প্রতিদিন কলেজে বা ইউনিভার্সিটিতে হালকা মেক-আপ আমরা সবাই কম বেশি ইউজ করি। হোক তা হালকা বিবি বা সিসি ক্রিমের ছোঁয়া নাহলে একেবারেই সিম্পল কাজল আর হালকা লিপবাম। অনেকে আবার ফাউনডেসন, টানা আইলাইনার বা চড়া লিপস্টিক ব্যবহার করেন।
[picture]
আজ আপনাদের জানাবো কলেজ বা ইউনিভার্সিটি তে কী ধরনের মেক-আপ করা যায় আর কোন ধরনের মেক-আপ একেবারেই সীমা অতিক্রম করে ফেলে, যা আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিতে বাধ্য।
বেস মেকআপঃ
যা করবেন
- যদি বিবি বা সিসি ক্রিম আর পাউডার ব্যবহার করেন তবে খুব হালকা ব্লাশ ব্যবহার করুন। যাতে ত্বকে খুব সামান্য হেলদি একটা রঙের আভা থাকে। ভালো ভাবে ব্লেনড করতে ভুলবেন না।
- যদি ফাউনডেসন ব্যবহার করেন তবে নিচে অবশ্যই প্রাইমার ব্যবহার করবেন। নইলে এত দীর্ঘ সময় মেকআপ কোনভাবেই ঠিক রাখতে পারবেন না।
- ম্যাট ফিনিশ আর ট্ক্সেচার এর প্রোডাক্ট ব্যবহার করুন। এতে দীর্ঘক্ষণ পর মুখ তেলতেলে লাগবে না। ভারী মেকআপ নিলে সাথে ব্লটিং পেপার রাখুন।
যা করবেন না
- ব্রোঞ্জার ব্যবহার করে ডিপ হাইলাইট কনটুরিং করা বন্ধ করুন। আপনার কনটুরিং স্কিল ফাংশান বা ফেস্টিভালের জন্য তুলে রাখুন। ক্লাসে এটা আপনাকে মেকী আর হাস্যকর করে তুলবে।
- গ্লিটারি হাইলাইটার কখনই ইউনিভার্সিটি তে ব্যবহার করবেন না। এটাও আপনাকে আনপ্রফেসনাল লুক দেবে।
আই মেকআপঃ
যা করবেন
- কাজল ব্যবহার করতে পারেন। তবে নিচের পাতার বাইরের দিকে দেবেন না। লেপটে গিয়ে আপনার চোখ পাণ্ডা আর র্যাকুনের মত হবে।
- মাস্কারা ব্যবহার করুন। মাস্কারা আপনাকে খুবই ন্যাচারাল লুক দেয় আর চোখের টায়ার্ড ভাব লুকায়।
- ম্যাট ফিনিসের নিউটরাল কালারের আইশ্যাডো বেছে নিন। যেমন- বাদামি, পিচ,মভ ইত্যাদি।
যা করবেন না
- প্লিজ, ক্যাম্পাসে ফেক ল্যাস পড়বেন না। আপনি নিশ্চয়ই চান না অসতর্ক মুহূর্তে আড্ডার মাঝে ওটা আপনার চায়ের কাপে খুলে পড়ে যাক?
- স্মোকি আই মেক আপ নিয়ে কখনও ক্যাম্পাসে ক্লাস করতে যাবেন না। এটা আপনাকে ফেক লুক দেবার জন্য যথেষ্ট।
- টানা করে ক্যাট লাইনার দিতে চান? বাদ দিন। আড্ডা বা বেরাতে যাবার দিন না হলে লাইনার ন্যাচারাল রাখাটাই ভালো।
লিপ মেকআপঃ
যা করবেন
- খুব হালকা লিপ বাম সবাইকেই ভালো মানিয়ে যাবে। লিপস্টিক যদি দিতেই চান তবে বুলেট থেকে ফিঙ্গারটিপের সাহায্যে ঠোঁটে লাগান। এতে রঙের ইনটেনসিটি কমে যাবে।
যা করবেন না
- ফ্রস্টেড লিপ কালার বা চড়া লিপস্টিক ব্যবহার না করাই ভালো।
হেয়ার স্টাইলঃ
যা করবেন
- স্লিক গোছান স্টাইল মেনটেইন করুন। বড় প্যাডল ব্রাশ ব্যবহার করে অবাধ্য ছোট চুল গুলোকে গুছিয়ে রাখুন। হেয়ার জেল বা সিরাম বাবহার করতে পারেন দরকার হলে।
- কারো যদি পাকা চুল থেকে থাকে তবে কালো বা বাদামি রঙ করে নিন। অনাকাঙ্খিত কোন রঙ নয়।
যা করবেন না
- মেসি আপ ডু করা বাদ দিন। এতে আপনাকেই মেসি লাগবে।
- কম বয়সিরা চুলে বিভিন্ন আই পপিং কালার করতেই পারেন। তবে যাতে একই সাথে দুই তিন ধরনের আই পপিং কালার দেবেন না।
- ভুলেও ফেক ক্লিপ অন কালারড এক্সটেনশন ব্যবহার করবেন না।
নখের সাজঃ
যা করবেন
- নেলপলিস ব্যবহার করলে সলিড কালার ব্যবহার করুন। ফ্রেঞ্চ ম্যানিকিওর করতে পারেন।
- দৈর্ঘ্য যাই হোক , নখ সুন্দর শেপে রাখুন। ভাঙ্গা, কামড়ানো নখ হলে সুন্দর করে ফাইল করে রাখুন।
যা করবেন না
- খুব distracting নেইল আর্টস বা ফেক এক্সটেনশন ব্যবহার করবেন না।
আশা করি কলেজ আর ইউনিভার্সিটিতে অধ্যয়নরত পাঠকদের মেকআপের একটি গাইডলাইন দিতে পেরেছি। এখন শুধু সকালে রেডি হবার সময় মনে রাখবেন স্টুডেন্টের জন্য ‘নো মেকআপ’ মেকআপই আদর্শ লুক।
লিখেছেনঃ মীম তাবাসসুম
ছবিঃ রাইটমাইএসেঅনলাইন.কম