ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল!

ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে ইনক্লুড করুন সুদিং জেল!

4 (39)

ত্বকের যত্নে সুদিং জেলের চাহিদা দিন দিন বেড়েই যাচ্ছে। অনেক সময় দেখা যায় অ্যালোভেরা, টমেটো, কমলা, অ্যাভোকাডো এই প্রাকৃতিক উপাদানগুলো স্কিনে সরাসরি লাগালে সেটা স্যুট করছে না! তাহলে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টগুলো স্কিন বা হেয়ার কেয়ারে কীভাবে ব্যবহার করবো? চিন্তার কিছু নেই, সুদিং জেল হতে পারে আপনার জন্য ইজি সল্যুশন! ত্বকের প্রয়োজন বা এবং কনসার্ন বুঝে বেছে নিন আপনার ত্বকের জন্য পারফেক্ট সুদিং জেলটি। আমি আজকে ৬টি সুদিং জেল সম্পর্কে আপনাদের জানাবো যাতে আপনারা নিজেদের স্কিনের জন্য বেস্ট প্রোডাক্টটি বেছে নিতে পারেন।

ত্বককে ময়েশ্চারাইজড রাখতে অ্যালোভেরা সুদিং জেল

অ্যালোভেরা স্কিন ও হেয়ারের জন্য বেশ ইফেক্টিভ একটি ইনগ্রেডিয়েন্ট। অ্যালোভেরা জেল কিন্তু অয়েলি একনে প্রন স্কিনেও খুব ভালো কাজ করে। আমি Skin Cafe Pure & Natural Aloe Vera gel ত্বক ও চুলের যত্নে রেগুলার ব্যবহার করি। কী কী বেনিফিট দেয় অ্যালোভেরা জেল, চলুন জেনে নেই তাহলে।

  • অ্যালোভেরা জেল সান বার্ন কমিয়ে আনে
  • মুখের বলিরেখা কমিয়ে এনে ত্বককে রাখে তারুণ্যদীপ্ত
  • অ্যালোভেরা জেলে রয়েছে ভিটামিন সি, ই এবং অ্যান্টি অক্সিডেন্ট, যা স্কিনের জন্য তো বটেই চুলের জন্যও উপকারী
  • কোলাজেন প্রোডাকশন বাড়িয়ে স্কিনকে রাখে হেলদি
  • শুধু তাই না, চুলকে সফট, স্মুথ ও শাইনি করতে চাইলে অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন
  • ইচি স্ক্যাল্প এবং ড্যানড্রাফের সমস্যা থাকলে অ্যালোভেরা হতে পারে আপনার জন্য বেস্ট সল্যুশন

ব্রাইটেনিং এর জন্য ট্যাঞ্জারিন সুদিং জেল 

স্কিনকে ব্রাইট করতে ভিটামিন-সি এর কোনো তুলনা হয় না। Paxmoly Jeju100 Tangerine Soothing Gel সেক্ষেত্রে হতে পারে বেস্ট অপশন। সেনসিটিভিটির কারণে কমলা বা লেবু স্কিন কেয়ারে যারা ব্যবহার করতে পারেন না, কিন্তু ত্বকের যত্নে ভিটামিন-সি ইনক্লুড করতে চাচ্ছেন, তাদের জন্য আমি এই সুদিং জেলটি সাজেস্ট করবো।

  • ভিটামিন-সি তে অ্যান্টি অক্সিডেন্ট থাকার ফলে স্কিন সেলগুলো ফ্রি রেডিক্যালস থেকে ড্যামেজ ফ্রি হয়
  • জেলটি ব্যবহারে এক্সেস মেলানিন প্রোডাকশন কমে পিগমেন্টেশন হালকা হয়
  • সান এক্সপোজারের ফলে স্কিনে যে ড্যামেজ হয়, ভিটামিন-সি ড্যামেজ রিপেয়ার করে নতুন স্কিন সেল রিজেনারেট করে
  • ট্যাঞ্জারিন সুদিং জেল একনে ও একনে স্পট কমাতে সাহায্য করে
  • আরেকটি ইম্পরট্যান্ট পার্ট হচ্ছে এটি রাফ স্কিনকে নারিশড এবং ময়েশ্চারাইজড রাখে
  • এই সুদিং জেল ত্বকের ডিপ লেয়ার পর্যন্ত হাইড্রেশন প্রোডাইড করে

পোরসকে ডিপলি ক্লিন করতে চারকোল সুদিং জেল  

ব্ল্যাকহেডসের প্রবলেম দূর করতে এবং পোরসকে গভীর থেকে ক্লিন রাখতে চাইলে Lebelage Moisture Charcoal Soothing Gel ব্যবহার করতে পারেন। আর চারকোল সুদিং জেলটিতে ক্যামেলিয়া (camellia), রেড জিনসেং এক্সট্র্যাক্ট (red ginseng extract) এর মতো বেশ কিছু ইফেক্টিভ ইনগ্রেডিয়েন্ট রয়েছে, যা ত্বকের যত্নে দারুণ কাজ করে।

  • সুদিং জেলটি অয়েল গ্ল্যান্ডস থেকে প্রোডিউস হওয়া অতিরিক্ত অয়েল কন্ট্রোল করে
  • ডেড সেলস এক্সফোলিয়েট করে, ফলে পোরস পরিষ্কার হয় আর ব্ল্যাকহেডসও গায়েব হয় সহজেই
  • স্কিনে ম্যাটিফাইং ইফেক্ট দেয়

ড্রাইনেস কমাতে অ্যাভোকাডো সুদিং জেল 

অতিরিক্ত ড্রাই স্কিন? তাহলে নিশ্চিন্তে অ্যাভোকাডো সিলেক্ট করুন। অ্যাভোকাডোতে প্রচুর পরিমাণে মিনারেলস, পটাসিয়াম এবং ম্যাগনেসিয়াম রয়েছে। এছাড়া এতে বায়োটিন রয়েছে, যা স্কিনের ড্রাইনেস প্রিভেন্ট করে। শুধু স্কিনের ক্ষেত্রেই না চুলের আগা ফাটা কমাতেও অ্যাভোকাডো সুদিং জেল খুব ভালো কাজ করবে। শুষ্ক ত্বকের সমস্যা দূর করতে Lebelage Moisture Avocado Soothing Gel হতে পারে আপনার জন্য বেস্ট সল্যুশন! এই জেলটি চুলেও ব্যবহার করা যেতে পারে।

  • অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি রিংকেলস প্রোপারটিজ রয়েছে
  • সুদিং জেলটি কোলাজেন প্রোডাকশন বাড়ায়
  • স্কিনকে নারিশমেন্ট প্রোভাইড করে
  • চুলের কিউটিকলগুলোকে স্মুথ রাখে এবং ন্যাচারালি শাইনি করে

সানট্যান কমাতে টমেটো সুদিং জেল

টমেটো ট্যান রিমুভের জন্য অসাধারণ একটি ইনগ্রেডিয়েন্ট, এটা আমরা কম বেশি সবাই জানি। রেগুলারই আমাদের বাইরে বের হতে হচ্ছে, যার কারণে ত্বকে খুব সহজেই সান ট্যান পরে যায়। স্কিন কেয়ারে যদি টমেটো সুদিং জেল অ্যাড করা হয়, তাহলে ত্বকের কালচেভাব দূর হওয়ার পাশাপাশি স্কিন হবে গ্লোয়িং এবং হেলদি। Jigott Natural Tomato Moisture Soothing Gel এক্ষেত্রে হতে পারে ওয়ান অফ দ্যা বেস্ট চয়েজ।

  • এর বেস্ট পার্ট হচ্ছে এটি সব ধরনের স্কিনের জন্যই উপযোগী
  • এতে প্রচুর পরিমাণের এসকরবিক এসিড রয়েছে, যা স্কিনের জন্য বেনিফিসিয়াল
  • ভিটামিন-সি তে থাকা অ্যান্টি অক্সিডেন্ট ফ্রি রেডিক্যালসের ড্যামেজ রিপেয়ার করে
  • এই সুদিং জেলটি আর্লি এজিং প্রভেন্টও করে
  • এটি ব্যবহারে স্কিন সফট ও ময়েশ্চারাইজড হবে
  • জেলটিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপারটিজ থাকায় স্কিনের ইচিনেস দূর করে

হাইড্রেশনের জন্য ডিপ সী ওয়াটার সুদিং জেল

অনেকের স্কিনেই রুক্ষ-শুষ্কভাব থাকে, যেটা কোনোভাবেই রিপেয়ার হতে চায় না। স্কিনে যদি হাইড্রেশনের অভাব থাকে, সেক্ষেত্রে Paxmoly Jeju Deep Sea Water Soothing Gel ব্যবহার করতে পারেন।

  • ডিপ সী ওয়াটারে প্রচুর পরিমাণে সেইফ এবং পিওর মিনারেলস রয়েছে, যা ত্বকের হাইড্রেশন প্রোভাইডের সাথে সাথে ত্বককে ময়েশ্চারাইডও রাখে
  • জেলটিতে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রোপারটিজ রয়েছে, যা ব্রণ ও রেডনেস কমাতে সাহায্য করে
  • জেলটি ত্বকে সুদিং ইফেক্ট দেয়
  • অতিরিক্ত অয়েলিনেস কন্ট্রোল করে

কীভাবে ব্যবহার করবো?

ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে প্রোডাক্ট সিলেক্ট তো করলাম, এখন সবার মনেই এই প্রশ্নটি আসবে কীভাবে এই জেলটি ব্যবহার করা যায়! সুদিং জেল ব্যবহার করার কিন্তু অনেকগুলো উপায় আছে। যেমন ময়েশ্চারাইজিং ইফেক্ট পেতে সরাসরি এটি ব্যবহার করতে পারেন। অ্যালকোহল ফ্রি সুদিং জেল রাতে ঘুমানোর আগে অ্যাপ্লাই করে নিলে কিন্তু স্লিপিং মাস্ক হিসেবে এটা কাজ করবে। আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে পছন্দের স্কিন কেয়ার প্রোডাক্টের সাথে এই জেল মিক্স করে নিতে পারেন, এতে ত্বক কোমল ও ময়েশ্চারাইজড থাকবে। এছাড়া হোমমেড মাস্কের সাথে অ্যাড করে ফেইস বা হেয়ারে ব্যবহার করা যায়। স্কিনের সাথে সাথে চুলের যত্নেও সরাসরি এই জেল ব্যবহার করা যেতে পারে।

সুদিং জেল লাইট ওয়েট হয়, তাই খুব সহজে ত্বকের ভেতর প্রবেশ করতে পারে। এছাড়া সুদিং জেল ত্বকে খুবই রিফ্রেশিং, কুলিং এবং রিল্যাক্সিং ইফেক্ট দেয়। ত্বকের প্রয়োজন এবং কনসার্ন বুঝে স্কিন কেয়ারে কোন সুদিং জেলটি ইনক্লুড করবেন, সেটা নিয়ে কনফিউশন দূর হয়েছে আশা করি। এই সুদিং জেলগুলো আপনারা সাজগোজে পেয়ে যাবেন। এছাড়া অন্যান্য স্কিন ও হেয়ার কেয়ারের জন্য অথেনটিক প্রোডাক্ট কিনতে চাইলে আপনারা সাজগোজের দুটি ফিজিক্যাল শপ ভিজিট করতে পারেন, যার একটি যমুনা ফিউচার পার্ক ও অপরটি সীমান্ত সম্ভারে অবস্থিত। আর অনলাইনে কিনতে চাইলে শপ.সাজগোজ.কম থেকে কিনতে পারেন।

ছবি- সাজগোজ

37 I like it
4 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort