ঘরে তৈরি Bow - Shajgoj

ঘরে তৈরি Bow

red bow

আমরা Bow কম বেশি সবাই পছন্দ করি। এখন ফ্যাশনেও এর চল এসেছে। খুব সহজে ঘরে বসে আমরা Bow তৈরি করতে পারি। আজকে Bow তৈরির একটি পদ্ধতি দেয়া হলো –

Bow তৈরি করতে যা যা লাগবে-

Sale • Sheet Mask

    ০১. চার কোণা কাপড়

    ০২. লম্বা কাপড়

    ০৩. কাঁচি

    ০৪. সুঁই

    ০৫.সুতা

    পদ্ধতিসমূহঃ

    একটি চার কোণা কাপড় নিন।

    01

    কাপড়টিকে ভাঁজ করে সেলাই করে নিন।

    02

    যেকোন এক কোণে ছোট ফুটো করে নিন।

    03

    এ ফুটো দিয়ে সম্পূর্ণ কাপড়টি উলটো করে নিন।

    04

    এ রকম লম্বা একটি কাপড় নিন।

    05

    কাপড়টিকে লম্বা ভাজ করে, সেলাই করে নিন।

    06

    লম্বা কাপড়টি গোল করে ভাঁজ করে, সেলাই করে নিন।

    07

    গোল কাপড়টির ভেতরে চারকোণা কাপড়টি ঢুকিয়ে দিন। হয়ে গেলো  BOW, কালো ক্লিপ লাগিয়ে আবার ব্যান্ড লাগিয়েও ব্যবহার করতে পারেন।

    bow

     

    band

    লিখেছেনঃ কাজী আফরীন

    ছবিঃ ফ্যাভিম.কম, কাজী আফরীন

    4 I like it
    8 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort