নিজের তৈরি ব্রেসলেট - Shajgoj

নিজের তৈরি ব্রেসলেট

b7

আমাদের সকলেরই পছন্দের জিনিস ব্রেসলেট। আজকাল ফ্যাশন সচেতন মেয়েদের জন্য ব্রেসলেট যেন অপরিহার্য। কেমন হয় যদি ঘরে বসেই পছন্দমতো বানিয়ে নিতে পারেন আপনার প্রিয় ব্রেসলেট? আজকে আপনাদের জন্য ব্রেসলেট বানানোর একটি পদ্ধতি দেখানো হলো।

যা যা লাগবেঃ

– ২০ ইঞ্চি লম্বা একটি চেইন

– ৪০ ইঞ্চি লম্বা একটি ফিতা

– ৫ টি বড় মুক্তা বা পুঁতি

– ৬ টি ছোট ছোট কাপড়ের গোলাপ ফুল

– সুঁই এবং সুতা

– আঠা

পদ্ধতিসমুহঃ

একটি বড় এবং লম্বা মুখের সুঁই ফিতার মধ্যে ঢুকিয়ে সুঁইটি চেইনের প্রত্যেক ফাঁকের মধ্যে সেলাই করার মত ঢুকান।

b1

 

চেইনের দুই প্রান্তে সমান পরিমাণ ফিতা রাখতে হবে।

b2

 

এখন পুঁতিগুলো আঠা দিয়ে ফিতার মধ্যে লাগান। প্রথমে ফিতার মাঝখানে একটি পুঁতি আঠা দিয়ে লাগান। এরপর ঐ পুঁতি থেকে সমান দূরত্ব বজায় রেখে দুই দিকে দুইটি করে বাকি ৪ টি পুঁতি আঠা দিয়ে বসিয়ে নিন। প্রত্যেকটি পুঁতির দূরত্ব ১ ইঞ্চি করে রাখুন।

b3

 

সুঁই দিয়ে পুঁতিগুলো ফিতার মধ্যে সেলাই করে নিন যাতে পুঁতি খুলে যাওয়ার সম্ভাবনা না থাকে।

b4

 

প্রত্যেকটি পুঁতির মাঝখানে একটি করে কাপড়ের গোলাপ ফুল আঠা দিয়ে লাগান।

b5

 

এখন ব্রেসলেটটি হাতে পেঁচিয়ে দুই পাশের বাড়তি ফিতা দিয়ে বো এর মত করে বাঁধুন।

b6

 

দেখলেন তো কত সহজেই বানানো হয়ে গেল ব্রেসলেট। আপনার পছন্দের কালার বা কাপড়ের সাথে ম্যাচ করে বানিয়ে নিতে পারেন এই ব্রেসলেট।

লিখেছেনঃ নাহার

ছবিঃ ট্রিনকেটসিনব্লুম.কম

 

 

3 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...