লেমন স্ট্রবেরি জুস

লেমন স্ট্রবেরি জুস

juice

প্রতিদিন লেবুর শরবত খেতে ভালো লাগে, বলুন তো? তাই ভাবলাম যে একটু কিছু নতুন টেস্ট আনা যায় যদি, তাহলে সবাই খুশি! লেমন স্ট্রবেরি জুস হলে কেমন হয়? স্বাদে নতুনত্ব আনতে ট্রাই করুন মজাদার ড্রিংকস! লেমন স্ট্রবেরি জুস বানানোর রেসিপিটি এবার দেখে নিন তাহলে।

লেমন স্ট্রবেরি জুস বানানোর উপকরণ

  • ঠাণ্ডা পানি- ১ গ্লাস
  • লেবু- ১টি
  • বিট লবণ- ১/৪ চা চামচ
  • চিনি- ৩/৪ চা চামচ
  • স্ট্রবেরি- ২টি, পাতলা স্লাইস করা
  • বরফ কুচি- পরিমাণমতো

প্রস্তত প্রণালী 

১. প্রথমে ব্লেন্ডারে এক গ্লাস পানি নিন ও তাতে সম্পূর্ণ একটি লেবুর রস এবং অর্ধেক স্ট্রবেরি স্লাইস, চিনি, বিট লবণ দিয়ে ব্লেন্ড করে নিন।

২. এবার একটি গ্লাসে এই জুসটি ঢেলে তাতে বাকি অর্ধেক স্ট্রবেরি স্লাইস নিয়ে চামচ দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। দেখবেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে।

এইতো, তৈরি হয়ে গেলো লেমন স্ট্রবেরি জুস! একটি লাল স্ট্রবেরি স্লাইস ও লেবুর স্লাইস জুসের গ্লাসে সাজিয়ে ঠাণ্ডা ঠাণ্ডা পরিবেশন করুন! তো, এই গরমে বানিয়ে নিতে পারেন লেমন স্ট্রবেরি জুস। লেবু আর স্ট্রবেরিতে আছে ভিটামিন সি যাতে সহজেই রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। স্বাদ আর সুস্থতার এমন মেলবন্ধন অন্য কোথাও পাওয়া যায় না। তাহলে ট্রাই করুন আজই!

ছবি- সংগৃহীত: সাটারস্টক

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...