ইকোনমি ট্যুর প্ল্যানিং | কম বাজেটেই ঘুরে বেড়ানোর ৪টি কৌশল

ইকোনমি ট্যুর প্ল্যানিং | কম বাজেটেই ঘুরে বেড়ানোর ৪টি কৌশল

tour plan

ইকো ট্যুরিজম-এর পাশাপাশি এখন ইকোনমি ট্যুরিজম-এর ও যুগ চলছে। পকেট ফাঁকা, টাকার দেখা নেই বেশ কতোদিন, কিন্তু কোথাওতো ঘুরতে যাবার কথা ছিলো! তবে কি বসে থাকবেন আর অপেক্ষা করবেন, কবে হাতে টাকা আসবে, কবে আপনি ঘুরতে বের হবেন? অবশ্যই নয়! “অল্প টাকায় ঘোরাঘুরি হয় না”- এমন কথা যে ভুল, তা নিজে যাচাই করে দেখে নিন একবার। পকেটের দুর্দিনেও দারুণ সব ট্যুর দেয়া সম্ভব আপনার পক্ষে। ইকোনমি ট্যুর প্ল্যানিং করতে বুদ্ধি খাটান একটু, তাতেই হবে! কিভাবে কম খরচে ঘুরে ঘুরে বেড়াবেন তাই দেখে নিন তবে!

ইকোনমি ট্যুর প্ল্যানিং যেভাবে করবেন

১) রাতে থাকা

দূরে কোথাও যাবেন মানেই রাতে থাকার ব্যাপার আসবে। হোটেল বা আর যেখানেই থাকুন, নিজের কারো বাসা না হলে থাকার খরচ তো লাগবেই। বুদ্ধি করে চললে বাঁচিয়ে নিতে পারেন সেটা। কেমন করে? রাতটা যদি যাত্রাপথেই কাটিয়ে দেয়া যায়, তবে কেমন হয় ভাবুন? যেখানেই যাবনে যাত্রার সময়টা রাতে করুন। ধরুন কোথাও একদিনে ঘুরবেন, তেমন একটা ট্রিপ হবে। সেক্ষেত্রে এক রাত্রে যাবেন আর পরের রাত্রে ফিরে আসবেন, মাঝের দিনটা থাকবে ঘুরে বেড়ানোর জন্য। তাতে থাকার খরচ বেঁচে যাবে সবটা। হলোতো আপনার ইকোনমি ট্যুর প্ল্যানিং?

Sale • Day/Night Cream, Travel Makeup Bag, Day & Night Cream

    ২) যাতায়াত খরচ

    যাতায়াতের খরচটা যতো বেশি মানুষের মাঝে ভাগ করে নেওয়া যায় ততোই একজনের পক্ষে ভালো। যেখানে যাচ্ছেন সেখানকার যানবাহন এবং খরচ সম্পর্কে তো জানবেনই, সাথে এক বাহনে সর্বোচ্চ কয়জন যেতে পারবে সেটাও জানুন। দল সেই অনুযায়ী হলে তবে ভালো হয়। খরচ একদম সুষম হবে। কাছাকাছি দূরত্বের পথ হেঁটে বেড়ান। ঘুরতেইতো যাবেন, গাড়ি কম চড়লে ক্ষতি আছে? নেই নিশ্চয়। তবে এখানেও দেখুন, টাকা বাড়তি লাগছে না আপনার।

    ৩) সীমিত খাবার খরচ

    জায়গা দেখতে যাচ্ছেন, খাবারদাবারে খুব বেশি মন দিতে যাবেন না! খরচ নিয়ে চিন্তা না থাকলে তবে ঠিক আছে, কিন্তু বাজেট স্বল্পতা থাকলে খাবারের খরচটাও সীমিত রাখা চাই। অল্প খরচে ভালো মানের খাবারের দোকান খুঁজে নেবেন সম্ভব হলে ট্যুরের আগেই। ভুরিভোজ থেকে বিরত থাকা লাগবে। যাত্রার একবেলার পাশাপাশি আরো একটা বেলা শুকনো খাবারে ক্ষুধা মিটিয়ে নেয়ার চিন্তা রাখলে ভালো। পকেট ফ্রেন্ডলি ট্যুর হয়ে যাবে আপনার।

    ৪) কেনাকাটা 

    বাইরে কোথাও যেয়ে দরকারের জিনিসপত্র কেনাকাটার ঝামেলায় যাবেন না। তালিকা করে মিলিয়ে সব দরকারের জিনিস ব্যাগে রাখুন আগেভাগেই। বাসায় থাকা সামগ্রী থেকেই যতোটা সম্ভব সাথে নিন, তাতে নতুন করে কেনার বাড়তি খরচটা হবে না।

    তো, এখন কম বাজেটে ঘুরে বেড়াতে আর কোনো ঝামেলাই থাকলো না! বেড়ান মুক্ত পাখির মতো আর জীবনকে পূর্ণ করুন অনেক অনেক ভ্রমণ অভিজ্ঞতা দিয়ে!

    ছবিঃ সংগৃহীত – সাটারস্টক

    5 I like it
    3 I don't like it
    পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

    escort bayan adapazarı Eskişehir bayan escort