চিকেন স্টক - Shajgoj

চিকেন স্টক

rsz_gettyimages-173006492-5894b45e3df78caebccd13ee

আজ খুব ইউজফুল একটা আইটেমের রেসিপি দিলাম- ‘চিকেন স্টক’। এটি ফ্রিজে সংরক্ষণ করে বিভিন্ন স্যুপ ও রান্নায় ব্যবহার করা যায়। চলুন তবে দেখে নেই রেসিপিটি।

উপকরণ

  • মোরগ- ২টি
  • পানি- ২ লিটার
  • আদা – ১ টে.চা. স্লাইস করা
  • বড় রসুনের কোয়া খোসাসহ- ৫ টি
  • পেঁয়াজ- ১/২ কাপ, মোটা চৌকো করে টুকরো করা
  • গোলমরিচ গুঁড়ো- ১ চা.চা.
  • লবণ স্বাদমত

[picture]

প্রণালী

মোরগের পা, ডানা, পিঠের ও গলার হাড়ের সাথে ১ টি রান ও ১ টি থানের টুকরো নিয়ে ভালো করে ধুয়ে বড় পাত্রে ২ লিটার পানিতে সেদ্ধ করুন। ফুটে গিয়ে ফেনা জমে উঠলে একটি চামচ দিয়ে ফেনা তুলে ফেলুন। এভাবে স্টকটি ২৫ মিঃ ফোটান এবং এর মাঝে মাঝে ফেনা তুলে ফেলুন।

স্টক পরিষ্কার দেখালে আদা, রসুন, পেঁয়াজ, গোলমরিচ ও লবণ দিয়ে চুলায় মৃদু আঁচে রাখুন। স্টক কিন্তু এখন ফোটা যাবে না।

এবার ১ ঘণ্টা আরও চুলায় একদম মৃদু আঁচে রেখে দিন। নাড়বেন না ও ঢাকবেনও না। এতে স্টকের উপর একটা স্তর জমবে। স্তরটি সরিয়ে একটি পাতলা কাপড় দিয়ে স্টকটি ছেঁকে নিন।

 ঠাণ্ডা করে ফ্রিজে রাখুন।

তৈরি হল চিকেন স্টক।

 

 

লিখেছেন- আনিকা ফওজিয়া

1 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort