রিঙ্কেল-বয়সের ছাপ | যতটা সম্ভব দূরে রাখতে চান?

রিঙ্কেল-বয়সের ছাপ | যতটা সম্ভব দূরে রাখতে চান?

wrinkles

অনেকদিন পর আবার একটা নতুন টাইপের প্রোডাক্ট রিভিউ… নাম- COSRX galactomyces tone balancing essence (কস আরএক্স গ্যালাকটোমাইসেস টোন ব্যালান্সিং এসেন্স) । সাজগোজ লাইভে এই প্রোডাক্ট-টার এতো গুণগান করেছিলাম দেখে অনেকেই এই এসেন্স-এর একটা ফুল রিভিউ চেয়েছিলেন। And your wish is my command!

[picture]

 

কিন্তু, এসেন্স আবার কী??

আগে চলুন দেখি, এসেন্স বা ফার্স্ট এসেন্স (Essence/ First essence) জিনিসটা আসলে কী?

এসেন্স খুবই লাইট ওয়াটারবেজড প্রোডাক্ট যা স্কিনে দেবার সাথে সাথে স্কিনের সাথে মিশে যায়। এসেন্স-এর উপরে দরকার হলে আপনি সিরাম , ময়েশ্চারাইজার, স্লিপিং মাস্ক ইউজ করবেন। এসেন্স হবে টোনারের পর বা এর বদলে আপনার স্কিন টাচ করা ফার্স্ট প্রোডাক্ট।

তাই, রুটিনটা দেখতে এমন হবে-

ফেসওয়াশ < টোনার < এসেন্স < সিরাম < ময়েসচারাইজার

COSRX galactomyces essence কেন স্পেশাল?

Galactomyces (গ্যালাকটোমাইসেস) হচ্ছে SACCHAROMYCES FERMENT FILTRATE, যা বিয়ার তৈরির জন্য ইউজড ব্যাকটেরিয়ার একটা strain। প্রচুর ল্যাব টেস্টে খুব ভালোভাবে প্রমানিত হয়ে গেছে যে এই ব্যাকটেরিয়া সিক্রেশন স্কিনে ম্যাক্সিমাম অ্যান্টিঅক্সিডেন্ট (antioxidant) ডেলিভার করে, স্কিনকে সবধরনের পলিউশন আর UVA, UVB ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। আর COSRX galactomyces essence-এ এই ব্যাকটেরিয়া সিক্রেশন দেয়া হয়েছে টোটাল বোতলের ৯৫%!!

তাই রইল বাকি ৫%! তাতে কি আছে?

** সোডিয়াম হায়ালুরোনেট (sodium hyaluronate) – যা স্কিনের ময়েশ্চার ব্যালান্স ঠিক রাখে আর স্কিনের ফাইনলাইন-গুলোকে ফিল করে।

** নায়াসিনামাইড আর অ্যাডেনোসিন (niacinamide & adenosine) – যারা স্কিন ব্রাইট করে আর রিঙ্কেল প্রিভেন্ট করে।

তাই সব মিলিয়ে বেশ লোভনীয় একটা উপাদান লিস্ট… দেখে নিন-

উপাদান 

Galactomyces ferment filtrate, NiacinamideSodium hyaluronate, Betaine, Panthenol, Glycerin, 1,2-Hexanediol, Allantoin, Butylene Glycol, Xanthan gum, Ethyl hexanediol, Adenosine.

কত কম উপকরণ দেখলেন? প্রথম এই প্রোডাক্ট-টা কেনার পেছনে এই পিচ্চি লিস্ট-ই আমার ইন্সপিরেশন ছিল… কারণ আমার স্কিন বেশি বেশি সেনসিটিভ তো!! একটু উল্টাপাল্টা উপাদান লাগলেই ব্রণ উঠে যায়… তাই উপাদান যত কম তত আমার রিস্কও কম!

এছাড়া দেখতেই পাচ্ছেন এটা কমপ্লিটলি সিলিকন, পারফিউম, অ্যালকোহল আর প্যারাবেন ফ্রি!! তাই খুব সেনসিটিভ আল্যারজি প্রন স্কিনেও চোখ বন্ধ করে ট্রাই করার অপশন-টা আছে কিন্তু!!

দাম ও প্রাপ্তিস্থল

১০০ মিলির বোতল ১৩০৩/- টাকায় এখন শপ.সাজগোজ.কম পাবেন। জি, ১০০ মিলি… বিশাল একটা বোতল।

আগে এটা যখন বাংলাদেশে এভেইলেবল ছিল না তখন এটা প্রিঅর্ডার করে অনলাইন পেজ থেকে কিনতে হত। দাম পড়ত মিনিমাম ১৫০০ টাকা! বাট এখন শপেই এভেইলেবল হওয়ায় আমার অনেক বেশি সুবিধা হল!! কতোগুলো টাকা বাঁচে প্রতিবার ভাবুন!!

তাছাড়া যমুনা ফিউচার পার্ক ও রাইফেল স্কয়ার-এ অবস্থিত শপ.সাজগোজ.কম -এর ফিজিকাল শপ-এও পাবেন!

প্যাকেজিং

বোতলটা স্বচ্ছ। আর এয়ারটাইট পাম্প আছে। খুবই হাইজেনিক। অবশ্য এটা COSRX ব্র্যান্ডের সিগ্নেচার… পাম্পের উপরে একটা প্লাস্টিকের ক্যাপ আছে, তাই ট্র্যাভেল করার সময় কোনও সমস্যা হবে না। বোতলটা কেনার সময় কার্ডবোর্ডের বক্সে করে আসবে। বক্সে প্রোডাক্ট-এর উপাদান, ম্যানুফ্যাকচার আর এক্সপায়ারেশন ডেট লেখা থাকবে।

রিঙ্কেল-বয়সের ছাপ দূর করতে COSRX galactomyces tone balancing essence - shajgoj

মোট কথা, সিম্পল এফিশিয়েন্ট ঝামেলা ফ্রি বোতল… এই তো!

রিঙ্কেল-বয়সের ছাপ দূরে রাখতে COSRX ব্র্যান্ডের বোতলের উপরে থাকে প্লাস্টিকের ক্যাপ - shajgoj.com

ছবি- পাম্প বোতলের উপরে থাকবে আলাদা প্লাস্টিকের ক্যাপ।

রিঙ্কেল-বয়সের ছাপ দূরে রাখতে COSRX ব্র্যান্ডের বোতলের পাম্প - shajgoj.com

ছবি- বোতলের পাম্প।

রিঙ্কেল-বয়সের ছাপ দূরে রাখতে COSRX galactomyces tone balancing essence এর প্যাকেজিং - shajgoj.com

ছবি- খোলার পর থেকে ১২ মাস ইউজ করা যাবে, মার্ক করা আছে বোতলের পেছনে। পরিমাণটাও দেখতে পাচ্ছেন রাইট?

কিভাবে ইউজ করি?

আমি রোজ দুবার ফেইসওয়াশ-এর পরে এই এসেন্স-টা ইউজ করি… আমার এখন এটার ৪ নাম্বার বোতল চলছে!

এসেন্স-টা একেবারেই ওয়াটারি, স্মেল নেই কোনও, স্কিনে ৫-৭ সেকেন্ডে মিলিয়ে যায়। আর একেবারেই ফিল করা যায় না! মনেই হয় না মুখে কিছু দিলাম… তাই এসেন্স দেয়ার ১০ সেকেন্ড পরপরই আমি আমার রেগুলার সিরাম, ময়েশ্চারাইজার মেখে ফেলি… এভাবেই চলছে।

রিঙ্কেল-বয়সের ছাপ দূরে রাখতে COSRX galactomyces tone balancing essence এর ইউজ -1- shajgoj.com

ছবি- এক্কেবারেই থিন পানির মতো টেক্সচার!!

রিঙ্কেল-বয়সের ছাপ দূরে রাখতে COSRX galactomyces tone balancing essence এর ইউজ- 2 - shajgoj.com

রিঙ্কেল-বয়সের ছাপ দূরে রাখতে COSRX galactomyces tone balancing essence এর ইউজ -3 - shajgoj.com

রিঙ্কেল-বয়সের ছাপ দূরে রাখতে COSRX galactomyces tone balancing essence এর ইউজ -4 - shajgoj.com

রিঙ্কেল-বয়সের ছাপ দূরে রাখতে COSRX galactomyces tone balancing essence এর ইউজ -5 - shajgoj.com

ছবি- কতো পাতলা বুঝতে পারছেন? এটা কিন্তু একেবারে ওয়েল ফ্রি ফর্মুলা!!

রিঙ্কেল-বয়সের ছাপ দূরে রাখতে COSRX galactomyces tone balancing essence ৫ সেকেন্ডে স্কিনে মিলিয়ে যায় - shajgoj.com

ছবি- জাস্ট ৫ সেকেন্ডে স্কিনে মিলিয়ে যায়, বোঝারও উপায় থাকে না স্কিনে কিছু দেয়া হয়েছে।

আমার এক্সপেরিয়েন্স

২ বছরের বেশি সময় ধরে এই প্রোডাক্ট আমার স্কিনকেয়ার রুটিনে একটা পার্মানেন্ট ফিক্সচার! কেন? বলছি…

প্রথমে যখন আমি এটা ইউজ করলাম দেখলাম মাত্র এক পাম্পে আমার ফেইস কাভার হচ্ছে… এভাবে ১-২ সপ্তাহ মাখলাম, বুঝলেন!

তারপর দেখলাম… প্রায় ২ সপ্তাহে প্রোডাক্ট-এর ২০ ভাগের একভাগও শেষ হল না!! বোতল এতই বিশাল…

তখন একটু সাহস পেলাম… ফেইস-এ ১ পাম্প, ঘাড়ে ২ পাম্প আর আপারচেস্ট এড়িয়া-তে ২ পাম্প করে রোজ দুবার ইউজ করলাম!!

এভাবে দেড়-দুই মাস পার হল… আর প্রোডাক্ট-এর তিনভাগের একভাগ মতো শেষ হল।

তো দুই মাস পর আমি কি দেখলাম??

আমার ঘাড়ে সান এক্সপোজড এড়িয়া আর কাপড়ে ঢাকা এড়িয়া-এর মধ্যে একটা হালকা ‘ট্যান লাইন’ ছিল। মানে কালার ডিফারেন্স আর কি… দুইমাসে সেই ডিফারেন্স একেবারে মিলিয়ে রঙ সমান হয়ে গেছে!!

বিঃ দ্রঃ বলে নেই, এই সময়ে আমি জাস্ট আমার রেগুলার বডি ওয়াশ বাদে আর কিছুই ঘাড়ের এলাকায় ইউজ করি নি। তাই চেঞ্জ-টা যে শুধু এই প্রোডাক্ট-ই এনেছে তা আমি শিওরলি বলতে পারি !

তো এরপর মজা পেয়ে আমি ফেস, নেক ছাড়াও আমার হাতের কনুই (মানে ট্যান যেটুকুতে আছে সেটুকুতে) এই এসেন্সটা লাগাতে শুরু করি… এতে আমার ১০০ মিলি বোতলটা প্রায় ৩ মাস ধরে ইউজ করা যায়…

এছাড়াও এই এসেন্স-টা রেগুলার ইউজ করায় স্কিনে একটা এক্সট্রা ব্রণও ওঠে নি। উল্টো ব্রণের দাগ যে কটা ছিল তা একটু কুইক লাইট হয়ে গেছে ( Thanks to Niacinamide & Adenosine!!)

গ্যালাকটোমাইসেস ব্যাকটেরিয়া সিক্রেশন আবার একইসাথে রিঙ্কেল প্রিভেন্ট করতে কাজ করবে। এসেন্স-এর এই গুণটা আপনি নিজের চোখে দেখবেন যখন আপনিও আমার মতো ২ বছর ধরে টানা একটা প্রোডাক্ট ইউজ করবেন… প্রমিজ করছি… দেখে অবাক হবেন!!

কিন্তু কেন বারবার এটাই কিনছি?

খুবই ভালো প্রশ্ন… গ্যালাকটোমাইসেস ব্যাকটেরিয়া সিক্রেশন অনেক বেশি বেশি আছে আর রেগুলার ব্যবহারে রিঙ্কেল, বয়সের ছাপ কমায় এরকম প্রোডাক্ট বা এসেন্স এটাই দুনিয়ায় একটা নয়! আরও দুটো খুব ফেমাস সিমিলার এসেন্স হচ্ছে-

MISSHA ফার্স্ট ট্রিটমেন্ট এসেন্স– যার দাম ২৭০০-৩০০০ টাকা !!!

SK II ফার্স্ট ট্রিটমেন্ট এসেন্স – যার দাম ১৭০০০ টাকা!!!!! (না , আপনি ভুল দেখেন নি আমি তিনটা শূন্যই লিখেছি!)

তাই, বুঝতেই পারছেন মিশা এসেন্স ফেইস, গলা, হাত- সব জায়গায় লাগানোর সামর্থ্য অ্যাটলিস্ট আমার নেই। আর ২য় এসেন্স-টা অ্যাফরড করাই আমার পক্ষে এখন সম্ভব না! … যদি কখনও হয় আপনাদের সাথে একটা কম্প্যারিজন আর্টিকেল লিখে আমার এক্সপেরিএন্স শেয়ার করবো… ওয়েট করতে থাকুন!!

তাই, সবচেয়ে বেস্ট চয়েজ যেটা আমার বয়স আর বাজেট হিসেবে সেটাই আমি কিনছি আর মাখছি, সহজ হিসেব!

** মজার ব্যাপার- বোতলের গায়ে কিন্তু সিল দেয়া আছে যে খোলার পর ১২ মাসের ভেতরে ইউজ করে ফেলতে হবে এই এসেন্স। তাই শুধু মুখে না মেখে ঘাড়, হাতের পাতায় মাখলে ইজিলি প্রোডাক্ট-টা শেষ হবে আর আপনিও বেশি বেশি বেনিফিট পাবেন… কারণ বয়সতো খালি মুখের বাড়ে না তাই না? মানুষের ঘাড় আর হাতের কুঁচকানো চামড়া দেখে বয়স কিন্তু বলে দেয়া যায়! তাই আপনি যদি ওভারঅল রিঙ্কেল আর বয়সের ছাপ নিয়ে চিন্তায় থাকেন তবে আমার সিস্টেমে এই এসেন্স-টা ইউজ করতে পারেন।

আমার রেটিং

চার চারটা বোতল খালি করেছি… তাই বলার অপেক্ষা রাখে না যে আমার পারসোনাল রেটিং ১০/১০ !!

বেশি পছন্দের প্রোডাক্ট-এ আমার একটা প্রবলেম হয়… আমি সবাইকে “এটা মাখো, এটা মাখো” বলে বিরক্ত করি… আজ আপনাদের করলাম… কেউ ইউজ করলে জানাবেন আপনার কেমন লেগেছে এই প্রোডাক্ট-টা… আর যারা ইউজ করেন নি…

You don’t know what you are missing!!! And I mean it!!!

ছবি- সাটারস্টক

11 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort