ট্রিপল চকলেট মুস - Shajgoj

ট্রিপল চকলেট মুস

SONY DSC

খেতে যেমন সুস্বাদু, বানানোও অনেক সহজ এই ডেজার্টটি। বাসার পরবর্তী কোন অনুষ্ঠানে এই ডেজার্টটি বানিয়ে চমকে দিতে পারেন সবাইকে। আসুন দেখে নিই কীভাবে বানাবো এই মজার ডেজার্টটি।
উপকরণঃ

  • ডার্ক চকলেট(গ্রেট করে নেয়া)- ২০০ গ্রাম
  • মিল্ক চকলেট(গ্রেট করে নেয়া)-২০০ গ্রাম
  • হোয়াইট চকলেট(গ্রেট করে নেয়া)-২০০ গ্রাম
  • চিনি(ব্লেন্ড করে নেয়া)- ১ টেবিল চামচ
  • জেলাটিন(পানিতে দ্রবীভূত) – দেড় চা চামচ
  • ক্রিম(বিট করে নেয়া)-২ কাপ

পদ্ধতিঃ
-তিন ধরনের চকলেট তিনটি আলাদা বাটিতে নিয়ে মাইক্রোওয়েভ ওভেনে এক মিনিট করে গলিয়ে নিন।
-গলানো চকলেট গুলো একটি বাটিতে মিশিয়ে নিয়ে পুনরায় মাইক্রোওয়েভ ওভেনে এক মিনিট হিট দিন।
-এখন বাটিটি ওভেন থেকে বের করে পাউডার্ড চিনি যোগ করুন এবং নেড়ে মিশিয়ে নিন। এরপরে  জেলাটিন যোগ করুন এবং মিক্স করুন। এবারে ক্রিম যোগ করে খুব ভালো ভাবে মিশিয়ে নিন। এখন ছোট ছোট বাটিতে উঠিয়ে রেফ্রিজারেটরে ১ ঘণ্টার জন্য রেখে ঠাণ্ডা করে নিন এবং উপভোগ করুন ঠাণ্ডা ঠাণ্ডা মজাদার ট্রিপল্‌ চকলেট মুস।
ডেজার্টটিকে  আরও আকর্ষণীয় করতে প্রতি বাটিতে গ্রেট করা চকলেট ছিটিয়ে দিতে পারেন অথবা ব্যবহার করতে পারেন ক্রিম।

লিখেছেনঃ ফারিন

ছবিঃ মার্কারিআমন্ডস.কম

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort