স্কিনকেয়ার নিয়ে আলসেমি? অলস মেয়েদের জন্য সুপার ইজি বিউটি হ্যাকস!

স্কিনকেয়ার নিয়ে আলসেমি? অলস মেয়েদের জন্য সুপার ইজি বিউটি হ্যাকস!

1 (31)

ব্যস্ত জীবনে আলাদা সময় বের করে রূপচর্চা করার ধৈর্য্য নেই? সারাদিন ক্লাস বা অফিস করে বাসায় এসে স্কিনকেয়ার করতে আলসেমি লাগে? কিন্তু স্মুথ, ব্রাইট আর হেলদি স্কিন পেতে হলে তো একটু যত্ন নিতেই হবে! বেশি সময় লাগবে না, অল্প এফোর্টেও কিন্তু সুন্দর ত্বক পাওয়া সম্ভব। স্কিনকেয়ার নিয়ে আলসেমি আর নয়! চলুন জেনে নেই অলস মেয়েদের জন্য সুপার ইজি ও কুইক বিউটি হ্যাকস। সেই সাথে দেখে নিন শর্টকাট স্কিনকেয়ার রুটিন, যা ফলো করলে ব্রাইট ও হেলদি স্কিন পাওয়া যাবে খুব সহজেই।

অলস মেয়েদের জন্য বিউটি হ্যাকস

লাইফকে ইজি করতে কিছু বিউটি হ্যাকস ম্যাজিকের মতো কাজ করে। হাতে সময় কম, ঝটপট রেডি হতে হবে বা স্কিন প্রবলেম ফিক্স করতে হবে! এই সময়ে কুইক হ্যাকস দারুণ কাজে দেয়। চলুন জেনে নেই তাহলে।

১) ৫ মিনিটেই দূর করুন আই পাফিনেস

রাতে ঘুম ভালো হয়নি? আন্ডার আই পাফিনেস কীভাবে কমানো যায়, সেটা নিয়ে ভাবছেন? চিন্তা নেই! গ্রিন টি ব্যাগ গরম পানিতে ভিজিয়ে নিন প্রথমে। এবার ঠান্ডা হলে চোখের উপর টি ব্যাগ দিয়ে ৫ মিনিট চোখ বন্ধ করে রাখুন। ব্যস, নিমিষেই দূর হবে চোখের ফোলাভাব।

স্কিনকেয়ার নিয়ে আলসেমি

২) রাতারাতি কমিয়ে আনুন ব্রণ

দেখবেন কোনো বিশেষ দিন বা অকেশনের আগে ফেইসে পিম্পলস উঠবে! মনটাই খারাপ হয়ে যায়। আচ্ছা, রাতারাতি এই ব্রণ বা পিম্পলস কমিয়ে আনার সহজ উপায় জানা আছে কি? ব্রণের উপর সামান্য টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল লাগিয়ে রাখুন, ব্রণের সাইজ আর পেইন খুব দ্রুত কমে আসবে। হাতের কাছে টি ট্রি অ্যাসেনশিয়াল অয়েল না থাকলে বরফ দিয়ে একনের উপর রাব করুন। এতেও কাজ হবে!

৩) ডিহাইড্রেটেড স্কিনকে বলুন বাই বাই  

পার্টি অ্যাটেন্ড করতে হবে! কিন্তু স্কিন একদম ডাল আর ডিহাইড্রেটেড দেখাচ্ছে। এখন উপায়? ডিহাইড্রেটেড স্কিনের কুইক সল্যুশন হচ্ছে শিটমাস্ক! কোনো ঝামেলা নেই, প্যাকেট থেকে বের করে সরাসরি কাটিং অনুযায়ী ফেইসে লাগিয়ে নিবেন। এক্সট্রা এসেন্সটুকু গলায়, হাতে লাগিয়ে নিন। ১৫ মিনিট অপেক্ষা করে তুলে ফেলবেন, পানি দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। নিজেই ফিল করবেন স্কিন কতটা হাইড্রেটেট ও সফট হয়েছে মাত্র ১৫ মিনিটেই।

শিট মাস্ক

৪) ক্র্যাকড লিপস এর সল্যুশন ১০ মিনিটেই

ড্রাই বা ক্র্যাকড লিপসে লিকুইড লিপস্টিক ঠিকমতো বসে না। কালচেভাব দূর করে কীভাবে সফট ও পিংক লিপস পাওয়া যাবে, সেটা নিয়েই ভাবছেন তাই তো? প্রথমে আমন্ড অয়েল দিয়ে একটু ম্যাসাজ করুন। এবার মধু ও চিনি দিয়ে লিপ স্ক্রাব করে নিন। ভালোভাবে ধুয়ে নিয়ে এরপর পছন্দের লিপবাম লাগিয়ে নিন। ব্যস, ইনস্ট্যান্টলি পেয়ে যাবেন সফট লিপস।

 

স্কিনকেয়ার নিয়ে আলসেমি?

বেসিক স্কিনকেয়ার রুটিন মেনমেইন না করলে অল্প বয়সেই ত্বকে দেখা দিবে ফাইন লাইনস, রিংকেলস ও ডার্ক প্যাচেস। এটা নিশ্চয়ই চান না? খুব অল্প প্রোডাক্ট দিয়ে কীভাবে একটা মিনিমাল স্কিনকেয়ার রুটিন ফলো করতে পারেন, সেটাই আজ জানাবো। আমার মতো যারা স্কিনকেয়ার নিয়ে আলসেমি করেন, তাদের জন্য বেশ হেল্পফুল হবে আশা করি।

১) ক্লেনজার

দুই ধরনের ক্লেনজার আপনার স্কিনকেয়ার রুটিনে রাখুন।

  • ফোম বা জেল বেইজড ক্লেনজার
  • মাইসেলার ওয়াটার বা অয়েল ক্লেনজার

স্কিনকেয়ার নিয়ে আলসেমি

বাইরে থেকে ফিরে প্রোপারলি স্কিন ক্লিন না করলে ব্রণ, র‍্যাশ এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। মেকআপ পার্টিকেলস, সানস্ক্রিন ভালোভাবে ক্লিন করার জন্য শুধুমাত্র ফেইস ওয়াশ কিন্তু এনাফ না! তাই আগে ব্যবহার করুন মাইসেলার ওয়াটার বা অয়েল ক্লেনজার। এরপর ফোম বা জেল বেইজড ক্লেনজার দিয়ে ফেইস ভালোভাবে ধুয়ে নিন। স্কিনকেয়ারের এই স্টেপটি নিয়ে একদমই আলসেমি করা যাবে না!

২) ময়েশ্চারাইজার

ফেইস ক্লিন করে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে ভুলবেন না! যতই আলসেমি লাগুক, ফেইসে ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করতে কিন্তু ২ মিনিটের বেশি লাগে না। স্কিন টাইপ, বয়স ও কনসার্ন অনুযায়ী ভালোমানের একটি ময়েশ্চারাইজার আপনার স্কিনকেয়ার রুটিনে ইনক্লুড করুন। যদি স্কিনে বয়সের ছাপ ভিজিবল হতে শুরু করে, তাহলে অ্যান্টি এজিং প্রোপারটিজ আছে এমন প্রোডাক্ট বেছে নিন।

৩) সানস্ক্রিন

সানস্ক্রিন

ত্বকের যত্নে যা-ই করুন না কেন, সূর্যের UV রশ্মি থেকে স্কিনকে প্রোটেকটেড না রাখলে সবই বৃথা। তাই এই স্টেপটি নিয়ে কিন্তু একদমই আলসেমি করা যাবে না। বাইরে বের হওয়ার অন্তত ২০ মিনিট আগে ফুল ফেইস, গলা ও এক্সপোজড এরিয়াতে সঠিক SPF যুক্ত সানস্ক্রিন অ্যাপ্লাই করুন। SPF 50 যুক্ত সানস্ক্রিন ইউজ করতে পারলে ভালো। ৩/৪ ঘন্টা পর পর সানস্ক্রিন রিঅ্যাপ্লাই করতে হবে। বাসাতে থাকলেও দিনের বেলায় সানস্ক্রিন ইউজ করতে ভুলবেন না।

কি, এই ৩টি স্টেপস ফলো করতে পারবেন তো? এগুলো একদমই বেসিক, সুস্থ সুন্দর ত্বক পেতে হলে এটুকু করা মাস্ট! এছাড়া টোনার, সিরাম বা এসেন্স অ্যাপ্লাই করা এগুলোও কিন্তু আছে। টোনার স্কিনের পি এইচ লেভেল ব্যালেন্স করে। আর সিরাম বিভিন্ন স্কিন ক্রাইসিস রিপেয়ার করে। তাই আপনার প্রয়োজন ও স্কিন ডিমান্ড অনুযায়ী স্কিনকেয়ার রুটিন সাজিয়ে নিন।

 

কোথায় পাবেন অথেনটিক বিউটি প্রোডাক্ট, সেটা নিয়েই ভাবছেন তাই তো? অনলাইনে অথেনটিক প্রোডাক্ট কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ৪টি শপ- যমুনা ফিউচার পার্ক, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে) ও সীমান্ত সম্ভার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

ছবি- সাজগোজ

36 I like it
5 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort