বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া - Shajgoj

বিকেলের নাস্তায় ঝটপট মজাদার ব্রেড পাকোড়া

16780323_1850438495231873_2093265099_n

পাউরুটি প্রায় সবার বাসায় থাকে। আর নাস্তা ছাড়াও এই পাউরুটি দিয়ে তৈরি করা যায় মজাদার সব খাবার। পাউরুটি টোস্ট বেশ জনপ্রিয় একটি নাস্তা। এইবার এই পাউরুটি দিয়ে তৈরি করে নিন আরেকটি মজাদার নাস্তা ব্রেড পাকাড়ো। সহজ মজাদার এই খাবারটি তৈরি করতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই। আসুন তাহলে জেনে নেওয়া যাক মজাদার এই নাস্তা তৈরির উপায়টি।

উপকরণ

  • ৬টি পাউরুটি
  • ৫-৬ টেবিল চামচ বেসন
  • পানি পরিমান মতো
  • লবন পরিমান মতো 
  • ১/২ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/৪ চা চামচ হলুদ গুঁড়া
  • ১/৪ চা চামচ বেকিং পাউডার
  • ১/৪ চা চামচ জিরা

[picture]

পুরের জন্য

  • ১টি সিদ্ধ আলু
  • ১টি পেঁয়াজ কুঁচি
  • ২টি কাঁচা মরিচ কুঁচি
  • ধনেপাতা কুঁচি
  • লবন পরিমান মতো
  • ১/২ চা চামচ মরিচ গুঁড়া
  • ১/৪ চা চামচ আমচূর পাউডার
  • ১/৪ চা চামচ গরম মশলা

 

প্রণালী

– একটি পাত্রে সিদ্ধ আলু, পেঁয়াজ কুঁচি, কাঁচা মরিচ কুঁচি, লবন, আমচূর গুঁড়ো, গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিন।

– এবার বেসন, লবন, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা, বেকিং পাউডার দিয়ে গোলা তৈরি করুন।

– এক পিস পাউরুটির ভিতর পুদিনা পাতার সস অথবা টমেটো কেচাপ লাগিয়ে নিন। তারপর এতে সিদ্ধ আলুর পুর ভালো করে ভরে নিন।

– আরেকটি পাউরুটি দিয়ে স্যান্ডউইচের মতো  শেপ দিয়ে নিন। তারপর মাঝখানে কেটে নিন।

– তারপর পাউরুটির টুকরোগুলো বেসনের গোলার মধ্যে ডুবিয়ে তেলে ভাজুন।

– বাদামী রং হয়ে আসলে নামিয়ে ফেলুন।

– সস দিয়ে পরিবেশন করুন মজাদার ব্রেড পাকোড়া।

ছবি ও রেসিপি – ফাতেমা রহমান 

1 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort