কাগজের আইসক্রিম - Shajgoj

কাগজের আইসক্রিম

3

আমরা আজ কাগজ দিয়ে কোন আইসক্রিম তৈরি করা শিখব। এই আইসক্রিম খাওয়া না গেলেও শিশুদের খেলায় যোগাবে বাড়তি আনন্দ, প্রেরণা যোগাবে সৃষ্টিশীল কাজে। বড়দের প্রতি অনুরোধ শিশুদের সাথে নিয়ে আইসত্রিমটি তৈরি করুন।

যা যা লাগবেঃ

১/ বাদামি রং এর কাগজ

২/ সাদা টয়লেট পেপার

৩/ বিভিন্ন রং এর রেশমী সুতা

৪/ বাদামি মোম রং

৫/ আইকা বা গ্লু

4

এক টুকরো বাদামি রং এর কাগজে বাদামি মোম রং দিয়ে ছবির মতো কিছু হরিজন্টাল ও ভার্টিক্যাল লাইন আঁকুন।

5

তারপর একে কোন আকৃতিতে ভাঁজ করে গ্লু লাগিয়ে দিন।

6

এখন সাদা রং এর টয়লেট পেপারকে মুচড়ে গোল বল তৈরি করুন এবং নানা রং এর রেশমী সুতা দিয়ে একে মুড়িয়ে নিন। এভাবে ৩/৪ টি ছোট ছোট বল তৈরি করুন।

7

8

সব শেষে সাদা বলগুলিকে কোনের ভেতর গ্লু লাগিয়ে স্থাপন করুন।

9

ব্যাস তৈরী হয়ে গেল আর্কষণীয় কোন আইসত্রিম।

2

লিখেছেনঃ জান্নাতুল সাদিয়া

সূত্র এবং ছবিঃ ক্রোকোটেক.কম

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort