রুক্ষ চুল থেকে মুক্তি চাই? - Shajgoj

রুক্ষ চুল থেকে মুক্তি চাই?

14614506_10155336004498357_1331034642_o

সিল্কি অ্যান্ড সাইনি হেয়ার সবার কাম্য। কাঙ্ক্ষিত স্মুদ চুল পেতে কতো প্রোডাক্টই না আমরা ব্যবহার করি! কিন্তু হাতের কাছে থাকা প্রাকৃতিক উপাদানএর চেয়ে ভালো  চুলের জন্য আর কিছুই হতে পারে না। এই ব্যাপারটি মাথায় রেখে আমাদের সবার প্রিয় বিউটি ব্লগার লিন্ডা এমন একটি হেয়ার প্যাক  তার ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছেন, যা চুলকে সফট, সিল্কি  এবং সাইনি করে তুলবে।

ছবি এবং টিউটোরিয়াল –   মেকাপ ম্যানিয়াক বাই লিন্ডা

27 I like it
7 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...