একইভাবে বেনি করতে করতে বিরক্ত? এই বেনিতেই একটু টুইস্ট এনে ভিন্ন ভিন্ন পোশাকের সাথে ডিফারেন্ট লুক পেতে পারেন খুব সহজেই। সাজগোজের এবারের আয়োজনে থাকছে ভিন্ন ধরনের পোশাকের সাথে মিল রেখে ছোট, মাঝারি আর লম্বা চুলে বেনির সাজ। প্রথম এবং দ্বিতীয় পর্বে ছিল শাড়ি এবং ওয়েস্টার্ন ড্রেসের সাথে ব্রেইড হেয়ারস্টাইল। এবারের পর্বে থাকছে সালোয়ার কামিজের সাথে বেনির সাজ। দেখে নিন কীভাবে খুব সহজেই ব্রেইড হেয়ারস্টাইলে ট্রেন্ডি লুক পেতে পারেন। সাথেই থাকুন…..
আরও প্রোডাক্ট কিনতে ক্লিক করুন- shop.shajgoj.com