আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার টিপস অ্যান্ড ট্রিকস

আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার টিপস অ্যান্ড ট্রিকস

IMG_8168-edited

চোখের সাজের উপর ওভারঅল মেকআপ লুক অনেকটাই ডিপেন্ড করে। তাই মেকআপের সময় আমরা অনেক সময় নিয়ে, যত্ন করে আইলুক ক্রিয়েট করি। কিন্তু দেখা যায় মেকআপ করে বাইরে যাওয়ার কিছুক্ষণ পরই কাজল ছড়িয়ে যাচ্ছে, আইলাইনারও স্ম্যাজ করছে, আইশ্যাডো ক্রিজ করছে। মানে একদম যা তা অবস্থা! আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার জন্য কিছু টিপস ও ট্রিকস ফলো করতে হবে। চলুন জেনে নেই তাহলে।

আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার উপায়

প্রথমেই একটু জানিয়ে দেই আই এরিয়ার যত্ন কীভাবে নিবেন। মেকআপের আগে বেসিক স্কিনকেয়ার করে নিতে হয়, যাতে মেকআপ লুক ফ্ললেস ও লং লাস্টিং হয়। প্রথমে ফেইস ভালোভাবে ক্লিন করুন। আই এরিয়াতে যেন কোনো ডার্ট বা অয়েল না থাকে, সেদিকে খেয়াল রাখুন। এবার পছন্দের আইক্রিম দিয়ে কয়েক সেকেন্ড ম্যাসাজ করুন। এই এরিয়াতে রিংকেল, ড্রাইনেস বা এজিং সাইনস একটু বেশিই ভিজিবল হয়; সেজন্য দরকার এক্সট্রা কেয়ার। চলুন এবার চলে যাই মেইন টপিকে।

১) প্রাইমার অ্যাপ্লাই করা

এখন মার্কেটে আই প্রাইমার পাওয়া যায়, প্রাইমার অ্যাপ্লাই করে নিলে আইশ্যাডো পিগমেন্ট খুব সুন্দরভাবে ফুটে ওঠে, ব্লেন্ড করতে সুবিধা হয় এবং ক্রিজিংয়ের চান্সও থাকে না। তবে আই প্রাইমার না থাকলে কনসিলার দিয়েও কাজটি করে নিতে পারেন। আপনার স্কিনটোনের সাথে ম্যাচ করে এমন শেইড চুজ করুন এবং আঙুল বা মেকআপ ব্রাশ দিয়ে স্মুথলি ব্লেন্ড করে নিন।

আই মেকআপ লং লাস্টিং করার উপায়

২) ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে সেট করা

কাজল, আইলাইনার যা-ই অ্যাপ্লাই করুন না কেন, আগে ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ভালোভাবে আই এরিয়া সেট করে নিন। এতে অয়েল অ্যাবজর্ব হবে এবং লং লাস্টিং আইলুক পাওয়া যাবে সহজেই। ফ্লাফি মেকআপ ব্রাশ দিয়ে আই এরিয়ায় পাউডার অ্যাপ্লাই করার পর দেখবেন স্মুথ ড্রাই বেইজ ক্রিয়েট হয়েছে। বিশেষ করে গরমের দিনে এই ট্রিক অবশ্যই ফলো করুন।

৩) আইশ্যাডো প্রোপারলি ব্লেন্ড করা

প্রথমে ন্যাচারাল ও লাইট কালারের আইশ্যাডো দিয়ে বেইজ করুন। যেকোনো ব্রাউন ন্যুড আইশ্যাডো দিয়ে ক্রিজ এরিয়া ডিফাইন করে নিতে হবে। এবার আউটার কর্নারে পছন্দের ডার্ক শেইড দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিন। আইশ্যাডো অ্যাপ্লাইয়ের সময় ব্লেন্ডিং টেকনিক খুবই ইম্পরট্যান্ট। শেইডগুলোর ট্রানজিশন যত স্মুথ হবে, আপনার আইলুক ততটাই পারফেক্ট হবে। শিমারি ও গ্লিটারি শেইড অ্যাপ্লাই করতে হলে ছোট আই মেকআপ ব্রাশে সেটিং স্প্রে দিন আগে, তারপর শ্যাডো নিয়ে আইলিডে লাগিয়ে ফেলুন। এতে অ্যাপ্লিকেশন স্মুথ হয়, আইশ্যাডো ফল আউট হওয়ার চান্স কম থাকে।

৪) ওয়াটার প্রুফ ও স্ম্যাজপ্রুফ প্রোডাক্ট সিলেক্ট করা

ওয়াটার প্রুফ ও স্ম্যাজপ্রুফ আইলাইনার

অবশ্যই এমন কাজল, আইলাইনার, মাশকারা আপনাকে চুজ করতে হবে যেগুলো ওয়াটার প্রুফ ও স্ম্যাজ প্রুফ। কাজল অ্যাপ্লাইয়ের ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন। আমাদের চোখের ইনার কর্নার তুলনামূলক ময়েস্ট হয়ে থাকে, তাই এই এরিয়াতে কাজল স্ম্যাজ হওয়ার চান্স বেশি। চাইলে ইনার কর্নারে কাজল অ্যাভোয়েড করতে পারেন।

৫) ব্ল্যাক ম্যাট আইশ্যাডো দিয়ে কাজল সেট করা

কাজল লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ করতে ব্ল্যাক ম্যাট আইশ্যাডো অ্যাপ্লাই করা যেতে পারে। একটি অ্যাঙ্গেলড ব্রাশের সাহায্যে কাজলের উপর ব্ল্যাক আইশ্যাডো অ্যাপ্লাই করে নিন, এতে স্ম্যাজপ্রুফ ফিনিশ পাওয়া যায় নিমিষেই।

৫) আই শেইপ অনুযায়ী আইলাইনার অ্যাপ্লিকেশন

কিছু টিপস শেয়ার করি এখন। ছোট চোখে মোটা করে আইলাইনার অ্যাপ্লাই করলে দেখতে বেমানান লাগে। যাদের হুডেড আই, তারা চিকন করে উইংড লাইনার ট্রাই করুন। আমন্ড আইশেইপে শার্প উইংড আইলাইনার স্টাইল বেশ ভালো মানিয়ে যায়। স্ম্যাজ প্রুফ, ম্যাট ফিনিশ দেয় এমন আইলাইনার সিলেক্ট করুন সব সময়। স্লিম অ্যাপ্লিকেটর দিয়ে যেকোনো আইলাইনার স্টাইল আপনি ইজিলি ট্রাই করতে পারেন।

৬) শেষ ধাপে মাশকারা

একটি স্পুলি দিয়ে লুজ পাউডার আপনার আইল্যাশে ইভেনলি অ্যাপ্লাই করুন আগে। এরপর মাশকারার কোট দিন। এতে স্ম্যাজ হওয়ার চান্স থাকে না, সেই সাথে আইল্যাশে ইনস্ট্যান্ট ভলিউম আসে। মাশকারা ওয়ান্ড দিয়ে আইল্যাশের বেইজ থেকে আপওয়ার্ড মোশনে কম্বিং করুন। অনেকেই মাশকারা ডাবল বা ট্রিপল কোটে অ্যাপ্লাই করতে টাইম গ্যাপ দেয় না। অন্তত ১৫-৩০ সেকেন্ড অপেক্ষা করুন, এরপর আবার কোটিং দিন।

ব্যস, আমরা জেনে নিলাম আই মেকআপ লং লাস্টিং ও স্ম্যাজপ্রুফ রাখার টিপস অ্যান্ড ট্রিকস সম্পর্কে। আশা করি বিগেইনারদের জন্য আজকের ফিচারটি হেল্পফুল ছিলো। বিভিন্ন ব্র্যান্ডের আই মেকআপ আইটেম পেয়ে যাবেন সাজগোজে। অনলাইনে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, মিরপুরের কিংশুক টাওয়ার, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ

3 I like it
2 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort