ফেক আইল্যাস কীভাবে লাগাবেন? - Shajgoj

ফেক আইল্যাস কীভাবে লাগাবেন?

998825_213366605482902_664416487_n

অনেকেই গর্জিয়াস সাজের সাথে ফেক আইল্যাস ব্যবহার করে থাকেন। মায়াবী একজোড়া চোখের জন্যে ফেক আইল্যাসের জুড়ি নেই। ফেক আইল্যাস মুহুর্তেই আপনার চোখের আবেদন সহস্র গুন বাড়িয়ে তোলে।

[picture]

ফেক আইল্যাস নিয়ে কিছু কথা

সাধারণত অল্প সময় পরার জন্যে ফেক বা নকল আইল্যাস তৈরী হয়। কিছু কিছু আইল্যাস সিন্থেটিক পদার্থ দিয়ে তৈরী হলেও ভাল মানের আইল্যাস মানুষের চুল দিয়েই তৈরী হয় ফলে দেখে বোঝার উপায় থাকেনা যে আসল না নকল। নকল আইল্যাস সাধারণত দুই রকমের হয় টেম্পোরারি ও স্থায়ী আইল্যাস যাকে অনেকে আবার আইল্যাস এক্সেন্টাশনও বলে থাকেন। আইল্যাস এক্সেন্টশন অপেক্ষাকৃত শক্তিশালী আঠা দিয়ে লাগানো হয়। দুইধরনের আইল্যাসেরই বিভিন্ন রং, দৌর্ঘ ও পুরুত্ত্বের ভেরিয়েশন বাজারে পাওয়া যায়।

কিভাবে অ্যাপ্লাই করবেনঃ সঠিক ভাবে ফেক আইল্যস লাগাতে দরকার দক্ষতা ও ধৈর্য। নিচের প্রনালী একে একে ফলো করুন।

  • 550px-Apply-False-Eyelashes-Step-1-Version-2

 

  • আই ল্যাসের ব্যান্ডটা নরম করে একটা কার্ভড সেপ করে নিন। প্রয়োজনে আপনার চোখের মাপে বাইরের দিক থেকে একটু ছেটে নিতে পারেন।
  • আপনার যদি আই ল্যাস কার্লার থাকে তাহলে তা গরম করে  আইল্যাসগুলোকে একটু কার্ল করে নিন। কার্লার গরম করতে গরম পানি বা ব্লো ড্রাইয়ার ব্যবহার করা যেতে পারে।550px-Apply-False-Eyelashes-Step-3-Version-2

 

  • খুব পাতলা করে ল্যাস লাইন বরাবর আঠা লাগিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করুন।
  • 550px-Apply-False-Eyelashes-Step-4-Version-2

 

  • আপনার চোখের আইল্যাস লাইন বরাবর আস্তে আস্তে সাবধানে নকল ল্যাসগুলো লাগিয়ে দিন। যতক্ষন সুন্দরভাবে সেট হয় ততক্ষন চেপে ধরে রাখুন।550px-Apply-False-Eyelashes-Step-6

 

  • আসল ও নকল আইল্যাসের মাঝে যাতে কোন ফাকা  না থাকে সেজন্য কালো, বাদামী বা ডার্ক গ্রে কালারের লিকুইড আইলাইনার দিয়ে চোখের উপরের ডালিতে লাইন টেনে দিন।  550px-Apply-False-Eyelashes-Step-5
  • এবার মাশকার লাগিয়ে নিন এতে করে নকল আইল্যাসগুলো আসল আইল্যাসের সাথে সুন্দর ভাবে  ব্লেন্ড হয়ে যাবে।   

কিভাবে তুলবেনঃ  

  • নকল আইল্যাস তোলার সময় সতর্কতা অবলম্বন জরুরী । প্রথমে অয়েল ফ্রী মেকাপ রিমুভার ব্যবহার করে আঠা নরম করে নিন। তারপরে আস্তে আস্তে নকল ল্যাসগুলো তুলে ফেলুন।

550px-Apply-False-Eyelashes-Step-7

  • আইল্যাস তোলার পরে আপনার আসল আই ল্যাসের সাথে লেগে থাকা অতিরিক্ত আঠা আস্তে আস্তে টুইজার দিয়ে তুলে ফেলুন। চোখের ডালিতে কোন আঠা থাকলে একটা কটন বাডের মাথায় অয়েল ফ্রী রিমুভার মাখিয়ে তা তুলে ফেলুন।

লিখেছেন –  সিনথিয়া

মডেল – ফারিয়া ফিরোজ

3 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort