অব্যবহৃত সোয়েটার থেকে শীতের হ্যাট - Shajgoj

অব্যবহৃত সোয়েটার থেকে শীতের হ্যাট

full_12_16136_BeanieBabytoAdultPattern_2

শীত প্রায় এসেই যাচ্ছে।এসময় শীত থেকে বাঁচার জন্য আমাদের চাই শীতের নানা পোশাক। আমাদের বাসায় প্রায়ই অব্যবহৃত কিছু সোয়েটার থাকে, এই রকম সোয়েটার থেকে সহজেই বানিয়ে নেয়া যায় হ্যাট (Pom-Pom Hat)।

দারুণ এই পমপম হ্যাট তৈরি করতে যা যা লাগবে:

  • সোয়েটার
  • কাঁচি
  • পিন
  • সেলাই মেশিন
  • ওলের সুতা ও কার্ড-বোর্ড (পম-পমের জন্য)

pompom2

ধাপসমূহ:

প্রথমে এমন একটা হ্যাট নিতে হবে, যেটার আকৃতি আপনার পছন্দ। এটি সোয়েটারের উপর রেখে পিন দিয়ে হ্যাটের একটি আকৃতি করে নিতে হবে।

pompom3

 

এবার হ্যাটটি সরিয়ে সেলাই মেশিনের সাহায্যে পিনের করা আকৃতিতে সেলাই করে ফেলতে হবে।

pompom4

 

সেলাই হয়ে গেলে সেলাইকৃত অংশটুকু কাঁচি দিয়ে কেটে আলাদা করে ফেলতে হবে।

pompom5

 

হয়ে গেল হ্যাটটি। এবার এতে পম-পম তৈরি করার পালা। হ্যাটে  পম-পম  যুক্ত করার জন্য নিচের  ছবিতে দেয়া ধাপগুলো একে একে করে যান।

pompom6

 

 

১নং ছবির মত করে কার্ড বোর্ডটি কেটে নিন। ২নং ছবির মত সুতা দিয়ে পেছিয়ে নিতে হবে। এবার একে একে ৩য় এবং ৪থ ধাপটিও করে ফেলুন। এই ৫ম ধাপে সুতা দিতে দুপাশে বেঁধে নিতে হবে। তারপর সতর্কতার সাথে কার্ড-বোর্ডটি কেটে সরিয়ে ফেলতে হবে। এবার এটি হ্যাটের সাথে যুক্ত করে দিতে হবে।

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort