টয়লেট পেপার টিউব দিয়ে দারুণ পেন্সিল হোল্ডার! - Shajgoj

টয়লেট পেপার টিউব দিয়ে দারুণ পেন্সিল হোল্ডার!

pencil cup holder

বাড়িতে খুব সহজেই আপনি বানিয়ে নিতে পারেন পেন্সিল কাপ হোল্ডার। সামান্য কিছু জিনিসে, অল্প সময়ে এবং কম খরচে তৈরি পেন্সিল  কাপ হোল্ডার কীভাবে বানানো যায় আসুন জেনে নিই-

[picture]

যা যা লাগবে 

  • চারটি খালি টয়লেট পেপার টিউব
  • কাঁচি
  • স্ট্যাপলার
  • ভারিকার্ডবোর্ড
  • গ্লু
  • মার্কার অথবা অ্যাক্রিলিক/ফেব্রিক কালার
  • পেইন্ট ব্রাশ

পদ্ধতি

১। প্রথমে টয়লেট পেপার টিউবগুলো থেকে এক ইঞ্চি পরিমাণ প্রস্থে অংশ কেটে বের  নিতে হবে।

পর

২। তারপর নিচের দেখানো ছবির মত করে স্ট্যাপল করে নিতে হবে।

ম্স িু

৩। ভারি কার্ডবোর্ড দিয়ে পেন্সিল কাপ হোল্ডারটির বেস বানাতে হবে। তাই স্ট্যাপল করা অংশ থেকে কিছুটা বড় করে কার্ডবোর্ড কাটুন। তারপর এতে টিউবগুলো রেখে ভেতরের দিক থেকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিন।

cup holdar 3

৪। দাগ দেয়া অংশে গ্লু লাগান। গ্লু লাগানো অংশের উপরে টিউবগুলো বসিয়ে দিন। গ্লু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। শুকিয়ে গেলে গ্লু আর দেখা যাবে না।

cup holdar 4 cup holder 4a

৫। এবার আপনার পছন্দ মত সাজিয়ে নিতে পারেন। পেইন্ট করা ছাড়াও স্টিকার, রিবন অথবা স্টোন দিতে সাজাতে পারেন। পেইন্ট করার ক্ষেত্রে প্রথমে ভেতরের দিকটা বেসসহ রঙ করে নিন। তারপর ছবিতে দেখানো ধাপগুলো অনুসরন করে খুব সহজেই তৈরি করুন আকর্ষনীয় এই পেন্সিল কাপ হোল্ডার।

cup holdar 5

লিখেছেন- নীল

ছবি- ক্রাফটসফরঅলসিজনস.কম

8 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort