলুন তাহলে দেখা যাক, সুস্থ ও সুন্দর চুলের জন্য আমলার সহজ কয়েকটি হেয়ার প্যাক রেসিপি। সাথেই থাকুন………
সুস্থ ও সুন্দর চুলের জন্য আমলা
42
I like it
5
I don't like it