টেইলর সুইফট ইন্সপায়ার্ড মেকাপ লুক
জানুয়ারী ৪, ২০১৬

সঙ্গীত ভুবনে আলোড়ন জাগানো সঙ্গীতশিল্পী টেইলর সুইফট কিন্তু সাজগোজের ভুবনেও সমান ঝড় তুলেছেন। এবার তার Out Of The Woods গানের মেকাপ লুকের টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে গেলেন আমাদের সবার প্রিয় মেকাপ স্পেশালিষ্ট শাহ্নাজ শিমুল রহমান। চলুন দেখে নিই, কীভাবে করা যায় টেইলর সুইফট ইন্সপায়ার্ড মেকাপ লুক।
টিউটোরিয়াল এবং ছবিঃ শাহ্নাজ শিমুল রহমান