প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার - Shajgoj

প্রোডাক্ট রিভিউ | ম্যাক প্রো লংওয়্যার কনসিলার

প্রোডাক্ট রিভিউ অব ম্যাক প্রো লংওয়্যার কনসিলার - shajgoj

দাগ-ছোপ, ডার্ক সার্কেল ঢাকতে কনসিলারের জুড়ি নেই। বাজারে অনেক ধরনের কনসিলার রয়েছে। তার মধ্যে অত্যন্ত পপুলার একটি কনসিলার হচ্ছে – ম্যাক এর প্রো লং ওয়্যার কনসিলার।  আজকে আমি এই কনসিলারটির রিভিউ আপনাদের সাথে শেয়ার করবো।

ম্যাক প্রো লং ওয়্যার কনসিলারটি ৯ এম.এল এর একটি কাঁচের বোতলে থাকে। এর মুখে একটি  পাম্প রয়েছে। এটির ১৬ টি শেড রয়েছে।

 আমার অভিজ্ঞতা

ম্যাক প্রো লং ওয়্যার কনসিলারের সাথে আমার সখ্যতা প্রায় ২ বছর ধরে। এটি একটি ক্রিমি কনসিলার এবং এটি ফুল কভারেজ দেয়। আমি মূলত আমার ডার্ক সার্কেল ঢাকার জন্য কিনেছিলাম। কিন্তু এটি অনায়াসে আমার ফেস এর অন্যান্য স্পটও ঢেকে দেয়। এটি খুব সহজে স্কিনে বসে যায়। অনেক সময় চোখের নিচে কনসিলার ব্যবহার করার কিছুক্ষন পরে চোখের নিচে ছোট ছোট লাইন দেখা যায়। কিন্তু এই কনসিলারের ক্ষেত্রে এমন কিছুই হয় না। আমি এই কনসিলার ব্যবহার করে সারাদিন বাইরে ছিলাম এবং দিন শেষে আমার কনসিলার একদম ঠিক ছিল। এক্ষেত্রে  বলা যায় এটি একটি লং লাস্টিং কনসিলার।

 [picture]

এই কনসিলারের যে দিকগুলি আমার ভালো লেগেছে 

(১)  এটি খুবই থিক অথবা খুবই থিন নয়।
(২)  একগাদা কনসিলার ব্যবহারের প্রয়োজন হয় না। পরিমানে খুবই কম লাগে। এক ফোটা কনসিলারই পুরো চোখের ডার্ক সার্কেল কাভার করতে পারে।
(৩)  একটি পাম্পের সাহায্যে কনসিলারটি আসে। যা ব্যবহারের ক্ষেত্রে খুবই হাইজেনিক।
(৪)  এটি ফুল কভারেজ দেয়।
(৫)  এটি খুবই লং ওয়্যারিং কনসিলার । অয়েলি স্কিনের অধিকারীরা একটু পাউডার দিয়ে সেট করে নিলে কনসিলার সারাদিন ভালো থাকবে। ড্রাই স্কিনে পাউডার দিয়ে না সেট করলেও চলবে।
(৬)  এটি স্কিনে খুবই ন্যাচারাল দেখতে লাগে।
(৭)  অনেক শেড রয়েছে। তাই স্কিন শেড এবং টোন অনুযায়ী নির্বাচন করা সহজ।

এই কনসিলারের যে দিকগুলো আমার ভালো লাগেনি 

(১)  প্রথমেই যে অপছন্দের কথাটি বলব, তা হলো এর প্যাকেজিং। এটি খুবই পাতলা কাঁচের বোতলে আসে। যা যে কোনো অসাবধানতায় ভেঙ্গে যেতে পারে।
(২)  এটি খুব তাড়াতাড়ি স্কিনে সেট হয়ে যায়। তাই কনসিলারটি ব্যবহার করার সাথে সাথে ব্লেন্ড করতে হয়। নতুবা পরে ব্লেন্ড করতে করতে খুবই কষ্ট হয়।
(৩)  কনসিলারটি যখন পাম্পের সাহায্যে বের করা হয়, তখন অনেক বেশি পরিমানে বের হয়ে আসে। যেহেতু, আগেই বলেছি এটি পরিমানে খুবই কম লাগে তাই বেঁচে যাওয়া কনসিলারটুকু নষ্ট হয়।
 
কোথায় পাবেন?

শপ.সাজগোজ.কম-এর রাইফেলস স্কয়ার এবং যমুনা ফিউচার পার্ক ব্রাঞ্চ থেকে আপনি নিজে দেখে কিনতে পারবেন অথবা ওয়েবসাইট থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন।

 দাম কত পড়বে?

এই কনসিলারের দাম পড়বে ২৮৫৫/- টাকার মধ্যে।

রেটিং

 সব মিলিয়ে আমি এই কনসিলারের রেটিং দিব ৮/১০

এটি আমার অত্যন্ত পছন্দের একটি কনসিলার। কিছু অপছন্দের দিক থাকলেও এটির কোয়ালিটির দিক দিয়ে বেশ ভালো।

ছবি – মেকাপফরলাইফ ডট কম

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort