ছোট চুলের জন্য আকর্ষণীয় দুটি হেয়ারস্টাইল - Shajgoj

ছোট চুলের জন্য আকর্ষণীয় দুটি হেয়ারস্টাইল

hairstyle

যাদের চুল লম্বা তারা বরাবরই চুলের নানান রকম স্টাইল করতে পারে। কিন্তু ছোট চুলে খুব একটা স্টাইল করা যায় না। যাদের চুল ছোট, তারা চুলে তেমন স্টাইল করতে না পারায় অনেক সময়ই মনটা খারাপ হয়ে যায়।  তাই তাদের জন্যই খুব সুন্দর ও আকর্ষণীয় দুটি হেয়ারস্টাইল।

[picture]

১। ফ্রেঞ্চ রোল

   যা প্রয়োজনঃ

  • হেয়ার ব্রাশ
  • হেয়ার স্প্রে
  • পিন

   ধাপসমূহঃ

   ১. প্রথমে চুল শ্যাম্পু করে শুকিয়ে নিতে হবে। হালকা একটু গ্লসি ভাব আনতে খুব সামান্য তেল দেয়া যেতে পারে। এবার চুল ভালোভাবে ব্রাশ করে নিয়ে ছবিতে দেখানো ভাবে উলম্বভাবে পিন লাগিয়ে নিতে হবে।

     1

  ২. এবার বামদিকের ধরে রাখা চুল বাম থেকে ডান দিকে হাত দিয়ে রোল করে ঘুরিয়ে দিতে হবে।
2

       ৩. রোলটাকে ঠিকভাবে ধরে রেখে ডানদিক থেকে এবার পিন দিয়ে ভালোভাবে আটকে দিতে হবে যাতে খুব শক্তভাবে আটকে যায়।

34

সবদিকে পিন দিয়ে এমনভাবে আটকাতে হবে যাতে খুলে না যায়। পিন দিয়ে আটকানো হয়ে গেলে হেয়ার স্প্রে দিয়ে চুলটাকে সেট করে নিতে হবে।

 5

২। ফ্রেঞ্চ ব্রেইড আপডু

       যা প্রয়োজনঃ

  • হেয়ার ব্রাশ
  • হেয়ার স্প্রে
  • পিন
  • হেয়ার পাউডার, হেয়ার প্যাডিং (যদি থাকে)

    ধাপসমূহঃ

       ১. চুল আঁচরে নিয়ে মাথার উপরিভাগের চুলগুলো হেয়ার ব্যান্ড দিয়ে আটকে দিতে হবে।
6

       ২. নিচের চুলগুলো দিয়ে এবার ফ্রেঞ্চ ব্রেইডের মত করে ব্রেইড করে নিতে হবে।

      7

       ৩. এবার উপরের চুলে সামান্য হেয়ার টিজিং করে নিয়ে চুল সেট করার জন্য স্প্রে করে দিতে   হবে।

      8

       ৪. এবার চুলে পিন দিয়ে আঁটকে রোল করে নিতে হবে।

9

10

     সবশেষে চুলকে সেট করার জন্য আবার স্প্রে করতে হবে।

      11

লিখেছেন – সারাহ

ছবি –  অলফরফ্যাশনডিজাইন.কম

3 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort