বাহারি রংয়ের ছোঁয়ায় বৈশাখী মেকাপ লুক - Shajgoj

বাহারি রংয়ের ছোঁয়ায় বৈশাখী মেকাপ লুক

12932751_1163655256980543_9122316746382831683_n

[topbanner]

বৈশাখ মানেই তো রংয়ের খেলা। শাড়িতে লাল সাদার খেলা থাকলেও চোখে একটু বাহারি রঙয়ের ছোঁয়া আনতে চাই! হ্যাঁ, আজ সেরকমই একটি বৈশাখী মেকাপ লুক নিয়ে হাজির হয়েছেন আমাদের সবার প্রিয় মেকাপ আর্টিস্ট এবং বিউটি ব্লগার তামান্না ইসলাম। তবে চলুন দেখে নিই, কীভাবে বাহারি রংয়ের ছোঁয়া আনা যায়  বৈশাখী মেকাপ লুকে।

প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ঘরে বসেই পেতে  পারেন। সেক্ষেত্রে  SAPPHIRE এই লিঙ্কে ক্লিক করে পছন্দের পণ্য বেছে নিন। ধন্যবাদ।

ছবি ও টিউটোরিয়াল – তামান্না ইসলাম

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...