কম খরচে মানানসই ফাউন্ডেশন খুঁজছেন? - Shajgoj

কম খরচে মানানসই ফাউন্ডেশন খুঁজছেন?

কম খরচে মানানসই 2

নামিদামি ব্র্যান্ডের মেকাপ সামগ্রী কেনার সাধ্য নেই! তাই বলে কি মেকাপ করা চলবে না?  তা তো হয় না। আবার অপেক্ষাকৃত কম দামি মেকাপ সামগ্রী ত্বকের জন্য ক্ষতিকর হবে না তো?  এ ভাবনা কম বেশি অনেকের মধ্যেই থাকে।  তাই যারা সাধ্যের মধ্যে ভাল মেকাপ সামগ্রী খুঁজছেন আজ তাদের জন্য নিয়ে এসেছি ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স রেঞ্জের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার সম্পর্কে খুঁটিনাটি সব তথ্য।

 werfw

ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স রেঞ্জের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডারের ছয়টি ভিন্ন শেড রয়েছে। প্রথম দুইটি ফর্সা ত্বকের জন্য, পরের দুইটি শ্যামলা বর্ণের জন্য এবং শেষের দুইটি শেড যারা অপেক্ষাকৃত কালো বর্নের অধিকারী তাদের জন্য উপযোগী । আপনি আপনার ত্বকের ধরন ও রঙ অনুযায়ী পছন্দসই শেডটি বেছে নিতে পারেন।আমি আমার ত্বকের ধরণ অনুযায়ী তিন নম্বর শেডের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার নিয়েছি।

[picture]

ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স ফাউন্ডেশন

এটি মূলত লিকুইড বেসের ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির যে দিকটি সবচেয়ে ভাল লেগেছে তা হল এর প্যাকেজিং।সুদৃশ্য টিউবে পাম্পের সাহায্যে বের করা হয় বলে এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। তাছাড়া পরিমানের দিকেও লক্ষ্য রাখা যায়। এতে আছে SPF 11 যা রৌদ্রের তাপ থেকে ত্বককে রাখে সুরক্ষিত।

 lakme 2 lakme 3

ফাউন্ডেশনটি হাতের আঙ্গুল বা ভেজা স্পঞ্জের সাহায্যে ব্যবহার করলে খুব সহজেই ত্বকের সাথে মিশে যায়।এটি লাইট কাভারেজ দেয় তাই ত্বকে কোন দাগ থাকলে তা খুব একটা ঢেকে দিতে পারেনা। এক্ষেত্রে কনসিলার ব্যবহার করতে পারেন।এটি ৫-৬ ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়।

lakme 4 lakme 5

দাম- ২৮০টাকা।

ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স কমপ্যাক্ট পাউডার

মাল্টি মিনারেল ও ভিটামিন বি৩ সমৃদ্ধ এই কমপ্যাক্ট পাউডারে আরো রয়েছে SPF23 যা রোদে পোড়ার হাত থেকে ত্বককে রক্ষা করে।তাই দিনের যেকোন সময় এটি ব্যবহার করতে পারেন। এর ভেতরে রয়েছে একটি আয়না ও একটি নরম স্পঞ্জ। ফলে যেকোন জায়গায় সেরে নিতে পারেন টাচ আপ।

lakme 6 lakme 7

এটি ফাউন্ডেশনের সাথে খুব ভালোভাবে মিশে গিয়ে একদম ন্যাচারাল গ্লোয়িং লুক এনে দেয়। তবে যাদের ত্বক তৈলাক্ত তাদের ক্ষেত্রে খুব বেশি সময় তেল নিঃসরণ ধরে রাখতে পারে না।তাই কিছু সময় পর পর টাচ আপের প্রয়োজন পড়তে পারে।

lakme 9 lamke 8

দাম-২৩০টাকা।

এক নজরে যে দিকগুলো ভালো লেগেছে

  • SPF সমৃদ্ধ হওয়ার কারণে নতুন করে সানস্ক্রীন লাগানোর প্রয়োজন নেই।
  • লাইট কাভারেজ দেয় তাই রোজকার মেকাপ রুটিনে রাখাই যায়।
  • দামে সাশ্রয়ী

যেদিকগুলো ভালো লাগে নি

  • যারা তৈলাক্ত ত্বকের অধিকারী বিশেষ করে যাদের ব্রণের সমস্যা আছে তাদের জন্য উপযোগী নাও হতে পারে।
  • ত্বকের দাগ বা তিল ঢেকে দিতে পারে না।

সব মিলিয়ে তুলনামূলক কম দামে বেশ ভালো কাভারেজ পেতে হলে আজই ল্যাকমে পারফেক্ট রেডিয়েন্স রেঞ্জের ফাউন্ডেশন ও কমপ্যাক্ট পাউডার কিনে ব্যবহার শুরু করে দিন।তবে নকল পন্য এড়িয়ে চলতে কেনার সময় ভাল কোন সুপারশপ থেকে কেনাই ভাল।

লিখেছেন – মুশরাত জাহান দোলা

12 I like it
5 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort