গরম কালের পরম বন্ধু - Shajgoj

গরম কালের পরম বন্ধু

fi

গ্রীষ্মের গরমে আপনি বেছে নিতে পারেন সালোয়ার-কামিজ, ফতুয়া, টপস, স্কার্ট অথবা আরামদায়ক যে কোন কাপড়। আর এই গরমে সুতি কাপড়ের কোন বিকল্প নেই। সুতি কাপড় যেমন , আরামদায়ক, একই সাথে বাতাস চলাচলের উপযোগী। রং বাছাইয়ের ক্ষেত্রে হালকা রং যেমন হালকা গোলাপি, হালকা সবুজ, সাদা, হালকা বেগুনি এমন রং বেছে নেয়াই ভালো। কিন্তু রাতের বেলা গাঢ় রং পরলেও ক্ষতি নেই। ফতুয়ার সাথে জিন্স, স্কার্ট দুটোই মানায়। তবে অন্য রকম মাত্রা যোগ করতে সাথে পরতে পারেন ফুলেল স্কার্ফ। সময়ের সাথে সাথে পাশ্চাত্যের পালাজো প্যান্টও জনপ্রিয় হয়ে উঠছে আর বাতাস চলাচলের জন্য ঢিলেঢালা পোশাকই শ্রেয়।

পোশাকের পার্ট চুকিয়ে যাওয়া যাক জুতোর প্রসঙ্গে। আমাদের দেশে সারাটা বছর জুড়েই মেয়েদের প্রথম পছন্দ স্যান্ডেল। সুতরাং এটাই সময় তাক থেকে আপনার রঙিন স্যান্ডেল উঠিয়ে নেয়ার। আর স্যান্ডেলটা যদি হয় আপনার পোশাকের সাথে ম্যাচিং, তাহলে কিন্তু মন্দ হয়না। যারা রঙিন স্যান্ডেলটাকে পছন্দ করছেননা, তারা পরে নিন একটি হালকা রং এর স্যান্ডেল, সাথে পায়ে জুড়ে দিন আকর্ষণীয় নিয়ন অথবা প্যাস্টেল কালারের নেইল পলিশ। কিন্তু খেয়াল রাখতে হবে যেন, রং এর ঘনঘটা বাড়াবাড়ি রকমের না হয়।

snd

ফটোগ্রাফারঃ শিরি ফারহানা

গরম কালের পরম বন্ধু সানগ্লাসকে ভুললে কিন্তু চলবেনা। এখনকার সময়ে বড় সানগ্লাসের আবেদনটাই বেশি। আর আপনার অভিব্যক্তিকে ফুটিয়ে তুলতে বড় সানগ্লাসের পাশাপাশি পরে নিতে পারেন হরেক রকমের ব্যাংগেলস।

sng

ফটোগ্রাফারঃ তানভির কামাল

এবার আসা যাক ব্যাগ প্রসঙ্গে। যেহেতু গরমকালে কিছু প্রয়োজনীয় জিনিস সাথে না রাখলেই নয়, তাই কাঁধের বড় ব্যাগটাই সময়োপযোগী।

সবই তো হল, কিন্তু চুল!! এই প্রচণ্ড গরমে চুলটাকে খোলা না রেখে বেঁধে নেয়াই ভালো। কিন্তু তাতেও একটু চমকের ছোঁয়া রাখলে ক্ষতি কি?  আটপৌরে খোপা না করে, করে নিন মেসি বান, ফ্রন্ট পাফ পনিটেইল অথবা গ্রীসিয়ান স্টাইলের বেনি।

hst

ফটোগ্রাফারঃ রাফায়েল মুরসালীন

সবশেষে মেকআপ। গরমে মেকআপ নিয়ে ভাবনার শেষ নেই। তবে সেক্ষেত্রে নির্দিষ্ট কিছু নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এমন একটি ময়েশ্চারাইজার যাতে আছে spf। এই spf-ই রক্ষা পারে আপনার ত্বককে রোদে পোড়া থেকে বাঁচাতে। শুধু মুখেই নয়, হাতপায়েও এমন  ময়েশ্চারাইজার ব্যবহার করা ভালো। তারপর একটা বিবি ক্রিম আর সেটিং পাউডার ব্যবহার করে মেকআপ টা শেষ করতে পারেন। এর পাশাপাশি মুখটাকে উজ্জ্বল দেখানোর জন্য মুখের উঁচু অংশগুলোতে যোগ করে নিতে পারেন হাইলাইটার । যদি চোখে আইলাইনার ব্যবহার করেন, সেক্ষেত্রে বেছে নিন ওয়াটারপ্রুফ আইলাইনার ।  গরমকালে ন্যাচারাল কালারের লিপস্টিক অথবা লিপগ্লসটাই জনপ্রিয় ।

makeup

ফটোগ্রাফারঃ রাফায়েল মুরসালীন

আর বাড়ি থেকে বের হবার আগে ৩ টি জিনিস নিতে কখনই ভুলবেন না। পকেট টিস্যু , এক বোতল পানি এবং একটি ছাতা। ছাতাটি যদি হয় রঙিন কিংবা ফুলেল তাতে দোষ কি! ভুলবেন না আপনিই আপনার ফ্যাশনের রচয়িতা , আর ফ্যাশনই প্রচ্ছদ করে আপনার উচ্ছল প্রানশক্তিকে ।

লিখেছেনঃ শিরি ফারহানা

মডেলঃ  লুলু মাহফুজা, শিরি ফারহানা

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort