উৎসবে চোখের সাজ ৫ ধাপে! - Shajgoj

উৎসবে চোখের সাজ ৫ ধাপে!

toma

উৎসব মানেই জমকালো সাজ। সামনেই যেহেতু ঈদ এবং পূজা তাই সাজবার উপলক্ষও আছে। চলুন  আজ আমরা এই আই মেকআপটি করার পদ্ধতি দেখে নিই।

টিউটোরিয়ালঃ

১। প্রথমেই চোখের বাইরের দিকের কর্নার থেকে ভ্রুর শেষ অংশ পর্যন্ত কোণাকুণিভাবে এক টুকরো স্কচ টেপ লাগিয়ে নিন। এরপর যেকোনো একটি আই প্রাইমার লাগিয়ে নিন।

২। একটি ব্রাউন পেন্সিল আইলাইনার দিয়ে ক্রিজ এরিয়াটিকে ডিফাইন্ড করে নিন। তারপর একটি পেন্সিল ব্রাশের সাহায্যে এটিকে হালকা ভাবে ব্লেন্ড করে নিন। আইলিডে সাদা বেস লাগিয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। এরপর একটি লাইট ব্রাউন আইশ্যাডো দিয়ে ভালোভাবে ক্রিজটিকে ব্লেন্ড করে নিন যাতে করে হার্শ লাইন ভাবটি না থাকে।

৩। ক্রিজটিকে আরও ডার্ক দেখানোর জন্য একটি কালো আইশ্যাডো লাগিয়ে সেটিকে ভালো ভাবে মিশিয়ে নিন।

collage 1m

৪। এবারে ডিপ ম্যাজেন্টা রঙয়ের একটি আইশ্যাডো আইলিডে লাগিয়ে নিন এবং একটি পরিষ্কার ব্রাশ দিয়ে ধীরে ধীরে ব্লেন্ড করুন।

৪। চোখের আউটার ( V ) তে কালো শ্যাডো দিয়ে ডার্ক করে নিন, এটিকে ব্লেন্ড করে ক্রিজে মিশিয়ে  দিন। হোয়াইট গোল্ড কালারের শ্যাডো দিয়ে ভ্রুর নিচের অংশে এবং চোখের ভিতরের দিকের কর্নারে হাইলাইট করে নিন।

৫। এবারে লিকুইড অথবা জেল আইলাইনার দিয়ে চোখের উপরে ও নিচে লাইনিং করে নিন। চোখের নিচের আইলাইনারটি প্রথমে কালো আইশ্যাডো এবং তারপর ম্যাজেন্টা আইশ্যাডো দিয়ে স্মাজ করে নিন। এখানে আমি একটি অ্যাঙ্গেল আইলাইনার ব্রাশের সাহায্যে ডাবল উইংড আইলাইনার এঁকেছি। ডাবল উইং এর মাঝের ফাঁকা জায়গাটিতে সাদা আইশ্যাডো দিয়ে ফিল আপ করে নিয়েছি।

collage 2n

**আমি অত্যন্ত দুঃখিত, ডাবল উইং আইলাইনার আঁকার প্রক্রিয়াটি পিক্টোরিয়ালের মাধ্যমে দেখানো সম্ভব হচ্ছে না।

সবশেষে মাসকারা লাগিয়ে নিন, চাইলে একজোড়া ফলস আইল্যাসও পরতে পারেন। হালকা রোজি পিঙ্ক টোনের ব্লাশ লাগিয়ে নিন। এরপর পছন্দ অনুযায়ী লাল বা গোলাপি লিপস্টিক লাগান। ন্যুড লিপস ও ভালো লাগবে আমার মতে।

এখানে যা যা ব্যবহার করা হয়েছেঃ

-Nivea Ideal Mousse Foundation mixed with Maybelline Dream Matte Mousse Foundation.
-Costal Scents Eclipse Concealer Pallete.
-Maybelline Dream Matte Powder.
-Blush & bronzer from NYX Haute Jersey Pallete.
-Shany Cosmetics 120 color eyeshadow pallete.
-Loreal infailable eyeliner for tight lining.
-Elf cream eyeliner.
-NYX jumbo eye pencil- milk
-Maybelline the falsies volume express mascara.
-Wet n wild lipstick- Don’t blink pink.

লিখেছেনঃ তমা আলম

 

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort