ডিমের হেয়ার প্যাক | ৩টি উপায়ে ঘরোয়াভাবেই চুল হবে ঝলমলে!

ডিমের হেয়ার প্যাক | ৩টি উপায়ে ঘরোয়াভাবেই চুল হবে ঝলমলে!

একটি বাটিতে ডিম, একটি ব্রাশ, লেবু ও চিরুনি কাঠের ট্রে তে রাখা-shajgoj.com

নারীর সৌন্দর্যের একটা বড় অংশ জুড়ে রয়েছে তার চুল। সে কারণেই ত্বকের সাথে সাথে চুলের যত্ন নেওয়াটাও অতি জরুরী। আর চুলের যত্ন নিতে হলে সবসময় গাদা গাদা টাকা খরচ করে পার্লারে ছুটতে হবে এমন কোনো কথা নেই। বরং আমাদের রান্নাঘরে পড়ে থাকা সাধারণ উপকরণগুলোই হতে পারে চুলের পরম বন্ধু। এ রকম একটি উপকরণ হচ্ছে ডিম। চুলের স্বাস্থ্য ভালো রাখার জন্য একটি কার্যকরী প্রোটিন উপাদান হচ্ছে ডিম। চলুন চুলের যত্ন নিতে কিছু ডিমের হেয়ার প্যাক সম্পর্কে জেনে নেওয়া যাক।

চুলের যত্নে ডিমের হেয়ার প্যাক

ডিমের প্রোটিন প্যাক

ডিমের হেয়ার প্যাক তৈরি করা হচ্ছে-shajgoj.com

এই প্যাকটি বানাতে আপনার লাগবে ডিমের কুসুম, ১/২ কাপ অলিভ অয়েল, ১/২ কাপ মধু, সামান্য লেবুর রস আর ১/২কাপ টক দই। এই পরিমাণটি লম্বা চুলের জন্য। আপনার চুল ছোট হলে সেই অনুযায়ী উপাদানের অনুপাত কমিয়ে নিবেন। উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিন। চুল আচঁড়ে জট ছাড়িয়ে নিন। চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালো করে এই প্যাকটি লাগান। একটি শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে ৪৫ মিনিট অপেক্ষা করুন। এরপর শ্যাম্পু করে ফেলুন। কন্ডিশনার লাগাতে ভুলবেন না। এই প্যাকটি সপ্তাহে একদিন করে ব্যবহার করুন। ফলাফল দেখে আপনি নিজেই চমকে যাবেন।

ডিম ও হেনা পাউডার হেয়ার প্যাক

নিচে সবুজ টেবিলে হেনা প্যাক বানানো হচ্ছে-shajgoj.com

যারা চুলে হেনা ব্যবহার করেন তারা বাড়তি পুষ্টির জন্য ডিম যোগ করতে পারেন। পরিমাণমত হেনা পাউডার পানিতে ভিজিয়ে কিছুক্ষণ রাখুন। এবার এতে একটা ডিম, এক টেবিল চামচ মধু, দুই টেবিল চামচ নারিকেল তেল মিশিয়ে নিন। এই প্যাকটি চুলে লাগিয়ে রাখুন আধা ঘণ্টা! যদি চুল রঙ করতে চান তবে এক থেকে দেড় ঘণ্টা রাখুন। এবার শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে ফেলুন।

এই প্যাকটি মাসে দুই তিনবার ব্যবহার করাই যথেষ্ট। চুলের খুশকি দূর করা, গোঁড়া মজবুত করা, চুলের শাইনিভাব ধরে রাখা এমন অনেক উপকারিতা আছে হেনার। মধু চুলকে নারিশড রাখতে হেল্প করে, চুলের ড্যামেজভাব রিপেয়ার করে! তাই চুলের যত্নে অসাধারণ কাজ করে এই প্যাকটি।

ডিম ও আমলা পাউডার হেয়ার প্যাক

নিচে সবুজ টেবিলের উপর রাখা রাজকন্যা আমলা পাউডার-shajgoj.com

আমলা চুলের জন্য একটি অসাধারণ উপাদান। এটি চুল পড়া বন্ধ করে এবং চুলের আগা ফাটা প্রতিরোধ করে আর ডিম চুলের প্রোটিনের চাহিদা পূরণ করে চুলকে করে সিল্কি, শাইনি ও প্রাণবন্ত। কাজেই এই দুই উপাদান একসঙ্গে ব্যবহার করলে তা যে চুলকে স্বাস্থ্যজ্জ্বল ও মজবুত করে তুলবে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই। একটা ডিম ভালো করে ফেটে নিন। এবার এতে আমলা পাউডার মেশান। কাটাচামচ দিয়ে ভালো করে ফেটুন যাতে করে কোনো দানা দানা না থাকে। এবার মাথা ও চুলে লাগিয়ে আধা ঘণ্টা রাখুন। তারপর কোনো ভালো শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন এবং কন্ডিশনার লাগান। এই হেয়ার প্যাকটি সপ্তাহে দুইদিন ব্যবহার করতে পারলে ভালো হয়। যদি সম্ভব না হয় অন্তত সপ্তাহে একবার ব্যবহার করুন।

চুলের যত্নে নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন ডিমের এই হেয়ার প্যাকগুলো। তবে সব উপকরণ সবার চুলে স্যুট করে না। কাজেই আপনি আপনার চুলের ধরণ বুঝে যেকোনো একটি প্যাক বাছাই করতে পারেন। হেয়ার কেয়ারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট ইউজ করলে সেটার কোনো সাইড ইফেক্ট নেই। জাস্ট খেয়াল করবেন যে উপাদানটি আপনার জন্য কাজ করছে কি না বা স্যুট করছে কি না। আর অরগানিক আমলা পাউডার, হেনা পাউডারসহ হেয়ার কেয়ারের অথেনটিক প্রোডাক্ট পেয়ে যাবেন সাজগোজে। শপ.সাজগোজ.কম এ অনলাইনে পারচেজের সুযোগ তো আছেই, সারাদেশে মাত্র ৪৯ টাকাতে ডেলিভারি দিচ্ছে সাজগোজ। আর দুইটা আউটলেট আছে যেগুলো যমুনা ফিউচার পার্ক ও সীমান্ত সম্ভারে অবস্থিত।

 

ছবি – সংগৃহীত: সাটারস্টক, সাজগোজ

31 I like it
8 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort