ফাল্গুন প্রস্তুতি - Shajgoj

ফাল্গুন প্রস্তুতি

12717644_893784407402060_818803091571205885_n

দুয়ারে উঁকি দিচ্ছে পহেলা ফাল্গুন, বাঙালির আরেক উৎসব যা প্রকৃতির রঙে-রূপে টইটুম্বুর। দিনপঞ্জির পাতায় আজ বাদে কাল বসন্তবরণের পালা। বাসন্তী সাজে নিজেতে মুগ্ধ হবার সাধ যাদের, তাদের প্রস্তুতি নিশ্চয় চলছে? দিনটিকে ঘিরে কেমন হতে পারে আপনার আয়োজন, কোন রঙে বা কেমন ঢঙে দিব্যি মানাবে সেদিন, খানিক নজর বুলিয়ে নিন বরং।

শাড়িই নয় কেবল, আনুষঙ্গিক সবকিছুতেই উৎসবের ছোঁয়া রাখা চাই অনেকের। আনাড়ি কেউ কেউ আবার কেবল শাড়িতেই সবটা আনন্দ জড়িয়ে রাখে, তাদের সাজগোজের অতো বালাই থাকে না, থাকে না গহনা মেলানোর চিন্তা। কিন্তু প্রস্তুতি থাকা চাই প্রত্যেকেরই যারা বসন্তের প্রথম দিনটা উদযাপন করতে যাচ্ছে। শাড়ির রঙে বাসন্তীই চলবে নাকি অন্যকিছু চাই, সাজের ধরণ জমকালো হবে নাকি ছিমছাম স্নিগ্ধ, চুলে ফুল জড়ানো হবে কিনা বা ফুলের রকমফের, সবটাই ভেবে রাখা চাই আগেভাগে।

Sale • Pigmentation, Color Protection, Hair Color

    বসন্ত মানেই প্রকৃতিতে রঙের পালা এলো বলে। শীতের বিবর্ণতা ঝেঁটিয়ে বিদেয় করে রঙের মেলা বসবে এবার। সেই রঙের ছাঁট পোশাকেও থাকা চাই ইচ্ছে মতন। তুলে আনুন প্রাকৃতিক সব রঙ, জড়িয়ে নিন পরনের কাপড়ে। বসন্ত উৎসব তবেই তো পূর্ণতা পাবে।

    [picture]

    উজ্জ্বল সবুজ, কিন্তু হালকা তার ধাঁচ, বসন্তের দারুণ এক রঙ। কেমন কচি পাতার গল্প বলে যায় তাই না? ্সেই গল্পকে নিয়ে আসুন শাড়ির গায়ে। সবুজের সাথে লাল রঙের নকশা মানিয়ে যাবে রঙের মেলবন্ধনে। ব্লাউজে মানাবে কমলা আর নীলের মিশেল। শাড়িতে খয়েরি কিংবা কমলাও কিন্তু বেশ লাগবে।কালো রঙের নকশাদার ব্লাউজ চলুক তার সাথে। বাসন্তীকে পাশ কাটিয়ে নরম হলুদ রঙের শাড়িও পরা যেতে পারে সেদিন। সাদা পাড় দেয়া হলুদ শাড়ি, সাথে রঙবেরঙের পুঁতির গহনা, ভাবুন তো কেমন মানাবে আপনাকে? হালকা লালের মাঝে ফুলেল নকশার শাড়িটাও হতে পারে আপনার পহেলা ফাল্গুনের উপযোগী পোশাক, সাথে কমলা কিংবা সবুজ রঙের ব্লাউজ নিয়ে নিন নিশ্চিন্তে। বাসন্তী সাজের ষোলকলা পূর্ণ করতে কিছু রঙিন ফুল হোক আপনার খোঁপায় পরার অলঙ্কার। গোলাপে বেছে নিন ভিন্ন কোন রঙ, লাল বাদ থাকুক বরং। শাড়ির উজ্জ্বল রঙের সাথে সাদা ফুলের স্নিগ্ধতাও চমৎকার ফুটবে।

    সাজ কেমন হতে পারে এই বিশেষ দিনটার? যতোটা সম্ভব স্নিগ্ধ থাকুন, প্রকৃতির এই উৎসবগুলোয় যতো বেশি ছিমছাম থাকা যায় ততোই দারুণ লাগে। পোশাকে তো রঙের ছড়াছড়ি থাকছেই, তাহলে চেহারায় আপনাতেই রঙের ছটা থাকবে। বাড়তি যোগ করার কী প্রয়োজন? চোখের কোলে কাজল বুলিয়ে নেবেন, কাজলের রঙে কালোর পাশাপাশি নীল বা ছাই রঙ বেছে নিতে পারেন। টিপ পছন্দ করলে পোশাকের সাথে বৈপরীত্য এনে রঙ বাছুন। ঠোঁটে লিপস্টিকের পরশ যেনো খুব কড়া হয়ে সুন্দর প্রাকৃতিক রঙের আয়োজনটা মাটি না করে দেয়। সবুজ শাড়ির সাথে লালচে টিপ, লাল শাড়ি হলে কমলা কিংবা কালো, রঙের খেলা চলবে আপনার পছন্দ অনুযায়ী। শাড়িতে রঙের আধিক্য থেকে থাকলে গহনা হালকা রাখুন। অন্যদিকে শাড়ি খুব সাদামাটা হলে খানিক ঝকমারি গহনা চলতে পারে।

    যাই করুন, বসন্তের রঙগুলোকে সাজিয়ে গুছিয়ে ধরে রাখুন নিজেতে। তবেই আপনি একজন বাসন্তীয়া!

    মডেল – এফ জে অ্যানি

    ছবি – সাজগোজ ফাল্গুন ও ভালোবাসা দিবস ফটো কন্টেস্ট ২০১৬

    লিখেছেন –  মুমতাহীনা মাহবুব

    2 I like it
    0 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort