নতুন বউ এর মেক-আপ বক্স - Shajgoj

নতুন বউ এর মেক-আপ বক্স

Bridal+Box

বিয়ে শব্দটির সাথে রয়েছে আনন্দ, উৎসব, উত্তেজনা আরও নানা অনুভূতির মিশেল। বিয়ের হাজারো ধুমধামের বড় একটি অংশ জুড়ে থাকে বিয়ের শপিং আর বিয়ের শপিং এর মূলেই থাকে কনের শপিং। আগের দিনে বরপক্ষ থেকে করা হত কনের সব কেনাকাটা। কিন্তু আধুনিক যুগে অনেক ক্ষেত্রেই কনের কেনাকাটা কনের পছন্দ অনুযায়ী করা হয়। বিয়ের শপিং লিস্টে থাকে এটা ওটা হাজারো জিনিস। আজ আমাদের আয়োজন বিয়েতে কনের কসমেটিক্স নিয়ে। হলুদ, বিয়ে আর বউ-ভাতের দিনের সাজের দায়িত্ব পার্লারের উপরই থাকে। তাই কসমেটিক্সের প্রয়োজন পড়ে বিয়ের পর। বিয়ের পর দিন থেকেই বউ দেখা, আজ এই বাড়ি তো কাল ও বাড়িতে দাওয়াত আর ঘোরাঘুরি লেগেই থাকে।

[picture]

বিয়েতে শপিং এর জন্য সবারই মোটামুটি ভালো মানের বাজেট বরাদ্দ থাকে। এখন অনলাইন শপিং খুব সহজ ও জনপ্রিয়। তবে অনলাইন শপিং এর ক্ষেত্রে হাতে অন্তত এক মাস সময় থাকা চাই। তাই হাতে সময় থাকলে ১০০০০-১৫০০০ টাকার মধ্যে ভালো মানের কসমেটিক্স কিনে ফেলতে পারেন। হাতে সময় না থাকলে আর বাজেট কম থাকলে দেশেই করতে পারেন শপিং। আধুনিক যুগে নানা রঙের ট্রেন্ড থাকলেও নতুন বউকে সবাই লাল রঙে দেখতেই বেশি পছন্দ করে। তাই সাজগোজে রাখুন লালের ছোঁয়া। আসুন জেনে নিই কীভাবে সাজাবেন আপনার মেক-আপ বক্স।

ফাউন্ডেশন / বিবি ক্রিমঃ

বিয়ের দিন গুলোর ভারী সাজগোজের পর একটু ন্যাচারাল লুকেই বেশি ভালো দেখাবে। তাছাড়া ঘরোয়া অনুষ্ঠান গুলোতে ন্যাচারাল লুক বেশি মানানসই। তাই বেছে নিন বিবি ক্রিম বা লাইট-মিডিয়াম কাভারেজ ফাউন্ডেশন। দিনের বেলায় বেছে নিতে পারেন বিবি ক্রিম। Garnier, Ponds, Lakme BB/CC cream দেশেই পাওয়া যাবে। দাম পড়বে ২৫০-৪৫০ টাকা।

অর্ডার করতে পারেন Revlon photoready , Missha BB cream দাম ১০০০ টাকা।

বেশি কাভারেজ চাইলে বা রাতের পার্টিতে বেছে নিন ফাউন্ডেশন। ফাউন্ডেশন কিনুন আপনার ত্বকের রঙের সাথে মিলিয়ে।

শুষ্ক ত্বকের জন্যঃ

Neutrogena healthy mix foundation, Maybelline fit me foundation.

তৈলাক্ত ত্বকের জন্যঃ

Revlon colorstay or Revlon whipped cream foundation, Covergirl outlast, Rimmel lasting finish 25hr foundation.

দামঃ ১০০০-১৫০০ টাকা।

আর দেশ থেকে কিনতে চাইলে রয়েছে jackelin foundation(২৫০ টাকা)

বড় দোকান গুলোতে Revlon colorstay foundation পেতে পারেন।

ফেস পাউডারঃ

মেক-আপকে আরো দীর্ঘস্থায়ী করতে ও শাইন ফ্রি করতে ত্বকের শেড অনুযায়ী ফেস পাউডার বেছে নিন। ফেস পাউডার টাচ-আপের জন্যও দরকারী।

অর্ডার করতে পারেনঃ

Maybelline dream matte powder, Maybelline Fit me pressed powder, ELF mineral pressed powder, MUA pressed powder. দামঃ ৩৫০-১৫০০ টাকা।

দেশেই পাবেনঃ jordana,personi,jackelin pressed powder. দামঃ ২৫০-৪০০ টাকা।

আলমাস বা বডিলাইনে পাবেন Maybelline dream matte powder (৫৫০-৬৫০ টাকা)

কনসিলারঃ

বিয়ের নানা রকম স্ট্রেস চোখের নীচে ডার্ক সার্কেল ফেলে দেয়। ডার্ক সার্কেল বা কালো দাগ ঢাকতে কনসিলার ব্যবহার করুন। আপনার ত্বক থেকে ১-২ শেড হালকা কনসিলার বেছে নিন। অর্ডার করতে পারেন Revlon age defying spa concealer, Revlon photoready stick concealer, Maybelline Fit me concealer, দামঃ ৫০০-১০০০ টাকা। দেশে পাবেনঃ Flormar stick concealer (২৫০টাকা), Revlon age defying spa concealer (৪৫০-৫৫০টাকা)

আইশ্যাডোঃ

বেছে নিন উজ্জ্বল, ন্যাচারাল শেডের আইশ্যাডো। আলাদা না কিনে বেছে নিন বক্স বা প্যালেট। ঝটপট তৈরি হতে সাহায্য করবে।

অর্ডার করতে পারেনঃ

-Wet n wild 8 color eyeshadow palette (৬৫০ টাকা)

-Sleek ultra matte V1/v2 (১২০০-১৩০০ টাকা)

-Revlon romantic girl (১৩০০-১৫০০ টাকা)

-MUA-heaven on earth or dusk till dawn (৭৫০ টাকা)

-Maybelline color tattoo ৭৫০ টাকা

দেশে পাবেনঃ

Golden rose, Flormer eyeshadow (২৫০-৩৫০ টাকা)

আইলাইনারঃ

কালো বাদেও নীল, সবুজ,বেগুনি ইত্যাদি রঙ বেছে নিতে পারেন। ওয়াটার প্রুফ, স্মাজ ফ্রী আইলাইনার বেছে নিন।

Maybelline gel eye liner

L’oreal super liner

দামঃ ১২০০-১৩০০ টাকা

সহজে ও সস্তায় দেশেই পাবেন- lakme insta liner বা Miss & Mrs দাম ২৫০-৩০০ টাকা।

কাজলঃ

কাজল খুব সহজেই চোখকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। নতুন বউয়ের মেক-আপ বক্সে তাই কাজল থাকা চাই অবশ্যই।

Miss & Mrs, Maybelline colossal kajol, Lakme iconic kajol দেশেও যেকোনো ভালো মানের দোকানে পাবেন ৩০০-৫০০ টাকার মধ্যেই।

মাসকারাঃ

পাপড়ি ঘন ও বড় দেখাতে ভালো মানের মাসকারা বেছে নিন। মাসকারার ব্যবহারে চোখ ওয়াইড ও সতেজ দেখায়, ক্লান্তি ভাব ঢেকে দেয়। Maybelline colossal volume express, L’Oreal voluminous carbon black,covergirl lash blast mascara পাবেন ১০০০-১২০০ টাকায়।

লিপস্টিকঃ

লিপস্টিকে বেছে নিন লাল, মেরুন, ফুশিয়া বা কপার রং। এই রং গুলো আপনার যেকোনো শাড়ীর সাথেই মানিয়ে যাবে ও উজ্জ্বল দেখাবে ।

– NYX Absolute red, Merlot(pinkish red), NYX soft matte lip cream-Amsterdam (৭০০-৮০০ টাকা)

-Wet n wild red velvet, Purty persimmon(orange red) ( ২৮০-৩০০ টাকা)

-M.A.C –Ruby woo,Diva ১৯০০-২২০০ টাকা।

ব্লাশ-অনঃ

নতুন বউয়ের গালে হাকলা গোলাপি আভা থাকা চাই অবশ্যই। ত্বকের রঙ অনুযায়ী বেছে নিন গোলাপি, পিচ বা কোরাল শেড।

MUA, ELF, NYX এর রয়েছে ভালো মানের ব্লাশ। দাম পড়বে ৩৫০-৮০০ টাকা। বাজেট আরো বেশি হলে বেছে নিতে পারেন M.A.C ব্লাশ।

দেশে পাবেন jordana, flormar blush দাম পড়বে ২৫০-৪৫০ টাকা।

ব্রোঞ্জারঃ

MUA, ELF, NYX এর ভালো মানের ব্রোঞ্জার রয়েছে। ব্রোঞ্জারের বদলে আপানার গায়ের রঙ্গের চেয়ে ১-২ শেড গাঢ় ফাউন্ডেশন বা ফেসপাউডার ব্যবহার করতে পারেন।

নেইলপলিশঃ

নেইলপলিশ হিসেবে লাল, গোল্ডেন, মেরুন বা ফুশিয়া রং বেছে নিন।

Jackelin, parsoni, jordana,farmasi এসব নেইলপলিশ পাবেন ১৫০-২৫০ টাকার মধ্যে।

মেক-আপ রিমুভারঃ

আর কোন কসমেটিক্স কিনুন বা নাই কিনুন মেক-আপ রিমুভার কিনতে একদম ভুলবেন না। আপনার বিয়ের দিন থেকেই প্রয়োজন পড়বে এটির। আলাদা ভাবে আই মেক-আপ রিমুভার কিনতে পারেন। Neutrogena, The Body Shop, Flormer মেক-আপ রিমুভার পাবেন ৪৫০-১০০০ টাকায়।ওয়েট টিশ্যু বা মেক-আপ রিমুভিং ওয়াইপ্স কিনতে পারেন

– নিউট্রোজেনা বা গোল্ডেন রোজের মেক-আপ রিমুভিং ওয়াইপ্স পাবেন ২০০-৩৫০ টাকায়।

মেক-আপ ব্রাশঃ

সুন্দর মেক-আপের জন্য দরকার ভালো ও প্রয়োজনীয় কিছু মেক-আপ ব্রাশ। রিয়েল টেকনিক, সিগমা, ইকো টুলস বেশ ভালো মানের মেক আপ ব্রাশ তৈরি করে। দাম পড়বে ১০০০-২২০০ টাকা। এছাড়া বিভিন্ন ননব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ডের মেক-আপ ব্রাশ পাবেন ২৫০-৫০০ টাকার মধ্যেই।

এইসব কসমেটিক্সের পাশাপাশি আরও কিনে রাখুন রেডিমেড মাস্ক। এত এত মেক-আপ ব্যবহার, নানা রকম স্ট্রেসে চেহারার উপর অনেক প্রভাব ফেলে।পার্লার ফেসিয়াল বা বাড়িতে প্যাক তৈরির সময় নাও পেতে পারেন। বেছে নিতে পারেন Meena herbal, Himalaya herbal, freeman mask। ইমার্জেন্সীর জন্য সাথে রাখুন হেয়ার রিমুভিং ক্রিম।

ঘোরাঘুরি আর বেড়ানোতে নতুন বৌয়ের উজ্জ্বল ত্বক যাতে রোদে পুড়ে নষ্ট না হয়, তাই সানস্ক্রিন লাগাতে ভুলবেন না।

পণ্যের দাম বিভিন্ন পেজ বা দোকান ভেদে ভিন্ন হতে পারে। হাতে সময় নিয়ে কয়েকটি দোকান ঘুরে কিনুন। চেষ্টা করবেন ভালো মানের দোকান থেকে কেনার। আজকাল অনেক নকল পণ্য বাজারে পাওয়া যায়। তাই অভিজ্ঞ কাউকে নিন শপিং এর সময়। একটু বেশি বাজেট হলেও ভালো মানের কসমেটিক্স কিনুন। একবার কিনলে প্রায় দেড় থেকে ২ বছর চলবে। উত্তরার ফ্যামিলি নিড, বডিলাইন, আলমাস, প্রিয়তে অনেক পণ্যের কালেকশন থাকে। বেছে নিন আপনার পছন্দ ও ত্বক অনুসারে।

যা করবেন নাঃ

– আপনার ত্বক অতিরিক্ত স্পর্শকাতর বা একনে প্রন হলে বিয়ের সময় নতুন কোন এক্সপেরিমেন্ট না করে সব সময় সেসব সামগ্রী ব্যবহার করেন, সেগুলোই বেছে নিন।

-অনেকে আলাদাভাবে না কিনে একবারে মেক-আপ বক্স কিনে ফেলতে চান। মেক-আপ বক্সে সব উপকরণ ভালো বা আপনার ব্যবহার উপযোগী হয় না। তাই আলাদা ভাবে দেখে প্রয়োজনীয় সামগ্রী কেনাই ভালো।

-বউকে সবাই গাঢ় ও রঙ্গিন মেক-আপে দেখতে চাইলেও অতিরিক্ত মেক-আপ করবেন না। চেষ্টা করুন ন্যাচারাল রাখতে।

-তাড়াহুড়ো না করে হাতে সময় নিয়ে কেনাকাটা করুন। আপনার গায়ের রঙ্গের সাথে মানাচ্ছে কিনা বা মেয়াদ আছে কিনা দেখে নিন।

লিখেছেনঃ মৌসুমী তানিয়া

ছবিঃ পিচেসএন্ডব্লাশ.কম

 

6 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort