ড্রাই হেয়ারে হাইড্রেশন ফিরিয়ে আনতে সেরা ৪টি শ্যাম্পু

ড্রাই হেয়ারে হাইড্রেশন ফিরিয়ে আনতে সেরা ৪টি শ্যাম্পু

Main 3

‘চুল আঁচড়ালেই ছিঁড়ে যাচ্ছে! একবার জট লাগলে সেটা ছাড়াতে যেয়ে চুলের অবস্থা হয়ে যাচ্ছে দফারফা!’ সমস্যাটি কি আপনার সাথেও মিলে যাচ্ছে? ড্রাই হেয়ারে এই প্রবলেম বেশ কমন। তাই এমন প্রোডাক্ট চুজ করতে হবে যেগুলো ব্যবহারে চুলের হাইড্রেশনও বজায় থাকবে এবং চুল হয়ে উঠবে সফট ও শাইনি। এজন্য হেয়ার কেয়ার রুটিনে এমন শ্যাম্পু অ্যাড করতে হবে যেগুলো ড্রাইনেস কমাতে সাহায্য করবে। আজ জানাবো ড্রাই হেয়ারে হাইড্রেশন ফিরিয়ে আনতে হেল্প করবে এমন ৪টি শ্যাম্পু সম্পর্কে।

ড্রাই হেয়ারে হাইড্রেশন ফেরাতে বেস্ট শ্যাম্পু 

নানা কারণে আমাদের চুল ড্রাই ও রাফ হয়ে যেতে পারে। এমন চুলে হাইড্রেশন ফিরিয়ে আনার জন্য হেয়ার কেয়ার রুটিনে অ্যাড করতে হবে হাইড্রেশন শ্যাম্পু। আজ এমনই ৪টি শ্যাম্পু সম্পর্কে জানাবো।

Herbal Essences Hello Hydration Shampoo

ড্রাই হেয়ারে কমন একটি প্রবলেম কী বলুন তো? চুলের সফটনেস একদম কমে রাফ বা ড্যামেজ হয়ে যাওয়া। এর কারণ মূলত হাইড্রেশন বা ময়েশ্চার একদম কম থাকা। এই ময়েশ্চার ফিরিয়ে আনতে হেয়ার কেয়ার রুটিনে এমন একটি শ্যাম্পু অ্যাড করতে হবে যেটিতে আছে চুল ময়েশ্চারাইজ করার মতো ইনগ্রেডিয়েন্ট। যেমন- কোকোনাট। ড্রাই ও ড্যামেজ হেয়ারে ময়েশ্চার ফিরিয়ে আনতে, ফ্রিজিনেস কমাতে কোকোনাট খুব ভালো কাজ করে। উপকারী এই ইনগ্রেডিয়েন্ট দিয়েই তৈরি হয়েছে Herbal Essences Hello Hydration Shampoo। এই শ্যাম্পু কী কী বেনিফিট দিবে চলুন দেখে নেয়া যাক-

  • হেয়ার ও স্ক্যাল্প প্রোপারলি ক্লিন করবে
  • ড্রাই ও রাফ হেয়ারে ইনস্ট্যান্ট হাইড্রেশন আনবে এবং চুল হবে সফট
  • হেয়ার শ্যাফট স্মুথ করবে, ড্রাই করবে না
  • শ্যাম্পুটি পাওয়া যাচ্ছে ৪০০ মি.লি. এর বোতলে
  • সফটনেস লং টাইম পর্যন্ত ধরে রাখার জন্য Herbal Essences Hello Hydration conditioner টি ব্যবহার করতে পারেন

ড্রাই হেয়ার হাইড্রেশন ফিরিয়ে আনতে শ্যাম্পু

TRESemmé Shampoo Keratin Smooth

ফ্রিজিনেস কমিয়ে যারা চুলে শাইন ফিরিয়ে আনতে চাচ্ছেন তাদের জন্য আমি স্পেশালি সাজেস্ট করবো TRESemmé Shampoo Keratin Smooth শ্যাম্পুটি। এই ব্র্যান্ডের হেয়ার কেয়ার রেঞ্জ অনেকেই ইউজ করেছেন বা এখনও করছেন। আমিও তাদের মধ্যে একজন। সত্যি বলতে আমি খুবই ইমপ্রেসড এর রেজাল্ট নিয়ে। চলুন এই শ্যাম্পুটির বেনিফিটস জেনে নেয়া যাক-

  • কেরাটিন ও আরগান অয়েল সমৃদ্ধ এই শ্যাম্পুটি চুলে নারিশমেন্ট প্রোভাইড করে
  • ফ্রিজ কন্ট্রোল করে অন্তত ৪৮ ঘন্টা পর্যন্ত
  • হেয়ার স্মুথ তো করেই, সেই সাথে ফিরিয়ে আনে হারানো শাইন
  • স্ক্যাল্পের বিল্ড আপ ক্লিন করবে
  • প্রতিটি হেয়ার স্ট্র্যান্ডে নারিশমেন্ট প্রোভাইড করে
  • চুলকে করে তোলে সিল্কি, স্মুথ এবং সহজে ম্যানেজেবল রাখতে সাহায্য করে
  • শ্যাম্পুটি ন্যাচারাল ও কেমিক্যাল ট্রিটেড দুই ধরনের চুলেই ব্যবহার করা যাবে

পাম্প সিস্টেমের শ্যাম্পুটি তিন ধরনের প্যাকেজিং এ পাওয়া যাচ্ছে। আপনার সুবিধামতো যে কোনোটি আপনি বেছে নিতে পারেন। প্রোপার ময়েশ্চার দিবে কিনা না সেটা বোঝার জন্য প্রথমবার স্মল সাইজের বোতল কিনে ট্রায়াল দিতে পারেন।

ড্রাই হেয়ারে হাইড্রেশন ফিরিয়ে আনতে কেরাটিন শ্যাম্পু

OGX Coconut Milk Shampoo

চুলের যত্নে OGX অনেকেরই পছন্দের একটি ব্র্যান্ড। বাইরে রোদের তাপ, ধুলোবালি, পল্যুশনের জন্য অল্প সময়েই চুল ড্রাই ও রাফ হয়ে যায়। হেয়ার কনসার্ন অনুযায়ী OGX ব্র্যান্ডের বিভিন্ন ধরনের শ্যাম্পু ও কন্ডিশনার রয়েছে। যার কারণে এটি অনেকেই প্রিফার করেন। আজ আমরা কথা বলছি OGX Coconut Milk Shampoo নিয়ে। কী কী বেনিফিট পাবেন এই শ্যাম্পু থেকে চলুন ডিটেইলস জেনে নেয়া যাক-

  • এতে আছে কোকোনাট মিল্ক, এগ প্রোটিন ও কোকোনাট অয়েল
  • এই ইনগ্রেডিয়েন্টগুলো চুলের গোড়া মজবুত করে এবং ড্রাই হেয়ারে হাইড্রেশন ফিরিয়ে আনতে সাহায্য করে
  • এই শ্যাম্পুতে থাকা সারফেকট্যান্ট চুলের ডার্ট ও অয়েল রিমুভ করতে হেল্প করে
  • চুল হয়ে ওঠে সুপার সফট ও গ্লোয়ি
  • লং টাইম পর্যন্ত এই সফটনেস ধরে রাখার জন্য OGX Coconut Milk Conditioner ব্যবহার করতে পারেন
  • শ্যাম্পুটি পাওয়া যাচ্ছে ৩৮৫ মি.লি. এর বোতলে

OGX Coconut Milk Shampoo

Skin Cafe Banana Shampoo with Egg Protein

চুল সফট ও শাইনি রাখার জন্য বানানা ও এগ ব্যবহার হয়ে আসছে অনেক আগে থেকেই। তবে বিজি লাইফস্টাইলে এই দুটো ইনগ্রেডিয়েন্ট দিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করা বেশ কষ্টসাধ্য। আবার ড্রাই ও রাফ হেয়ারে হাইড্রেশন ফিরিয়ে আনাটাও ইম্পরট্যান্ট। এই হ্যাসেল কমাতেই স্বনামধন্য ব্র্যান্ড Skin Cafe নিয়ে এসেছে Skin Cafe Banana Shampoo with Egg Protein। এই শ্যাম্পুর মেইন দুটো ইনগ্রেডিয়েন্ট হচ্ছে বানানা ও এগ। চলুন এই দুটো উপাদানের বেনিফিটস সম্পর্কে ডিটেইলস জেনে নেয়া যাক-

বানানা 

  • বানানাতে থাকা সিলিকা কোলাজেন প্রোডিউস করতে হেল্প করে
  • চুলের গোড়া মজবুত করে
  • এতে থাকা ভিটামিন বি৬ ড্যামেজ হেয়ার রিপেয়ার করে চুল করে তোলে সফট

এগ

  • ডিমে আছে কেরাটিন প্রোটিন যা চুলের ফ্রিজিনেস ইনস্ট্যান্টলি দূর করে
  • হিউমিডিটি থেকে চুলকে সুরক্ষিত রাখে
  • এতে আরও আছে ফলিক অ্যাসিড যা ডাল হেয়ার রিপেয়ার করে এবং হেয়ার গ্রোথ বাড়ায়
  • চুলে ভলিউম অ্যাড করে
  • ডিমের কুসুমে থাকা লুটেইন নামক ভিটামিন চুল ময়েশ্চারাইজড রাখতে খুব ভালো কাজ করে

Skin Cafe Banana Shampoo

শ্যাম্পুটি পাওয়া যাচ্ছে ২৫০ মি.লি. এর বোতলে। এতে ডিমের কড়া কোনো স্মেল তো নেইই, বরং বেশ মাইল্ড ও রিফ্রেশিং বানানা স্মেল পাওয়া যায়। ব্যবহারের পর এই স্মেল বেশ কিছু সময় থাকবে।

ড্রাই হেয়ারে হাইড্রেশন ফিরিয়ে আনার জন্য সেরা ৪টি শ্যাম্পু সম্পর্কে তো জানিয়ে দিলাম। এখান থেকে আপনি আপনার কনসার্ন অনুযায়ী এবং পছন্দের ইনগ্রেডিয়েন্ট দেখে যে কোনোটি বেছে নিতে পারেন। এছাড়াও বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের শ্যাম্পু পাওয়া যায়। হেয়ার কনসার্ন বুঝে সেগুলো থেকেও নিজের জন্য কিনতে পারেন। অথেনটিক হেয়ার কেয়ার, স্কিন কেয়ার ও মেকআপ প্রোডাক্ট কিনতে পারবেন সাজগোজ থেকে। সাজগোজের কয়েকটি ফিজিক্যাল শপ রয়েছে। শপগুলো যমুনা ফিউচার পার্ক, সীমান্ত সম্ভার, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, ইস্টার্ন মল্লিকা, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, বসুন্ধরা সিটি, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), মিরপুরের কিংশুক টাওয়ার এবং চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার এ অবস্থিত। এই শপগুলোতে ঘুরে নিজের পছন্দমতো অথবা অনলাইনে  শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন আপনার দরকারি প্রোডাক্টগুলো।

 

ছবিঃ সাজগোজ

4 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort