কড়াই গোশত - Shajgoj

কড়াই গোশত

12932765_1721801051423322_1176586432935607971_n

[topbanner]

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার কড়াই গোশত। পোলাও বা খিচুড়ির সাথে পরিবেশন করতে পারেন এই কড়াই গোশত। তবে চলুন দেখে নিই, এর পুরো প্রণালী।

উপকরণ 

  • খাসির মাংস ১ কেজি,
  • পেঁয়াজ কুচি ৩ কাপ
  • সরিষার তেল ১
  • কাপের ৪ ভাগের ৩ ভাগ
  • আদা বাটা ১
  • টেবিল চামচ
  • রসুন কুচি ১ চা চামচ
  • শুকনা মরিচ ফালি ৮-১০টি
  • সরিষা বাটা ১ টেবিল চামচ
  • জিরা বাটা ১ চা চামচ
  • মরিচ গুঁড়া ১ চা চামচ
  • হলুদ গুঁড়া ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
  • গরম মসলার গুঁড়া ১ চা চামচ
  • কারি পাউডার ১ চা চামচ
  • লবণ পরিমাণমতো
  • সিরকা ৩ টেবিল চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • তেজপাতা ২টি
  • দারুচিনি ৪ টুকরা, এলাচ ৪টি
  • কাঁচামরিচ ৫-৬টি
  • মটরশুঁটি আধা কাপ
  • ঘি ৪ টেবিল চামচ
  • মেথি সামান্য

[picture]

প্রণালী 

মাংস ছোট টুকরা করে ধুয়ে পানি ঝরাতে হবে। গরম মসলার গুঁড়া ও কারি পাউডার বাদে সিরকার সঙ্গেবাকি বাটা মসলা ও গুঁড়া মসলা মিলাতে হবে। তেল গরম করে শুকনা মরিচ ও রসুনের ফোড়ন দিয়ে সিরকা মিলানো মসলা কিছুক্ষণ কষিয়ে মাংস ও পেঁয়াজ দিয়ে ঢেকে অল্প আঁচে রান্না করতে হবে। তেজপাতা, দারুচিনি , এলাচ, লবঙ্গ ও লবণ দিতে হবে। মাঝে মধ্যে নেড়ে দিতে হবে। মাংস সেদ্ধ হলে টমেটো সস, মটরশুঁটি, কাঁচামরিচ, গরম মসলার গুঁড়া, কারি পাউডার দিতে হবে। কড়াইয়ে ঘি গরম করে মেথির ফোড়ন দিয়ে আধা কাপ পেঁয়াজ বেরেস্তা করে মাংস ঢেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে চুলা বন্ধ করে দিতে হবে।

ছবি ও রেসিপি – মোঃ রাশেদ আহমেদ

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...