অ্যালোভেরা ফেইস প্যাক | ২টি উপাদানে ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত

অ্যালোভেরা ফেইস প্যাক | ২টি উপাদানে ত্বক হবে উজ্জ্বল ও প্রাণবন্ত

অ্যালোভেরা ফেইস প্যাক - shajgoj

অ্যালোভেরা ফেইস প্যাক ত্বকের সমস্যা অনেকখানি কমিয়ে আনতে পারে। এর ব্যবহারে ব্রণের দাগ দূর হয় এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এই অ্যালোভেরার জুড়ি নেই। আজ আপনাদের জন্য এমন একটি প্যাক তৈরি করে দেখানো হবে যা সপ্তাহে তিনদিন ব্যবহারে ব্রণের জেদি দাগ এবং মুখের কালচে দাগ কমাতে সাহায্য করবে।

ভিডিও টিউটোরিয়াল – সাজগোজ ডট কম

18 I like it
3 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...