রঙের মিল-অমিল - Shajgoj

রঙের মিল-অমিল

14

গজ কাপড় কিনে নিজে ডিজাইন করে জামা বানানোর শখ আমাদের সবারই কম বেশি আছে। আবার সিঙ্গেল কামিজ বা কুর্তার সাথে ওড়না বা স্কার্ফের রং নিয়ে একটু মাথা ঘামাতেই হয়। ঘুরে ফিরে একই রঙের কম্বিনেশন দেখা যায় আমাদের পোষাকে। আসুন জেনে নিই কোন রঙের সাথে কোন রং ম্যাচ করে।

সাদা- যেকোনো হালকা বা গাঢ় রঙের সাথেই এই রং বেশ মিলে যায়। সবচেয়ে ভালো কম্বিনেশন হলো নীল, কালো ও লাল।

বেইজ রং- নীল, বাদামি, এমারেল্ড সবুজ, কালো, লাল ও সাদা।

ধূসর/ গ্রে- এই রঙটি যেকোনো মুডি রঙের সাথে মিলে যেমন- ফুশিয়া, লাল, পার্পল, গোলাপি, নীল।

গোলাপি- গ্রে, সাদা, মিন্ট গ্রীন, জলপাই রং, টারকয়েজ, হালকা নীল।

ফুশিয়া (গাঢ় গোলাপি)- ধূসর, হলদে বাদামি, লাইম গ্রীন, মিন্ট গ্রীন, বাদামি।

লাল- হলুদ, সাদা, বাদামি, সবুজ, নীল ও কালো।

টোম্যাটো রেড- নীল, মিন্ট সবুজ, বিস্কিট রং (স্যান্ড কালার), ক্রিম-সাদা, ধূসর।

চেরি রেড- সাদা, কালো, হালকা গোলাপি।

বাদামি- উজ্জ্বল নীল, ক্রিম, গোলাপি, হলুদ, সবুজ, বেইজ।

হালকা বাদামি- হালকা হলুদ, ক্রিম-সাদা, নীল, সবুজ, পার্পল, লাল।

গাঢ় বাদামি- লেমন-হলুদ, আকাশি নীল, মিন্ট গ্রীন, পার্পল, গোলাপি, লাইম গ্রীন।

কমলা- নীল, পার্পল, বেগুনি, সাদা, কালো।

হালকা কমলা- গ্রে, বাদামি, জলপাই রং।

গাঢ় কমলা- হালকা হলুদ, জলপাই রং, বাদামি, চেরি।

হলুদ- নীল, পার্পল, হালকা নীল, গ্রে, কালো।

লেমন-হলুদ- চেরি রেড, বাদামি, নীল, ধূসর।

উজ্জ্বল হলুদ- ফুশিয়া, লালের বিভিন্ন শেড, নীল, পার্পল, গ্রে, বাদামি।

গোল্ডেন হলুদ- গ্রে, বাদামি, নীল, লাল, কালো।

জলপাই রং- কমলা, হালকা বাদামি, বাদামি।

সবুজ- গোল্ডেন-বাদামি, কমলা, হালকা সবুজ, হলুদ, বাদামি, ক্রিম, গ্রে, হলুদ, কালো, সাদা।

হালকা সবুজ- বাদামি, হলুদ, গ্রে, গাঢ় নীল, লাল।

টারকয়েজ- ফুশিয়া, চেরি রেড, হলুদ, বাদামি, ক্রিম, গাঢ় পার্পল।

ইলেকট্রিক ব্লু- গোল্ডেন হলুদ, সিলভার, হালকা বাদামি।

যা খেয়াল রাখবেন-

  • এখানে বলা সব রঙের সাধারণ কম্বিনেশন বলা হয়েছে। এগুলো ছাড়াও বিভিন্ন শেড ভেদে অন্যান্য রং ভালো লাগতেই পারে। কেননা, রঙের কম্বিনেশন সবসময়ই পরিবর্তনশীল। ফ্যাশনভেদে ভিন্ন ভিন্ন কম্বিনেশন ব্যবহৃত হয়।
  • একই রঙের বিভিন্ন শেড সম্পর্কে ভালো আইডিয়া থাকলে রঙের কম্বিনেশন সহজেই সিলেক্ট করা যায়।
  • একই রং কাপড়ের ধরন ভেদে আলাদা শেডের হতে পারে। যে রং শিফন কাপড়ে থাকবে, সেই একই শেড সুতি কাপড়ের চেয়ে জর্জেট বা লিনেন কাপড়ের সাথে বেশি মানানসই হবে।
  • কিছু কিছু রং আপনাকে ম্যাট লুক দেবে। যেমন কোল্ড কালারগুলো (নীল, সবুজ, কালো)। আবার কিছু কিছু রং আপনার গেটআপে উজ্জ্বলতা যোগ করবে, যেমন ওয়ার্ম কালার (লাল, কমলা, হলুদ)। এই দুই ধরনের রঙের কম্বিনেশনে আপনি একই রঙের ভিন্ন ভিন্ন লুক সৃষ্টি করতে পারবেন। যেমন গাঢ় ছাই রঙের সাথে নীল বা সাদা আপনাকে দেবে স্নিগ্ধতা কিন্তু লাল বা ফুশিয়া রং আপনাকে উৎসবধর্মী উজ্জ্বলতা যোগ করবে।

লিখেছেনঃ শান্তা সোহেলী ময়না

সূত্রঃ ইন্টারনেট

ছবিঃফ্যানপপ.কম

81 I like it
23 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort