ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?

ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে?

Main 1

দেখতে দেখতে ঈদ চলেই এলো! ঈদ নিয়ে সবার মনেই থাকে আলাদা এক্সাইটমেন্ট। তাই সকাল হোক কিংবা রাত, এই দিন একটু সাজগোজ তো করতেই হয়। যেহেতু ঈদের দিন সকালে সাধারণত ঘরেই থাকা হয় এবং রান্নাবান্না, ঘর গোছানো সহ অন্যান্য কাজগুলোও সেরে নিতে হয়, তাই সাজটা হতে হবে সিম্পল এবং একই সাথে এলিগেন্ট। আজকের ফিচারে আপনাদের জানাবো ঈদের সকালের মেকআপ, হেয়ার স্টাইল ও আউটফিট কেমন হতে পারে সে সম্পর্কে বিস্তারিত।

ঈদের সকালের মেকআপ

ঈদের সকালের মেকআপ যত বেশি সিম্পল হবে, দেখতে তত বেশি স্নিগ্ধ লাগবে। রাতে বেলা গ্ল্যাম গর্জিয়াস লুক ক্রিয়েট করতে পারেন। কিন্তু ডে টাইমের মেকআপ হবে একদম ন্যাচারাল! চলুন জেনে নেওয়া যাক ঈদের সকালের মেকআপ লুক কেমন হতে পারে।

ঈদের সকালের মেকআপ

বেইজ মেকআপ

১) প্রথমেই ফেইস ক্লিন করে নিজের পছন্দের ময়েশ্চারাইজার ও সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিন।

২) সকালে ফাউন্ডেশন স্কিপ করতে পারেন, কারণ এতে বেইজ মেকআপ অনেকটা হেভি হয়ে যায়। তাই বিবি ক্রিম বেছে নিতে পারেন। স্পটস আর ডার্ক সার্কেলে কনসিলার অ্যাপ্লাই করে ভেজা বিউটি স্পঞ্জ দিয়ে ভালোমতো ব্লেন্ড করে নিন।

৩) লুজ পাউডার বা কমপ্যাক্ট পাউডারের সাহায্যে সেট করে নিন।

৪) মভ বা রোজি টোনের ব্লাশ অ্যাপ্লাই করুন। দিনের বেলা হেভি কনট্যুরিং এড়িয়ে চলাই বেটার!

৫) তারপর মেকআপ লং টাইম ইনট্যাক্ট রাখতে সেটিং স্প্রে ইউজ করুন।

৬) লিপস্টিক হিসেবে নিজের পছন্দের যেকোনো ন্যুড কালার বা পিংকিশ টোনের লিপ কালার অ্যাপ্লাই করতে পারেন। চাইলে লিপস্টিকের উপর একটু লিপগ্লসও ইউজ করতে পারেন। তবে গরমের দিনে ম্যাট লিকুইড লিপস্টিক আমি প্রিফার করি।

আই মেকআপ

আই মেকআপ

ঈদের দিন সকালে সিম্পল আইলুকই বেশি মানানসই। চলুন এবার জেনে নেই ন্যাচারাল আই মেকআপ করার কিছু টিপস ও ট্রিকস।

১) শুরুতেই আইব্রো পেন্সিল দিয়ে আইব্রো ফিল ইন করে নিন। আইব্রো ডিফাইন করলে আপনার ফেইস দেখতে অনেকটা আপ লিফটেড লাগবে।

২) ব্রাউন টোনের ম্যাট আইশ্যাডো নিয়ে পুরো আইলিডে অ্যাপ্লাই করে নিন। সিম্পল কাটক্রিস আইলুকও করতে পারেন ড্রেসের সাথে ম্যাচ করে। তবে দিনের বেলায় সাজ যতটা ন্যাচারাল রাখা যায়, ততই ভালো।

 

৩) আইলাইনার দিতে চাইলে সাজেশন থাকবে ওয়াটারলাইন বরাবর চিকন করে লাইন করে নিন। যারা আইলাইনার অ্যাপ্লাই করতে চান না, তারা চোখের নিচে কাজল দিতে পারেন।

৪) পারফেক্ট আইলুক ক্রিয়েট করতে মাশকারা অ্যাপ্লাই করা একদম ম্যান্ডেটরি। যদি ভলিউমিনাস মাশকারা অ্যাপ্লাই করেন, তাহলেই দেখতে পাবেন চোখ দু’টো দেখতে কতটা সুন্দর লাগছে!

পারফেক্ট আইলুক

কেমন জুয়েলারি পরতে পারেন?

ঈদের দিন সকালের আউটফিট ও মেকআপ দু’টোই সিম্পল হলে জুয়েলারি হিসেবে মিনিমাল ডিজাইনের জুয়েলারি চুজ করুন।

১) বড় ঝুমকা কিংবা লম্বা দুলগুলো অ্যাভয়েড করতে পারেন। তবে অনেকেই লং ইয়ার রিং পছন্দ করেন। পার্ল বা ছোট স্টোন বসানো ইয়ার টপ সিম্পল আউটফিট ও মেকআপ দু’টোইকেই দারুণভাবে কমপ্লিমেন্ট করে। আবার সিলভার বা গোল্ডেন কালারের ছোট ঝুমকা পরলেও খুব সুন্দর মানিয়ে যাবে।

২) হেভি নেকপিস বা মালা না পরে আউটফিটের সাথে ম্যাচ করে চিকন চেইনের সাথে ছোট একটা পেনডেন্ট পরুন। দেখতে বেশ ক্ল্যাসি লাগবে।

৩) আঙুলে আংটি পরতে পারেন। ব্রেসলেট পরলেও এলিগেন্ট দেখাবে।

কীভাবে চুল সেট করবেন?

যাদের চুল ছোট, তারা ঈদের দিন সকালে চুল সামনে থেকে টুইস্ট করে ছেড়ে রাখতে পারেন। আর যাদের চুল মিডিয়াম ও লম্বা, তারা পাঞ্চ ক্লিপের সাহায্যে পনিটেইল করতে পারেন। আবার মেসি হেয়ার বান করলেও কিন্তু দেখতে খুবই এলিগেন্ট লাগবে। চুল লম্বা হলে নিচের দিকে কার্ল করে নিতে পারেন, সামনে বেণি বা টুইস্ট করতে ববিপিন দিয়ে সিকিউর করে নিতে পারেন। তবে যে হেয়ার স্টাইলই করুন না কেন, নিজের কমফোর্টকে প্রায়োরিটি দিন।

ঈদের সকালের মেকআপ

কেমন আউটফিট পরবেন?

এই আবহাওয়ায় ঈদের দিন সকালে পরার জন্য সুতি কাপড়ের আউটফিট একদম পারফেক্ট। যেহেতু গরমকাল, তাই সিন্থেটিক ফেব্রিক এড়িয়ে চলুন। কটন ড্রেস পরলে যেমন আরামে কাজকর্ম করতে পারবেন, তেমনি দেখতেও এলিগেন্ট লাগবে। সফট কালার যেমন- পিংক, সী গ্রিন, ল্যাভেন্ডার, স্কাই ব্লু, অফ হোয়াইট, মাস্টার্ড ইয়েলো বেছে নিতে পারেন।

এমব্রয়ডারি, ডলার ওয়ার্ক বা হ্যান্ড স্টিচ করা আছে এমন বিভিন্ন ডিজাইনের ফ্যাশনেবল কুর্তি, কাফতান কিংবা কামিজ পরতে পারেন। সুতির কাপড়ের উপর স্কিন প্রিন্ট, ব্লক প্রিন্ট বা টাই ডাই করা আউটফিটও বেছে নিতে পারেন নিশ্চিন্তে। আবার যদি কেউ শাড়িতে কমফোর্টেবল হয়ে থাকেন, তাহলে তাঁত, কোটা সুতি, হাফ সিল্ক ইত্যাদি ম্যাটেরিয়ালের শাড়ি পরতে পারেন ঈদের সকালে।

আশা করি, আপনারা ঈদের দিন সকালে কীভাবে সাজতে পারেন সেটা নিয়ে আইডিয়া পেয়েছেন। অথেনটিক প্রোডাক্ট কিনতে ভিজিট করুন সাজগোজের ওয়েবসাইট, অ্যাপ বা ফিজিক্যাল স্টোরে। অনলাইনে কিনতে পারেন শপ.সাজগোজ.কম থেকে অথবা সাজগোজের ফিজিক্যাল শপ- যমুনা ফিউচার পার্ক, ওয়ারীর র‍্যাংকিন স্ট্রিট, ইস্টার্ন মল্লিকা, বসুন্ধরা সিটি, বেইলি রোডের ক্যাপিটাল সিরাজ সেন্টার, উত্তরার পদ্মনগর (জমজম টাওয়ারের বিপরীতে), সীমান্ত সম্ভার, চট্টগ্রামের খুলশি টাউন সেন্টার থেকেও বেছে নিতে পারেন আপনার পছন্দের প্রোডাক্টটি।

 

ছবি- সাজগোজ

5 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort