ফ্রেঞ্চ ব্রেইড বনাম ডাচ ব্রেইড - Shajgoj

ফ্রেঞ্চ ব্রেইড বনাম ডাচ ব্রেইড

french-braids

“গেইম অব থ্রোন্স” টিভি সিরিজ অনেকেই দেখেছেন আর না দেখলেও নাম শুনেছেন। এই টিভি সিরিজের আকর্ষণীয় হেয়ার ব্রেইডগুলো দেখে অনেকেই হয়তো ভেবেছেন ওইগুলো ফ্রেঞ্চ ব্রেইড। ফ্রেঞ্চ ব্রেইড আমরা প্রায় সবাই পারি, কিন্তু টিভি সিরিজের হেয়ার ব্রেইডগুলো ছিল ডাচ ব্রেইড। এই ডাচ ব্রেইড দেখতে কিছুটা ফ্রেঞ্চ ব্রেইডের মতই, কিন্তু অনেকাংশে ভিন্ন ও বেশি আকর্ষণীয়।

[picture]

তাহলে শিখে ফেলা যাক ফ্রেঞ্চ ব্রেইড ও ডাচ ব্রেইডের পার্থক্যগুলো, সাথে ডাচ ব্রেইড কীভাবে করতে হবে সেটাও।

শিখতে যা যা লাগবে-

  • হেয়ার ব্রাশ
  • হেয়ার ব্যান্ড
  • সেট করার জন্য হেয়ার স্প্রে
  • হেয়ার পিন

 

ধাপসমূহঃ

প্রথমেই চুলকে প্রস্তুত করে নিতে হবে,  শ্যাম্পু করে ও ভালোভাবে আঁচড়ে নিয়ে জট ছাড়িয়ে নিতে হবে।

  • ধাপ ১-

এখানে প্রথম ছবি দেখানো হয়েছে ফ্রেঞ্চ বেনীর জন্য ও ২য় ছবি দেখানো হয়েছে ডাচ ব্রেইডের জন্য কীভাবে চুল প্রথমে ধরতে হবে। চুলকে তিন অংশে ভাগ করে নিতে হবে। লেফট, সেন্টার ও রাইট অংশের চুল দুটি ব্রেইডের জন্য একইভাবে ধরতে হবে।

fb vs db 2

  • ধাপ ২

এই ধাপে ফ্রেঞ্চ ব্রেইডে সেন্টার অংশের উপর দিয়ে লেফট অংশের চুলগুলো দেয়া হয় আর ডাচ ব্রেইডের ক্ষেত্রে সেন্টার অংশের নিচে দিয়ে লেফট অংশের চুল আনতে হবে ছবিতে দেখানো ভাবে।

fb vs db 3

  • ধাপ ৩

১ম ছবিতে দেখানো হয়েছে ফ্রেঞ্চ ব্রেইডে আমরা লেফটের উপর দিয়ে রাইট অংশের চুল নিয়ে আসি কিন্তু ডাচ ব্রেইডে তেমনটা হয় না। এক্ষেত্রে রাইট অংশের চুল লেফট অংশে  প্রথমে যেই চুল ধরা থাকে তার নিচে দিয়ে নিয়ে যেতে হবে।

 fb vs db 4

এভাবে বাকিটা করে ফেলতে হবে। চুল সেট করে নেয়ার জন্য আমরা হেয়ার স্প্রে ব্যবহার করতে পারি।

 fb vs db 1

ছবি –  হেয়ারবাইজুল.ব্লগস্পট.কম

লিখেছেন – সারাহ

0 I like it
0 I don't like it
পরবর্তী পোস্ট লোড করা হচ্ছে...

escort bayan adapazarı Eskişehir bayan escort