খুশকি ও তেল চিটচিটেভাব তাড়াবে যে হেয়ার মাস্ক! - Shajgoj

খুশকি ও তেল চিটচিটেভাব তাড়াবে যে হেয়ার মাস্ক!

hair mask

গরম তো পড়তে শুরু করেছে। দিন যত যাবে গরমের ভয়াবহতা তত বাড়তে থাকবে। আর এই সুযোগে খুশকির যন্ত্রণার সাথে সাথে নতুন করে উদ্ভব হবে মাথার ত্বকে তেল চিটচিটে ভাব। যা খুবই বিরক্তিকর।এ থেকে পরিত্রাণের জন্য কত কিছুই না আমরা করি। তবে আজ এই সমস্যার সমাধান নিয়ে সাজগোজে হাজির হয়েছেন আমাদের সবার প্রিয় মেকাপ স্পেশালিষ্ট শাহ্‌নাজ শিমূল রহমান। তবে টিউটোরিয়ালটি শুরু করার আগে কিছু সম্ভাব্য প্রশ্নের উত্তর হল এই হেয়ার মাস্ক যাদের চুল অয়েলি থাকে সবসময়, চুলে খুশকি, চুল রুক্ষ, যাদের অল্পতেই জটা লেগে যায়, চুলে কোনো গ্লো নেই তাদের জন্য। এই হেয়ার মাস্কটি সপ্তাহে একবার ব্যবহার করলেই হবে। এবং এই হেয়ার মাস্কে ব্যবহৃত প্রোডাক্টগুলোর কোনো অল্টারনেটিভ নেই। আর প্রতিটা প্রোডাক্ট আপনি সুপার শপেই পেয়ে যাবেন।

টিউটোরিয়াল এবং ছবি: শাহ্‌নাজ শিমুল রহমান

8 I like it
1 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...