বিকেলের নাশতায় গরম গরম কিমা মোগলাই - Shajgoj

বিকেলের নাশতায় গরম গরম কিমা মোগলাই

15283966_1159539854121710_2397130293954763325_n

ছুটির দিনটিকে একটু বেশি উপভোগ্য করে তুলতে পরিবারের সকলকে নিয়ে আড্ডার টেবিলে চায়ের পাশাপাশি রাখতে পারেন গরম গরম মজাদার কিমা মোগলাই। দেখে নিন, তৈরির পুরো প্রণালী।

খামিরের জন্য উপকরণ 

  • ময়দা – ১ কাপ
  • তেল – ২ চা চামচ
  • লবন – পরিমাণ মতো
  • পানি – পরিমাণ মতো 

ভিতরের পুরের জন্য উপকরণ 

  • ডিম – ২ টি
  • পেঁয়াজ কুঁচি – বড় ১ টি 
  • ধনেপাতা কুঁচি – পরিমাণ মতো 
  • কাঁচা মরিচ কুঁচি ৪টি
  • গরম মসলা গুঁড়া হাফ চা চামচ
  • চাট মসলা – হাফ চা চামচ
  • গোল মরিচ গুঁড়া সামান্য
  • তেল – পরিমাণ মতো

[picture]

কিমা তৈরির জন্য উপকরণ 

  • গরু/মুরগির মাংস ১/৪কাপ
  • আদা/রসুন বাটা সামান্য 
  • লবন
  • চাট মসল্লা

প্রণালী

– খামিরের জন্য ময়দা একটি বাটিতে নিয়ে তাতে লবন , তেল মিশিয়ে ঠাণ্ডা পানি দিয়ে গুলিয়ে নিয়ে ২০ মিনিট রেখে দিতে হবে ।

– কিমার জন্য কড়াইতে তেল দিয়ে তাতে কিমা করা মাংস দিয়ে তাতে কিমার সব উপকরণ দিয়ে সিদ্ধ করে ভাজা-ভাজা করে ঠান্ডা করে নিতে হবে ।

– পুরের জন্য পেঁয়াজ কুঁচি , ধনেপাতা কুঁচি ,কাঁচা মরিচ কুঁচি এবং লবন দিয়ে একটু হাত দিয়ে মথে নরম করে নিয়ে তাতে পুরের সব মসলা দিয়ে মিশিয়ে নিতে হবে । ডিম এবং কিমা মিশিয়ে ভালো করে ফেটে নিতে হবে ।

– ময়দা রুটির মতো পাতলা করে বেলে মাঝখানে পুর দিয়ে চারপাশ বন্ধ করে ডুবো তেলে মৃদু আঁচে ভেজে নিতে হবে ।

ছবি ও রেসিপি – নুসাইবা নিঝুম 

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort