সোনামনির যত্নে হয়ে উঠুন পরিপক্ব - Shajgoj

সোনামনির যত্নে হয়ে উঠুন পরিপক্ব

14542859_10207265496380624_2029007520_n

বাচ্চাদের ত্বক অনেক বেশী তুলতুলে আর আদরময়। এই ত্বক অনেক বেশী নরম আর তাই আপনার বাচ্চার ত্বক সবসময় আপনার ত্বকের চেয়ে অনেক বেশী সংবেদনশীল । সংবেদনশীলতার  জন্যই বাচ্চার ত্বকের যত্ন কিন্তু আলাদাই হওয়া উচিৎ । বাচ্চার ত্বকের ঠিক মতো যত্ন নেয়া না হলে ত্বক শুষ্ক হয়ে অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। আসুন কিছু সহজ টিপস জেনে নিই, আপনার বাচ্চার ত্বকের যত্নে।

 [picture]

  • হালকা কুসুম গরম পানি দিয়ে বাচ্চার  ত্বক পরিষ্কার সবচেয়ে ভালো আর বাচ্চার ত্বকে কোন সাবান ব্যবহারের দরকার নেই। আপনি তার পানিতে হালকা কোন কিডস  বাথ  লিকুইড অল্প নিয়ে ব্যবহার করতে পারেন ।
  • আপনার বাচ্চাকে গোসল করানোর পর গায়ের পানি পরিষ্কার টাওয়েল দিয়ে মুছে ফেলবেন। আর বাচ্চার টাওয়েল তো অবশ্যই আলাদা রাখবেন। উন্নত ও বিশ্বস্ত মানের ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ত্বকে আস্তে আস্তে লাগাবেন। যদি আপনার বাচ্চা ডায়াপারে অভ্যস্ত হয় তাহলে ভালো মানের ডায়াপার ক্রিম ন্যাপি এলাকায় আলতো করে লাগান। আপনার বাচ্চার যদি অ্যালার্জির সমস্যা থাকে তাহলে কোনভাবেই সাবান ব্যবহার করবেন না আর যে বাথ লিকুইড ব্যবহার করেন না কেন এমন কি ময়েশ্চারাইজার বা লোশন অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করেই লাগাবেন।
  • নিয়মিত গোসল করানো কিন্তু জরুরী। তবে শীতকালে  প্রয়োজন বুঝে প্রতিদিন গোসল নাও করাতে পারেন। তবে খুব গরম পানি কখনোই ব্যবহার করবেন না। গরম পানি ত্বক শুষ্ক করে তোলে। ভালো হয় দিনে ২/৩ বার  ময়েশ্চারাইজার ক্রিম বা লোশন ব্যবহার করলে।
  • বাচ্চাদের ত্বকের প্রাকৃতিক তেল থাকে। সাবান ব্যবহারের কারণে ত্বক তার প্রাকৃতিক তেল হারিয়ে ফেলে। তাই অ্যান্টি-ব্যাক্টেরিয়াল বা সুগন্ধীযুক্ত কোন সাবানই ব্যবহার করবেন না।
  • আপনার আদরের  সোনামনির চুল এর যত্ন নিতেও উপেক্ষা করবেন না যদিও তার চুল খুব কম। হালকা ধরণের বেবি শ্যাম্পু ব্যবহার করুন।
  • ত্বকের মাধ্যমেই আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় আর ত্বকের মাধ্যমেই আপনার বাচ্চার ঠাণ্ডার সমস্যা তৈরি হতে পারে যদি আপনি সঠিক যত্ন না নেন। বাচ্চাদের জন্য সুতি কাপড়ের জামা সবচেয়ে ভালো। আর এদের খুব টাইট জামা পরাবেন না। আরাম বাচ্চাদের জন্য অপরিহার্য। শীতের কাপড়ের নিচে অবশ্যই সুতি কাপড়ের কিছু পরাবেন যাতে উলের কারণে বাচ্চা অসস্তি বোধ না করে।
  • গরমের দিনে বাচ্চাকে ঢিলেঢালা সুতির কাপড়ে বাইরে বের করবেন তবে বাচ্চাদের সানস্ক্রিন লাগাতে ভুলবেন নয়া। SPF-15  সানস্ক্রিন বাচ্চাদের ঘাড়ে, গলায় , মুখে , হাতে পায়ে লাগিয়ে দেবেন। যদি বাচ্চাকে অভ্যস্ত করাতে পারেন তাহলে টুপি,  সান-গ্লাস ব্যবহার করান নিয়মিত।
  • বাচ্চাদের ডায়াপার ৩ থেকে ৪ ঘণ্টার বেশী ব্যবহার করা ঠিক নয়।  প্লাস্টিক ওভার প্যান্ট এর ডায়াপার ব্যবহার আসলে বাচ্চাদের জন্য আরামদায়ক নয় যদিও আপনার বাজেট বান্ধব এটি। আর সল্প দামের ডায়াপার ব্যবহার না করাই ভালো। মনে রাখবেন অল্প দামের ডায়াপারগুলি কটন না দিয়ে পলেস্টার দিয়ে তৈরি যা ত্বকের জন্য অ্যালার্জির কারণ হতে পারে আবার এগুলির শোষণ ক্ষমতাও ভাল না হওয়ায় ন্যাপি এলাকা ভিজা থাকবেন যা আপনার বাচ্চার জন্য ভীষণ অসাস্থ্যকর ।
  • আদরের বাচ্চার নখ খুবই পাতলা তবে নিয়মিত বাচ্চাদের নেইল কাটার দিয়ে কাটবেন। বাচ্চাদের নেইল কাটারগুলিতে আলাদা নিরাপত্তা ব্যবস্থা থাকে যাতে সোনামনির ত্বকে ব্যাথা না পায়।

 বাচ্চার যত্নে নুতন মায়েদের অনেক ভুল হয়ে যেতে পারে। সবচেয়ে ভালো হয় আপনি নিয়মিত পড়ুন। আর আপনার সোনামনির যত্নে পরিপক্ব হয়ে উঠুন। সব মা ও তার সোনামণিদের জন্য অফুরন্ত শুভেচ্ছা।

মডেল –  লাবিকা

লিখেছেন –  রোকসানা আকতার

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort